মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে পৌরসভার গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে kmc recruitment 2021

Karmasandhan Recruitment আগস্ট ৩১, ২০২১

চাকরি প্রার্থীদের জন্য সুখবর পৌরসভার  গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে করলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোন   জেলা থেকে আবেদন করা যাবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়



পদের নাম :সার্ভেয়ার

শূন্য পদের সংখ্যা : 2 টি

শিক্ষাগত যোগ্যতা ;মাধ্যমিক পাশের সঙ্গে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের

বয়সসীমা : 1.1.21 তারিক অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 21 বছরের মধ্যে

মাসিক বেতন : 15,000  টাকা


পদের নাম :কুক 

শূন্য পদের সংখ্যা :1 টি

শিক্ষাগত যোগ্যতা ;অষ্টম শ্রেণী পাস এর সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের

বয়সসীমা : 1.1 .2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 20 বছরের মধ্যে

 মাসিক বেতন : 11000 টাকা


পদের নাম :ম্যানেজার

শূন্য পদের সংখ্যা :1টি

শিক্ষাগত যোগ্যতা ;যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিএ অথবা ম্যানেজমেন্ট পাশ করে থাকতে হবে সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের

বয়সসীমা : 23 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী

 মাসিক বেতন : 30,000 টাকা


পদের নাম : OSD (Legal)

 শূন্য পদের সংখ্যা : 1টি 

 শিক্ষাগত যোগ্যতা ; যে কোন স্বীকৃত প্রতিষ্ঠানের থেকে এলএলবি কোর্স করে থাকতে হবে এবং লিগেল মেটার নিয়ে অন্তত 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের

 বয়সসীমা : 1.1 . 2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 37 বছরের মধ্যে

 মাসিক বেতন : 16,500 টাকা



পদের নাম : মেকানিক্যাল

শূন্য পদের সংখ্যা :1 টি 

শিক্ষাগত যোগ্যতা ; ডিপ্লোমা ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং

বয়সসীমা : 1.1 .2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 45 বছরের মধ্যে

মাসিক বেতন :16,500 টাকা


পদের নাম : IT Personnel

শূন্য পদের সংখ্যা :1টি

শিক্ষাগত যোগ্যতা ; BCA"/BSC/Information technology বিষয়ে ডিগ্রী পাস থাকতে হবে যেকোন শাখা থেকে

বয়সসীমা : 1.1. 2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 21 বছরের মধ্যে

মাসিক বেতন :10,000  টাকা


আবেদনের পদ্ধতি :  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সমস্ত সমস্ত নথিপত্র সংযুক্ত করে  শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ঠিকানায় পাঠাতে হবে এবং আবেদনের শেষ তারিখ 6 সেপ্টেম্বর 2021 বিকেল সাড়ে চারটার মধ্যে


আবেদনপত্র পাঠানোর ঠিকানা : The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist - Da{eeling, Pin - 734001


নিয়োগের পদ্ধতি :  শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে


ওয়েবসাইটের লিংক : http://www.siligurismc.in/


বিজ্ঞপ্তির লিংক : http://siligurismc.in/userfiles/file/recuretment-office-upload.pdf


টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials


 

মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে পৌরসভার গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে kmc recruitment 2021 মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে পৌরসভার গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে kmc recruitment 2021 Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ৩১, ২০২১ Rating: 5

👉GST সংক্রান্ত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | GST GK CLASS PDF

Karmasandhan Recruitment আগস্ট ৩১, ২০২১


🔘 GST এর সম্পূর্ণ নাম কি ? ➟ Goods and Service tax

🔘 কোন দেশ সর্বপ্রথম GST চালু করে ? ➟ ফ্রান্স

🔘 ভারতে কোন দেশের আদলে GST চালু হয়েছে ? ➟ কানাডা

🔘 কোন কোন দেশে ডাবল GST চালু আছে ? ➟ কানাডা, ভারত

🔘 কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে GST বিল করা হয়েছে ? ➟ 101

🔘 ভারতে কবে GST চালু হয় ? ➟ 2017 সালের 1 লা জুলাই

🔘 GST আসলে কি ?➟ Indirect Tax

🔘 বিল প্রয়োগ করার সময় GST কাউন্সিল এর চেয়ারম্যান কে ছিলেন ? ➟ প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি

🔘 ভারতের কোন রাজ্যে সর্ব প্রথম GST বিল পাস হয় ? ➟ অসম

🔘 ভারতে কত ধরনের GST আছে ও কি কি ? ➟ তিন ধরনের ক) CGST খ) SGST গ) IGST

🔘 IGST এর I এর সম্পূর্ণ নাম কি ? ➟ Integrated

🔘 কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিল যুক্ত করা হয়েছে ? ➟101


🔘 IGST তম অনুচ্ছেদে রয়েছে ? ➟ 269A

🔘 GST Slab কয়টি ? ➟ 4%, 5%, 12%, 18%, 28%

🔘 GST কাউন্সিল এর কয়জন সদস্য আছে ? ➟ 33

🔘 কোন রাজ্যে সর্বশেষ GST বিল পাস হয় ? ➟ জম্মু কাশ্মীর

🔘 কোন সমিতি GST লাগু করার পরামর্শ দিয়েছিল ? ➟ বিজয় কলকার সমিতি

🔘 GST বিল এ কতগুলি indirect tax ও cess যুক্ত করা হয়েছে ? ➟ Indirect tax 17, Cess-23

🔘 GST নম্বরের ডিজিট সংখ্যা কত ? ➟ 15

🔘 কোন পণ্যগুলি GST র আওতার বাইরে রয়েছে ? ➟ পেট্রোল, মদ, বিদ্যুৎ

🔘 GST বিল তৈরি সমিতির প্রথম সভাপতি কে ? ➟ অসীম দাশগুপ্ত

🔘 জি এস টি তে রাজ্যের ভাগ কত ? ➟ 2/3

🔘 জি এস টি তে কেন্দ্রীয় ভাগ কত ? ➟ 1/3

🔘 জিএসটি চুরির অপরাধে কত বছর জেল হতে পারে ? ➟ 5


🔘 জিএসটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ➟ অমিতাভ বচ্চন

👉GST সংক্রান্ত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | GST GK CLASS PDF  👉GST সংক্রান্ত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | GST GK CLASS PDF Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ৩১, ২০২১ Rating: 5

ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর - Economics Gk In Bengali

Karmasandhan Recruitment আগস্ট ৩১, ২০২১


1) ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক? 

উত্তর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


2) ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক? 

উত্তর:ICICI BANK OF INDIA


3) “Big Push Theory” র স্রষ্টা? 

উত্তর: আর রোডান


4) Per Capita income এ কোন রাজ্য প্রথম? উত্তর:: গোয়া


5)Hot Money কি বোঝাতে ব্যাবহার হয়? 

উত্তর: money which comes easily goes easily


6) (NSSO) কোথায় অবস্তিত ? 

উত্তর:ভারতে 


7)FATHER OF Economics? 

উত্তর:: Adam smith


8) WTO এর হেডকোয়ার্টার? 

উত্তর:: জেনেভা


9) WTO এর পুরোনো নাম? 

উত্তর:: GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়


10) আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? 

উত্তর:: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


11) সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? 

উত্তর:: আই টি


12) মুদ্রাস্ফীতি কি কারণে হয়? 

উত্তর:: ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে/অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস


13) ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে? 

উত্তর:: রত্ন ও অলংকারাদি থেকে


14) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? 

উত্তর:: সারনাথ


15) ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল? 

উত্তর:: 1991 সালে


16) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? 

উত্তর:: পঞ্চম পরিকল্পনা


17) Debit Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? 

উত্তর:: ল্যাটিন


18) ‘Planned Economy for India’ বইয়ের লেখক? 

উত্তর:: M Vishveshwar


19) ২০১১ সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে? 

উত্তর:: সিকিম


20) RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে? 

উত্তর:: বাঘ


*গুরুত্বপূর্ণ কিছু জীববিদ্যার Important For WBP*

 


১) মূলের ত্বকে এপিব্লেমা বলে।


২) পাতার এবং কাণ্ডের ত্বকে এপিডার্মিস বলে।


৩) ত্বকে মেলানিন থাকায় সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা পায় ।


৪) ত্বকে দুই প্রকার ঘর্মগ্রন্থি থাকে এক্রেইন গ্রন্থি অ্যাপোক্রেইন গ্রন্থি।


৫) পতঙ্গের রঞ্জক বিন রক্তকে হিমোলিম্ফ বলে।


৬) ব্যাঙের হৃৎপিণ্ডকে মিশ্র হৃৎপিণ্ড বলি;


৭) রজন রংশিল্পে ব্যবহৃত হয়।


৮) বহিঃনিষেক দেখা যায় ব্যাংক ও মাছে।


৯) পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার করে প্ল্যানেরিয়া নাম প্রানী।


১০) সর্বপ্রথম প্রার্থনাকারী করা হয় টমেটো গাছে।

ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর - Economics Gk In Bengali ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর - Economics Gk In Bengali Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ৩১, ২০২১ Rating: 5

🔥রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি WBPDCL New Recruitment Notice 2021🔥 wbpdcl.co.in

Karmasandhan Recruitment আগস্ট ২৯, ২০২১


ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল) 66 মাইনস ম্যানেজার, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার, ব্লাস্টিং অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সার্ভেয়ার, ওভারম্যান, অফিস এক্সিকিউটিভ নিয়োগ করছে।


খনি ব্যবস্থাপক - 01 পদ

নিরাপত্তা কর্মকর্তা - 02 টি পদ

সহকারী খনি ব্যবস্থাপক - 32 টি পদ

ব্লাস্টিং অফিসার - 02 টি পদ

কল্যাণ কর্মকর্তা - 03 টি পদ

সার্ভেয়ার - 04 টি পদ

ওভারম্যান - 21 টি পদ

অফিস এক্সিকিউটিভ - সিএমপিএফ: 01 পদ


যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ ডিপ্লোমা। স্নাতক/ স্নাতকোত্তর। যোগ্যতার মানদণ্ডের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন (নীচে দেওয়া লিঙ্ক)।



Date & Venue of Walk-in-Interview:

Date: 20/09/2021 and 21/09/2021

Venue: Bidyut Unnayan Bhaban’ – Corporate Office – WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106 (beside National Institute of Fashion Technology

Time: 10.30 a.m. to 02.00 p.m.



Official website (WBPDCL) — https://wbpdcl.co.in

PDF file — SEE DETAILED ADVT.

🔥রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি WBPDCL New Recruitment Notice 2021🔥 wbpdcl.co.in 🔥রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি WBPDCL New Recruitment Notice 2021🔥 wbpdcl.co.in Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৯, ২০২১ Rating: 5

জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

Karmasandhan Recruitment আগস্ট ২৮, ২০২১

*চোখের জলে কোন উৎসেচক থাকে ?

উঃ লাইসোজাইম।

২. পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?

উঃ ৯ টি।

৩. জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?

উঃ সোডা ওয়াটার।

৪. IVF— এর পুরো অর্থ কী ?

উঃ In Vitro fertilization।

৫. “The Origin Of life On Earth''— বইটি কার লেখা ?

উঃ ওপারিন।

৬. আঙ্গুরে কোন এসিড থাকে ?

উঃ টারটারিক, ম্যালিক এসিড।

৭. ‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

উঃ রোজেন।

৮. সবচেয়ে হালকা মৌলের নাম কী ?

উঃ হাইড্রোজেন।

৯. সবচেয়ে ভারী মৌলের নাম কী ?

উঃ ইউরেনিয়াম।

১০. বায়ুকে কী পদার্থ বলা হয় ?

উঃ মিশ্র পদার্থ।

১১. লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন থাকে ?

উঃ ১২০ দিন।

১২. জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?

উঃ অ্যারিস্টটলকে জীব বিজ্ঞানের জনক বলা হয়। 

১৩. পিতল কিসের মিশ্রণ ?

উঃ তামা ও দস্তা।

১৪. প্রথম পারমাণবিক ভর এর ধারনা কে প্রদান করেন ?

উঃ জন ডাল্টন।

১৫. ‘ফ্লুইড অফ লাইফ'— কাকে বলা হয় ?

উঃ পানিকে।

১৬. কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায় ?

উঃ ২টি ভাগে।

১৭. কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত ?

উঃ ‘O’ গ্রুপের রক্তে।

১৮. পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় ?

উঃ ক্লোরোসিস।

১৯. Myocardium— কী দ্বারা গঠিত হয় ?

উঃ অনৈচ্ছিক পেশী।

২০. মানুষের মুখগহবরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত ?

উঃ ৩ জোড়া।

২১. ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে ?

উঃ ইনসুলিন।

২২. পিত্তরস কোথায় উৎপন্ন হয় ?

উঃ যকৃত।

২৩. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?

উঃ প্লুরা।

২৪. নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয় ?

উঃ ফুসফুসে।

২৫. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী ?

উঃ নাসিকা।

২৬. শ্বাসনালী কয় ভাগে বিভক্ত ?

উঃ ২ ভাগে।

২৭. ভাইরাসজনিত রোগ বলা হয় _?

উঃ এ্যাজমাকে।

২৮. প্লুরার বাইরের

স্তরটিকে কী বলা হয় ?

উঃ প্যারাইটাল স্তর।

২৯. মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি ?

উঃ রেচন।

৩০. নেফ্রন কিসের একক ?

উঃ বৃক্কের।

৩১. তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা প্রবক্তা কাকে বলা হয় ?

উঃ আরহেনিয়াস।

৩২. একটি জৈব সারের নাম ?

উঃ ইউরিয়া।

৩৩. একটি নিষ্ক্রিয় মৌলের নাম _?

উঃ ক্রিপটন।

৩৪. পৃথিবীর বৃষ্টির কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় ?

উঃ মেরু অঞ্চলে।

৩৫. এসিড কত সালে প্রথম আবিষ্কার হয় ?

উঃ ১৯৮১ সালে।

৩৬. জীবাণু বিদ্যার জনক কাকে বলা হয় ?

উঃ লুইপাস্তুরকে।

৩৭. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?

উঃ ক্ষণপদ।

৩৮. জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী ?

উঃ সোডিয়াম।

৩৯. অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ?

উঃ হিলিয়াম।

৪০. মানবদেহে মোট হাড়ের সংখ্যা কত ?

উঃ ২০৬ টি।

৪১. মাইক্রো কথার অর্থ কী ?

উঃ অতি ক্ষুদ্র।

৪২. লোহিত রক্ত কণিকা কত দিন আয়ুষ্কাল থাকে ?

উঃ ৫ থেকে ৬ দিন।

৪৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ?

অপ্সরা।

৪৪. মানুষের করোটির অস্থি সংখ্যা মোট কতগুলি ?

উঃ ২২ টি।

৪৫. এস এল পদ্ধতিতে বলের পরম একক কী ?

উঃ নিউটন।

৪৬. লাইসোজোমকে কী বলা হয় ?

উঃ আত্মঘাতীস্থলী।

৪৭. মাছ কোথা কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে ?

উঃ ফুলকা দ্বারা।

৪৮. দেহ প্রহরী কোষ কাকে বলা হয় ?

উঃ শ্বেত রক্তকণিকাকে।

৪৯. পৃথিবীর কঠিনতম ধাতুর নাম কী ?

উঃ হীরক।

৫০. মায়োটোম পেশি কোন প্রাণীর শরীরে দেখা যায় ?

উঃ মাছ।

৫১. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?

উঃ ইথিলিন।

৫২. ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ?

উঃ ৬ মিটার।

৫৩. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কতগুলি ?

উঃ 33 টি।

৫৪. সর্ব প্রথম কে কোষ আবিষ্কার করেন ?

উঃ রবার্ট হুক।

৫৫. পেশীর আবরণীকে কী বলা হয় ?

উঃ সারকোলেমা।

জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৮, ২০২১ Rating: 5

5000+ জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর PDF

Karmasandhan Recruitment আগস্ট ২৭, ২০২১


1. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ?

উত্তর - ভ্যাটিকান সিটি ।


2. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?

উত্তর- রোম ।


3. দৈর্ঘ্য , প্রস্থ , উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ?

উত্তর - সময় ।


4. কসমিক ইয়ার (Cosmic Year) কি ?

উত্তর - যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে ।


5. গঙ্গা , যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?

উত্তর - এলাহাবাদ ।


6. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy” ?

উত্তর - চিপকো আন্দোলন ।


7. ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?

উত্তর - সম্বর হরিণ ।


8. ‘ আমন ব্রিজ ‘ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?

উত্তরঃ ভারত – পাকিস্তান ।


9. পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?

উত্তরঃ বিহার – উত্তরপ্রদেশ ।


10. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?

উত্তরঃ হায়দ্রাবাদ ।


11. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?

উত্তরঃ সেকস্ট্যান্ট যন্ত্র ।


12. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?

উত্তরঃ আলাস্কার হুর্বার্ড ।


13. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?

উত্তরঃ নরওয়ের সেভলে ফিয়র্ড ।


14. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?

উত্তরঃ কোর বা তাল ।


15. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ।


16. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ মাউন্ট ব্ল্যান্ক ।


17. “চ্যালেঞ্জার খাত ” কোথায় অবস্থিত?

উত্তরঃ প্রশান্ত মহাসাগরে ।


18. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?

উত্তরঃ প্রশান্ত মহাসাগরে ।


19. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?

উত্তর- মরু অঞ্চলে ।


20. উত্তর গোলার্ধের “মেরুজ্যোতি ” কে কী বলে ?

উত্তর - আরোরা বেরিয়ালিস ।


21. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

উত্তরঃ সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত


22. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(1680 মিটার)


23. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ কলসুবাই(1646 মিটার)


24. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ মেঘালয়


25. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ পুরুলিয়া, পশ্চিমবঙ্গ


26. “কচ্ছ ” শব্দের অর্থ কী?

উত্তরঃ জলাময় দেশ


27. “Sky River ” নামে কোন নদী পরিচিত?

উত্তরঃ ব্রহ্মপুত্র


28. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ তাওয়াই


29. ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড় ” বাঁধ কে “কানাডা বাঁধ ” বলা হয় কেন?

উত্তরঃ 1954-55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ


30. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ কেরালার কোলাম জেলাতে ৷


31. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

উত্তরঃ Kunchikal Falls (455 মিটার)


32. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ হনুলুলুতে


33. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?

উত্তরঃ 2 রা ফেব্রুয়ারি


34. “রামসার ” চুক্তি কত সালে কার্যকর হয়?

উত্তরঃ 1975


35. কার্বন মুক্ত দেশ কোনটি?

উত্তরঃ ভুটান


36. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়?

উত্তরঃ 18 জুলাই 2016


37. সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর তালিকায় কবে স্থান পায়?

উত্তরঃ 1987


38. ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে ?

উত্তরঃ 35 টি


39. “চিপকো ” কথার অর্থ কী?

উত্তরঃ জড়িয়ে ধরা

5000+ জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর PDF 5000+ জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর PDF Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৭, ২০২১ Rating: 5

ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী - economics gk

Karmasandhan Recruitment আগস্ট ২৭, ২০২১

 **                                     

1) ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক? 

উত্তর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


2) ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক? 

উত্তর:ICICI BANK OF INDIA


3) “Big Push Theory” র স্রষ্টা? 

উত্তর: আর রোডান


4) Per Capita income এ কোন রাজ্য প্রথম? উত্তর:: গোয়া


5)Hot Money কি বোঝাতে ব্যাবহার হয়? 

উত্তর: money which comes easily goes easily


6) (NSSO) কোথায় অবস্তিত ? 

উত্তর:ভারতে 


7)FATHER OF Economics? 

উত্তর:: Adam smith


8) WTO এর হেডকোয়ার্টার? 

উত্তর:: জেনেভা


9) WTO এর পুরোনো নাম? 

উত্তর:: GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়


10) আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? 

উত্তর:: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


11) সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? 

উত্তর:: আই টি


12) মুদ্রাস্ফীতি কি কারণে হয়? 

উত্তর:: ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে/অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস


13) ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে? 

উত্তর:: রত্ন ও অলংকারাদি থেকে


14) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? 

উত্তর:: সারনাথ


15) ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল? 

উত্তর:: 1991 সালে


16) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? 

উত্তর:: পঞ্চম পরিকল্পনা


17) Debit Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? 

উত্তর:: ল্যাটিন


18) ‘Planned Economy for India’ বইয়ের লেখক? 

উত্তর:: M Vishveshwar


19) ২০১১ সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে? 

উত্তর:: সিকিম


20) RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে? 

উত্তর:: বাঘ যা পূর্বে

ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী - economics gk ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী - economics gk Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৭, ২০২১ Rating: 5

WB CONSTABLE LAST NIGHT SPECIAL CLASS - WBP GK CLASS FREE

Karmasandhan Recruitment আগস্ট ২৭, ২০২১


১।ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল কোনটি পালামৌ খনি অঞ্চল।


২। কালিকটের বর্তমান নাম কী – কোঝিকোড়।


৩। প্রথম কোন কোম্পানি ভারতে রেল-ইঞ্জিন তৈরি করে – টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমােটিভ কোম্পানি।


৪। রাগী উৎপাদনে ভারতে প্রথম স্থানে আছে ‘কোন রাজ্য – কর্ণাটক।।


৫। স্বাধীনতার আগে একমাত্র ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় ছিল – অসমের ডিগবয়।


৬। চম্বল উপত্যকায় বড় খাতবিশিষ্ট অঞ্চলকে কী বলে – বীহড়।


৭। প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় – শ্রীরামপুরে (১৮৩২ সালে)।


৮। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে ।


৯। করোনেশন ব্রিজ অবস্থিত – তিস্তা নদীর ওপর ।


১০। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে – তারাপুর।


১১।দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত – ডেকানট্রাপ


১২। বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।


১৩। বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি ।


১৪। উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় – শিলিগুড়িকে ।


১৫। দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।


১৬। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত – পুরুলিয়া ।


১৭। বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।


১৮। সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।


১৯। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল – আলিপুর ।


২০। ‘Chicken’s Neck’ বলা হয় – উত্তর দিনাজপুরের চোপড়াকে ।


২১। ‘City of Joy’ বলা হয় – কলকাতাকে ।


২২। বাংলার উত্তরের সমভূমি অংশ হল – বরেন্দ্রভূমি ।


২৩। বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে – সিঙ্গলিলা ।


২৪। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ – সান্দাকফু ।


২৫।বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল – গোর্গাবুরু ।


২৬। বাংলায় বালিয়াড়ি দেখা যায় – উপকূলীয় সমভূমিতে ।


২৭। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি – তরঙ্গায়িত ।


২৮। কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল – ঋষিলা ।


২৯। বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় – ভুটানে ।


৩০।বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় – বীরভূমে ।


৩১।পেডং কথার অর্থ – অর্কিডের শহর ।


৩২। তরাই শব্দের অর্থ – স্যাঁতসেঁতে ভূমি ।


৩৩।শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় ।


৩৪। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল – ঘুম ।


৩৫। রাঙামাটির দেশ বলা হয় – রাঢ় অঞ্চলকে ।


৩৬। মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে ।


৩৭। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে ।


৩৮। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে – 520 কিমি ।


৩৯। বাংলার প্রধান নদী – গঙ্গা ।


৪০। দামোদরনদকে বলা হয় – বাংলার দুঃখ ।


৪১। বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য ।


৪২। রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান ।


৪৩। বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট ।


৪৪। ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – কলকাতায় ।


৪৫। হলদিয়া বিখ্যাত – পেট্রোরসায়ন শিল্পের জন্য ।


৪৬। কৃষ্ণনগর বিখ্যাত – মৃৎ শিল্পের জন্য ।


৪৭। জলপাইগুড়ি শহর অবস্থিত – মহানন্দা ও বালাসন নদীর তীরে ।


৪৮। শংকরপুর একটি – মৎস্য বন্দর ।


৪৯। বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) ।


৫০। লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় ।


৫১। বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় – 1986 সালে ।


৫২। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত – কলকাতার বেলগাছিয়ায় ।


৫৩। দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল – 1875 সালে ।


৫৪। বাংলায় ধানের বউল বলা হয় – বর্ধমানকে ।


৫৫। জয়ন্তি হল – সংরক্ষিত বনভূমি ।


৫৬। সুন্দরবন হল – সুরক্ষিত বনভূমি ।


৫৭। খোয়াই অঞ্চল দেখা যায় – বীরভূম জেলায় ।


৫৮। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি – খিয়র নামে পরিচিত ।


৫৯। তাল শব্দের অর্থ – জলাভূমি ও নিম্নভূমি ।


৬০। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে – আবাদ বলে ।


৬১। বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে ।


৬২। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় – আসানসোলে ।


৬৩। মৌসুমি রাজ্য বলা হয় – বাংলাকে ।


৬৪। খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে ।


৬৫। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম – কুন্তী নদী ।


৬৬। দামোদরের প্রধান উপনদীর নাম – বরাকর ।


৬৭। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা ।


৬৮। অজয়নদ -এর উৎপত্তি – দুমকা উচ্চভূমি থেকে ।


৬৯। 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) ।


৭০। 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন)


>

৭১। 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল – 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন)

WB CONSTABLE LAST NIGHT SPECIAL CLASS - WBP GK CLASS FREE WB CONSTABLE LAST NIGHT SPECIAL CLASS - WBP GK CLASS FREE Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৭, ২০২১ Rating: 5

পৌরসভায় অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে kmc recruitment 2021

Karmasandhan Recruitment আগস্ট ২৭, ২০২১

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে হেলথ মিশন এর জন্য মিউনিসিপালিটি একাউন্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে


মোট শূন্যপদ : 11 টি


পদের নাম :  অ্যাকাউন্ট ম্যানেজার


শিক্ষাগত যোগ্যতা :  যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা বিকম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন অনার্সের ডিগ্রী থাকলে অগ্রাধিকার সরকারি ও বেসরকারি অফিসে দু'বছরে একাউন্ট বা ফিন্যান্স এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে


বয়স সীমা :  21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন


মাসিক বেতন : 26 ,000 টাকা


আবেদনের পদ্ধতি :  আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে 24 শে আগস্ট এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং 28 আগস্ট এর মধ্যে অনলাইনে আবেদন ফি জমা করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2021


নিয়োগের পদ্ধতি :  কম্পিউটারে অনলাইনে টেস্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের অবশেষে 50% নাম্বার কম্পিউটার টেস্টের মাধ্যমে পেতে হবে


আবেদন ফি :  100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফ্রী লাগছে না


ওয়েবসাইটের লিংকhttps://www.wbhealth.gov.in


বিজ্ঞপ্তির লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/2323.pdf


চাকরিও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান



পৌরসভায় অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে kmc recruitment 2021 পৌরসভায় অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে kmc recruitment 2021 Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৭, ২০২১ Rating: 5

জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

Karmasandhan Recruitment আগস্ট ২৬, ২০২১

 


1. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?

উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে I


2. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী ?

উঃ) Air India Ltd. যা গঠিত হয় – 1953 সালে I


3.  ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?

উঃ) 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে I


4.  ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?

উঃ) 1854 সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায় I


5.  Inland Waterways Authority of India কবে গঠিত হয় ?

উঃ) 1986 সালের 27 সে অক্টোবর I


6. . গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প ‘নমামী গঙ্গে’ কবে অনুমোদিত হয় ?

উঃ) 2015 সালের 13 ই মে I


7.  কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয় ?

উঃ) 1943 সালে নাগপুর পরিকল্পনায় I


8. ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি ?

উঃ) Family Planning Association Of India, এর জন্ম – 1949 সালে বোম্বাইয়ে। 


9. ভারতীয় জনগণা পদ্ধতিতে ‘Dejure’ পদ্ধতি কবে গ্রহণ করা হয় ?

উঃ) 1941 সালের আদমশুমারিতে I


10. ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ?

উঃ) ডব্লু. ডব্লু. হান্টার I


11. ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে ?

উঃ) ডক্টর মনমোহন সিং I


12. ভারতে National Horticulture Mission চালু হয় কবে ?

উঃ) 2005-06 সালে I


13. ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উত্পাদন কেন্দ্রের নাম কী ?

উঃ) নলধারী I


14. ‘তিন বিঘা করিডর’ কোথায় অবস্থিত ?

উঃ) ভারত-বাংলাদেশ সীমান্তে I


15. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ?

উঃ) হিমাচল প্রদেশ I


16.  ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়র্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে ?

উঃ) 2004 সালে I


17. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?

উঃ) 1950 সালে I


18. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয় ?

উঃ) মেতুর, হীরাকুন্দ ও ভাকরা।


19. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?

উঃ) 1948 সালে I


20. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?

উঃ) ডলফিন I


21. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?

উঃ) নেভ I


22. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?

উঃ) স্ফীর্ণ I


23. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?

উঃ) সিয়াচেন হিমবাহ I


24. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ?

উঃ) নরওয়ের সজনে ফিয়র্ড I


25. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ?

উঃ) 2.5 বছর I


26. পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে ?

উঃ) 1/4 অংশ I


27. বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ ?

উঃ) পিরামিড চূড়ার উদাহরণ।


28. হিমসিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কী বলে ?

উঃ) রাইজার I


29. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত ?

উঃ) .05ডিগ্রি -1ডিগ্রি ঈ


30. এক্সিমো ভাষায় নুনাট্যাক্স এর মানে কি?

উঃ- বরফমুক্ত ভূমি

জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৬, ২০২১ Rating: 5

2600 শূন্যপদে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে (anganwadi vacancy 2021)

Karmasandhan Recruitment আগস্ট ২৬, ২০২১

 


অঙ্গনারী পদে কাজের বিশাল বড় শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সরকারি কাজে বড় সুযোগ অঙ্গনারী বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 

মোট শূন্যপদ : 2600 টি 


পদের নাম  :  অঙ্গনারী কর্মী ও সহায়িকা 


মাসিক বেতন :  অঙ্গনারী সহায়িকা পদের মাসিক বেতন 8000 টাকা এবংসহায়িকা পদে  6000 টাকা 


শিক্ষাগত যোগ্যতা :  মাধ্যমিক পাশে প্রার্থীরা আবেদন করতে পারবেন  নবান্ন চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তরে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা গোটা রাজ্যে মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার শূন্যপদ হাজার 6364 অঙ্গনারী কেন্দ্র চালু করতে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের খুব শীঘ্রই নিয়োগ করা হবে  এবং শূন্যপদের রাজ্যে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে 


অঙ্গনারী কর্মী পদে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং অঙ্গনারী সহায়িকা পদের আবেদন করার জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এই পদগুলির ক্ষেত্রে মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন  আবেদনকারীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দার হতে হবে এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল পূর্ব মেদিনীপুর জেলার জন্য  প্রতিটি জেলা থেকে মোট 10 হাজারের বেশি নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে 


চাকরিও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান





2600 শূন্যপদে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে (anganwadi vacancy 2021) 2600 শূন্যপদে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে (anganwadi vacancy 2021) Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৬, ২০২১ Rating: 5

কোল ইন্ডিয়া লিমিটেড চাকরি | Coal India Limited Jobs | Free Training Course 2021 - Sumanjob.in

Karmasandhan Recruitment আগস্ট ২৫, ২০২১


কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট প্রশিক্ষণার্থীদের 588 টি পদের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করে। GATE-2021 এর মাধ্যমে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন (নীচে দেওয়া লিঙ্কটি দেখুন)।


ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী

- মাইনিং: 253 টি পদ

- বৈদ্যুতিক: 117 টি পদ

- যান্ত্রিক: 134 টি পদ

- সিভিল: 57 টি পদ

- শিল্প প্রকৌশল: 15 টি পদ

- ভূতত্ত্ব: 12 টি পদ



ন্যূনতম যোগ্যতা: সংশ্লিষ্ট শাখায় BE/ B.Tech/ B.Sc (Engg) ন্যূনতম 60% নম্বর (SC/ ST/ PwD এর ক্ষেত্রে 55%)। ভূতত্ত্ব শাখার জন্য: M.Sc. / এম.টেক। ভূতত্ত্ব বা ফলিত ভূতত্ত্ব বা ভূ -পদার্থবিদ্যা বা ফলিত ভূ -পদার্থবিজ্ঞানে ন্যূনতম 60% নম্বর (এসসি/এসটি/পিডব্লিউডি ক্ষেত্রে 55%)।


বয়স সীমা (উপরের সব পদ/শৃঙ্খলার জন্য): 04/08/2021 তারিখে সর্বোচ্চ 30 বছর। এসসি/এসটি -র জন্য উচ্চ বয়স সীমা 05 বছর, ওবিসি -র জন্য 03 বছর এবং পিডব্লিউডি বিভাগের জন্য 10 বছর শিথিলযোগ্য। প্রাক্তন সৈনিক এবং অন্যরা, যদি থাকে-সরকার অনুযায়ী নিয়ম


 


 


আবেদন ফি: জেনারেল (ইউআর) / ওবিসি (ক্রিমি লেয়ার এবং নন-ক্রিমি লেয়ার) / ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের 1000 /- টাকা এবং জিএসটি -180 /- এর মোট ফেরতযোগ্য ফি দিতে হবে। 1180/- (শুধুমাত্র এক হাজার একশত আশি টাকা)।

এসসি / এসটি / পিডব্লিউডি প্রার্থী / কোল ইন্ডিয়া লিমিটেডের কর্মচারী এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলি আবেদন ফি পরিশোধ থেকে অব্যাহতিপ্রাপ্ত।

আবেদন ফি শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে প্রদান করা হবে।


 


প্রার্থীদের নির্বাচন: যোগ্য প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতা পরীক্ষা (GATE) - 2021) এর জন্য উপস্থিত থাকতে হবে। GATE-2021 স্কোর/মার্কস এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে, প্রার্থীদের শৃঙ্খলাভিত্তিক শৃঙ্খলা অনুযায়ী, বিভাগ অনুযায়ী


কিভাবে আবেদন করবেন: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন - https://www.coalindia.in 2021


Important Dates:

Starting Date of Online Application: 10/08/2021

Closing Date of Online Application: 09/09/2021

 


Official website of Coal India Limited — https://www.coalindia.in

PDF file — SEE DETAILED 

Online Apply now,URL — VISIT THE URL

কোল ইন্ডিয়া লিমিটেড চাকরি | Coal India Limited Jobs | Free Training Course 2021 - Sumanjob.in কোল ইন্ডিয়া লিমিটেড চাকরি | Coal India Limited Jobs | Free Training Course 2021 - Sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৫, ২০২১ Rating: 5

মিড ডে মিল প্রকল্পের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে // west bengal job vacancy 2021

Karmasandhan Recruitment আগস্ট ২৫, ২০২১

 



চাকরিপ্রার্থী জন্য সুখবর রাজ্যের  মিড ডে মিল প্রকল্পের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

পদের নাম :  ডাটা এন্ট্রি অপারেটর


শূন্য পদের সংখ্যা :  1টি


শিক্ষাগত যোগ্যতা :  যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে এবং কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের


বয়স সীমা : 18- 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.9 .2020 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা প্রার্থীরা বয়সের ছাড় পাবেন

 

মাসিক বেতন :  11000 টাকা


আবেদনের পদ্ধতি :  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে   পাঠাতে হবে বিডিও অফিসে আবেদন করতে পারবেন আগামী 22 থেকে 24 শে সেপ্টেম্বর বিকাল 5 টা পর্যন্ত


নিয়োগের স্থান :  পূর্ব বর্ধমান জেলা 


বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2021/08/2021082483.pd


টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials


ওয়েবসাইটের লিংক : https://purbabardhaman.nic.in/

মিড ডে মিল প্রকল্পের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে // west bengal job vacancy 2021 মিড ডে মিল প্রকল্পের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে // west bengal job vacancy 2021 Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৫, ২০২১ Rating: 5

মাধ্যমিক পাশে নাভাল শিপরিপেয়ার 230 জনকে এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়// government jobs

Karmasandhan Recruitment আগস্ট ২৫, ২০২১

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর নাভাল শিপরিপেয়ার এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে যে সমস্ত এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট


মোট শূন্যপদ  : 230 টি


পদের নাম ;  ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পিটার ম্যান মেশিন মেকানিক মোটর ভিকেল মেকানিক অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং ওয়েল্ডার ড্রাইভারকাম মেকানিক  ইলেকট্রিক্যাল ইত্যাদি পদে নিয়োগ করা হবে


শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস বা সমতুল্য সঙ্গে ন্যূনতম 65% নাম্বার নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই  থাকতে হবে


বয়স সীমা : 21 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই জানুয়ারি 2021 তারিখ হিসাবে SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন


আবেদনের পদ্ধতি :  অফ্লাইন এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্র নির্দিষ্ট বয়ানের মাধ্যমে ডাউনলোড করে আবেদনপত্র যাবতীয় 1ই অক্টোবর 2021 তারিখে পৌঁছাতে হবে স্পিড পোস্ট মাধ্যমে


বিজ্ঞপ্তি লিংক : https://www.indiannavy.nic.in/


মাধ্যমিক পাশে নাভাল শিপরিপেয়ার 230 জনকে এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়// government jobs  মাধ্যমিক পাশে নাভাল শিপরিপেয়ার 230 জনকে এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়// government jobs Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৫, ২০২১ Rating: 5

পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স - daily current affairs

Karmasandhan Recruitment আগস্ট ২৫, ২০২১


আজকের কারেন্ট অ্যাফেয়ার্স : 24/08/2021


1) ভারতের বৃহত্তম ভাসমান সােলার PV প্রজেক্ট তৈরি হলাে অন্ধ্রপ্রদেশের

বিশাখাপত্তনমে , (ক্ষমতা - 25 মেগাওয়াট, তৈরি করল NTPC)।

2) Cybersecurity Multi-Donor Trust Fund' লঞ্চ করল বিশ্ব ব্যাঙ্ক ,

(প্রেসিডেন্ট - ডেভিড মালপাস, হেডকোয়ার্টার - ওয়াশিংটন ডিসি)।


3) ভারতের সর্বোচ্চ হার্বাল পার্ক তৈরি হয়েছে উত্তরাখণ্ডের মানা গ্রামে

(উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী - পুষ্কর সিং ধামী, রাজ্যপাল - বেবিরানি মৌর্য)।

4) বিখ্যাত উৎসব ‘ওনাম’ অনুষ্ঠিত হলাে কেরালায়

(মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন, রাজ্যপাল - আরিফ মােহাম্মদ খান)।

5) টোকিও প্যারা অলিম্পিক 2020 এর অফিশিয়াল পার্টনার হলাে Thums up ,

(খেলাটি অনুষ্ঠিত হবে 24 শে আগস্ট থেকে 5 সেপ্টেম্বর অবধি)।34 টি লােয়ার আর্থ অরবিট স্যাটেলাইট লঞ্চ করল OneWeb ,(OneWeb হেডকোয়ার্টার - লন্ডন , ইউনাইটেড কিংডম)।

6) সম্প্রতি ICICI Bank জার্মানিতে ছাত্র-ছাত্রীদের digital and instant blocked

account লঞ্চ করল , (সিইও - সন্দীপ বক্সী , হেডকোয়ার্টার – ভদোদরা)।

7) ম্যালেরিয়া ও ডেঙ্গু দূরীকরণে 10 mins and 10 am ক্যাম্পেইন লঞ্চ করল

হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশন , (প্রত্যেক রবিবারেই ক্যাম্পেইন করা হবে)।

8) হরিয়ানার হিসার এয়ারপাের্ট এর নাম পরিবর্তন করে রাখা হলাে মহারাজা

অগ্রসেন ইন্টারন্যাশনাল এয়ারপোের্ট , (মুখ্যমন্ত্রী - মনােহর লাল খাট্টার)।

9) ‘URJA' নামে চ্যাটবট লঞ্চ করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।

পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স - daily current affairs পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স - daily current affairs Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৫, ২০২১ Rating: 5

পেনশন ফান্ড নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA)- Recruitment of Officer Grade ‘A’ (Assistant Manager)

Karmasandhan Recruitment আগস্ট ২৫, ২০২১


 পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ/ অথরিটি) জেনারেল, অ্যাকচুয়ারিয়াল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইনফরমেশন টেকনোলজি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ (রাজভাষা), রিসার্চ (ইকোনমিক্স) -এর জন্য অফিসার গ্রেড 'এ' (সহকারী ব্যবস্থাপক) এর 14 টি পদের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করে। এবং গবেষণা (পরিসংখ্যান) প্রবাহ।


অফিসার গ্রেড ‘এ’ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)

- সাধারণ: 05 টি পদ

- অ্যাকচুয়ারিয়াল: 02 টি পদ

- অর্থ ও হিসাব: 02 টি পদ

- তথ্য প্রযুক্তি: 02 টি পদ

- সরকারী ভাষা (রাজভাষা): 01 টি পদ

- গবেষণা (অর্থনীতি): 01 পদ

- গবেষণা (পরিসংখ্যান): 01 পদ


 


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন (নীচে দেওয়া লিঙ্ক)।


 


বয়সসীমা: একজন প্রার্থীর বয়স 31 জুলাই, 2021 পর্যন্ত ত্রিশ (30) বছর অতিক্রম করতে হবে না, অর্থাৎ প্রার্থীর জন্ম 01 আগস্ট, 1991 বা তার পরে হতে হবে।


 



প্রার্থীদের নির্বাচন: বাছাইয়ের পদ্ধতি হবে তিন ধাপের প্রক্রিয়া অর্থাৎ প্রথম ধাপ (অন লাইন স্ক্রিনিং পরীক্ষায় প্রতিটিতে ১০০ নম্বরের দুটি কাগজ থাকে), দ্বিতীয় পর্যায় (প্রতিটিতে ১০০ নম্বরের দুটি কাগজ নিয়ে অন লাইন পরীক্ষা) এবং তৃতীয় পর্যায় (সাক্ষাৎকার)।


গুরুত্বপূর্ন তারিখগুলো:


অনলাইন আবেদনের শুরুর তারিখ: 13/08/2021


অনলাইন আবেদনের শেষ তারিখ: 16/09/2021


Official website — https://www.pfrda.org.in

PDF file — SEE DETAILED ADVT.

Online apply now, visit  URL — VISIT THE URL

>
পেনশন ফান্ড নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA)- Recruitment of Officer Grade ‘A’ (Assistant Manager) পেনশন ফান্ড নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA)- Recruitment of Officer Grade ‘A’ (Assistant Manager) Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৫, ২০২১ Rating: 5

৩০০+ ভূগোলের ও ইকোনমিক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর - Wbp Gk Class pdf download

Karmasandhan Recruitment আগস্ট ২৪, ২০২১

 


®ভূগোলের ও ইকোনমিক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী®


*সৌরজগৎ*


1. সৌরজগৎ কাকে বলে?


উঃ সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য। পৃথিবীসহ মোট ৮ টি গ্রহ, এদের বিভিন্ন উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণু এবং আরও অনেক ছোট ছোট জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। সূর্যকে নিয়ে এই যে জগৎ তাকে সৌরজগৎ বলে।


2. জ্যোতিষ্ক কাকে বলে?


উঃ সূর্য, চাঁদ এবং অন্যান্য যেসব আলোকিত বিন্দু রাতের আকাশের গায়ে দেখা যায় তাদের সাধারণভাবে জ্যোতিষ্ক বলে।


3. গ্রহ কাকে বলে?


উঃ যারা নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যের চারিদিকে ঘোরে এবং যাদের নিজস্ব আলো বা উত্তাপ নেই, তাদের গ্রহ বলে। যেমন –পৃথিবী, মঙ্গল প্রভৃতি।


4. উপগ্রহ কাকে বলে?


উঃ যারা গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। যেমন – চাঁদ।


5. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?


উঃ ৭৬ বছর অন্তর।


6. সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কী?


উঃ বুধ।


7. সূর্য থেকে বুধের দূরত্ব কত?


উঃ প্রায় ৫ কোটি ২৭ লক্ষ কিমি।


8. বুধের নিরক্ষীয় ব্যাস কত?


উঃ প্রায় ৪৮২৮ কিমি।


9. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বুধের কত সময় লাগে?


উঃ ৫৮ দিন ১৭ ঘণ্টা।


10. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে?


উঃ ৮৮ দিন।


11. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি?


উঃ শুক্র।


12. সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব কত?


উঃ প্রায় ১০ কোটি ৭৮ লক্ষ কিমি।


13. শুক্রের নিরক্ষীয় ব্যাস কত?


উঃ প্রায় ১২৭৫৭ কিমি।


14. সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত?


উঃ প্রায় ২২ কোটি ৮০ লক্ষ কিমি।


15. মঙ্গলের নিরক্ষীয় ব্যাস কত?


উঃ প্রায় ৬৭৯০ কিমি।


16. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে মঙ্গলের কত সময় লাগে?


উঃ ২৪ ঘণ্টা ৩৭ মিনিট।


17. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে মঙ্গলের কত সময় লাগে?


উঃ ৬৮৭ দিন।


18. মঙ্গলের কটি উপগ্রহ? কী কী?


উঃ দুটি উপগ্রহ। ফোবোস ও ডাইমোস।


19. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?


উঃ বৃহস্পতি।


20. সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব কত?


উঃ প্রায় ৭৭ কোটি ৯১ লক্ষ কিমি।


21. বৃহস্পতির নিরক্ষীয় ব্যাস কত?


উঃ ১ লক্ষ ৪২ হাজার ৭৪৫ কিমি।


22. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বৃহস্পতির কত সময় লাগে?


উঃ ৯ ঘণ্টা ৫০ মিনিট।


23. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতির কত সময় লাগে?


উঃ ১২ বছর ।


24. বৃহস্পতির কটি উপগ্রহ আছে?


উঃ ১৬ টি।


25. বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী?


উঃ গ্যানিমিড।


26. সূর্য থেকে শনির গড় দূরত্ব কত?


উঃ প্রায় ১৪২ কোটি ৬০ লক্ষ কিমি।


27. শনির নিরক্ষীয় ব্যাস কত?


উঃ প্রায় ১ লক্ষ ২০ হাজার ৮৫৮ কিমি।


28. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শনির কত সময় লাগে?


উঃ ১০ ঘণ্টা ১৪ মিনিট।


29. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শনির কত সময় লাগে?


উঃ ২৯ বছর ৬ মাস।


30. শনির কটি উপগ্রহ আছে?


উঃ ১৮ টি।


31. শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী?


উঃ টাইটান।


32. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী?


উঃ টাইটান।


33. সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত?


উঃ প্রায় ২৮৭ কোটি কিমি।


34. ইউরেনাসের নিরক্ষীয় ব্যাস কত?


উঃ প্রায় ৪৯ হাজার ১৫২ কিমি।


35. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে ইউরেনাসের কত সময় লাগে?


উঃ ১০ ঘণ্টা ৪২ মিনিট।


36. সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে ইউরেনাসের কত সময় লাগে?


উঃ ৮৪ বছর ১ মাস।


37. ইউরেনাসের কটি উপগ্রহ আছে?


উঃ ১৫ টি।


38. সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব কত?


উঃ প্রায় ৪৪৯ কোটি ৩০ লক্ষ কিমি।


39. নেপচুনের নিরক্ষীয় ব্যাস কত?


উঃ ৪৪ হাজার ৮০০ কিমি।


40. নিজের চারিদিকে একবার আবর্তন করতে নেপচুনের কত সময় লাগে?


উঃ ১৫ ঘণ্টা ৪৮ মিনিট।


41. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে নেপচুনের কত সময় লাগে?


উঃ ১৬৫ বছর।


42. নেপচুনের কটি উপগ্রহ আছে?


উঃ ৮টি।


43. সূর্য থেকে প্লুটোর গড় দুরত্ব কত?


উঃ প্রায় ৫৮৯ কোটি ৮০ লক্ষ কিমি।


44. প্লুটোর নিরক্ষীয় ব্যাস কত?


উঃ প্রায় ৬৪০০ কিমি।


45. নিজের চারিদিকে একবার আবর্তন করতে প্লুটোর কত সময় লাগে?


উঃ ৬ দিন।


46. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে প্লুটোর কত সময় লাগে?


উঃ ২৪৮ বছর।


47. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শুক্রের কত সময় লাগে?


উঃ ২৪৩ দিন।


48. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে?


উঃ ২২৪ দিন।


49. ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত?


উঃ ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কিমি।


50. কলকাতায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত?


উঃ ১৫৩৬ কিমি (ঘণ্টায়)।


51. সূর্য থেকে দুরত্ব অনুসারে পৃথিবী কততম গ্রহ?


উঃ তৃতীয় গ্রহ।


52. আয়তন অনুসারে সূর্য পৃথিবীর কত নং গ্রহ?


উঃ পঞ্চম গ্রহ। (প্রথম –বৃহস্পতি, দ্বিতীয় – শনি, তৃতীয় – ইউরেনাস, চতুর্থ নেপচুন)।


53. পৃথিবীর গড় পরিধি কত?


উঃ প্রায় ৪০০০০ কিমি।

৩০০+ ভূগোলের ও ইকোনমিক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর - Wbp Gk Class pdf download ৩০০+ ভূগোলের ও ইকোনমিক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর - Wbp Gk Class pdf download Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৪, ২০২১ Rating: 5

কনকান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

Karmasandhan Recruitment আগস্ট ২৪, ২০২১

 


সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল): 07 টি পদ

জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল): 07 টি পদ


 


যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রী (BE/B.Tech) 60% এর কম নয়। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থী। যোগ্যতা অর্জনের জন্য ন্যূনতম 02 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।



বয়স: প্রার্থীদের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ 30 বছর, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 25/01/2021 তারিখে এসসি/এসটি প্রার্থীদের বয়স 5 বছর এবং 3 বছর ওবিসি প্রার্থীদের জন্য।


Date & Venue of Walk-in-Interview:

1. Sr. Technical Assistant (Civil) – 20/09/2021 to 22/09/2021 reporting time @ 09:30 to 13.30 hrs

2. Jr. Technical Assistant (Civil) – 23/09/2021 to 25/09/2021 reporting time @ 09:30 hrs. to 13.30 hrs

Place:- USBRL Project Head Office, Konkan Railway Corporation Limited, Satyam Complex, Marble Market, Extension -Trikuta Nagar, Jammu, Jammu & Kashmir (U.T). PIN-180011.

Registration Time:- 09.30 hrs to 13:30hrs only on the date of walk-in interview.

 


Official website  — https://konkanrailway.com

For Advt. & PDF file — SEE DETAILED ADVT.

কনকান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ কনকান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৪, ২০২১ Rating: 5

5000 + সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর WBSSC GK | wbp gk class pdf

Karmasandhan Recruitment আগস্ট ২৪, ২০২১


সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর

প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

উত্তর: কঠিন।


✬প্রশ্ন: একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে কি বলে?

উত্তর: শব্দের গতি।


✬প্রশ্ন: বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে?

উত্তর: রোধ বাড়বে।


✬প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উত্তর: কালো।


✬প্রশ্ন: মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?

উত্তর: উত্তল।


✬প্রশ্ন: কোন ক্ষেত্রে প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য?

উত্তর: তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।


✬প্রশ্ন: International System of Unite কে সংক্ষেপে কি বলে?

উত্তর: S.I পদ্ধতি।


✬প্রশ্ন: কেন রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয়?

উত্তর: এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।


✬প্রশ্ন: পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?

উত্তর: মধ্যাকর্ষণ বলের জন্য।


✬প্রশ্ন: কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়?

উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।


✬প্রশ্ন: নিউটন কি?

উত্তর: বলের একক।


✬প্রশ্ন: পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে?

উত্তর: পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হবে।


✬প্রশ্ন: দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলে?

উত্তর: প্রতিসরণ।


✬প্রশ্ন: চুম্বকের আকর্ষন কোন অংশে বেশি?

উত্তর: দুই মেরুতে।


✬প্রশ্ন: কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

উত্তর: সূর্যরশ্মি।


✬প্রশ্ন: 20° সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট?

উত্তর: 68° F


✬প্রশ্ন: পানির তাপমাত্রা 0° থেকে 4° এ উন্নীত হলে পানির ঘনত্ব বাড়বে নাকি কমবে?

উত্তর: বাড়বে।

✬প্রশ্ন: কাজের একক কোনটি ?

উত্তর: জুল।


✬প্রশ্ন: লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায়?

উত্তর: হলুদ।


✬প্রশ্ন: ডায়নামো কি ?

উত্তর: যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।


✬প্রশ্ন: কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায়?

উত্তর: পানি।


✬প্রশ্ন: স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয়?

উত্তর: ওজন।


✬প্রশ্ন: স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে?

উত্তর: প্লবতা।


✬প্রশ্ন: 0° c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত?

উত্তর: 332 মিটার/সেকেন্ড।


✬প্রশ্ন: শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে?

উত্তর: কম থাকে।


✬প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক’কে কি বলে ?

উত্তর: কেলভিন।


✬প্রশ্ন: সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর?

উত্তর: 8 মিনিট 32 সেকেন্ড পর।


✬প্রশ্ন: ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন?

উত্তর: কালো রং তাপ শোষন করে বলে।


✬প্রশ্ন: বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে?

উত্তর: টমাস আলভা এডিসন।


✬প্রশ্ন: কোনটি জেনেরেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে ?

উত্তর: কয়েলে পেঁচ সংখ্যা বৃদ্ধি করে।


✬প্রশ্ন: দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে ?

উত্তর: তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।


✬প্রশ্ন: দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় ?

উত্তর: লাল।


✬প্রশ্ন: একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?

উত্তর: শোয়া অবস্থায়।


✬প্রশ্ন: সমুদ্র নীল দেখানোর কারন কি?

উত্তর: কারন হলো আপতিত সূর্য রশ্মির বিক্ষেপন।


✬প্রশ্ন: শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়?

উত্তর: বায়বীয় মাধ্যমের।


✬প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে কত সময় লাগে?

উত্তর: 8.32 মিনিট।


✬প্রশ্ন: সর্বোচ্চ কত শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে?

উত্তর: 105 ডেসিবেল।


✬প্রশ্ন: চাঁদে বা অন্য গ্রহে বস্তু নিলে বস্তুর কি রকম পরিবর্তন ঘটবে?

উত্তর: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।


✬প্রশ্ন: টেলিফোনের আবিস্কারক কে?

উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল।


✬প্রশ্ন: সূর্য রশ্মি কি গতিতে গমন করে?

উত্তর: সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।


✬প্রশ্ন: কত সময়কে ন্যানো সেকেন্ড বলে?

উত্তর: এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।


✬প্রশ্ন: শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন?

উত্তর: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।


✬প্রশ্ন: “থিউরি অব রিলেটিভিটি” এর উদ্ভাবক কে?

উত্তর: আলবার্ট আইনস্টাইন।


✬প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়?

উত্তর: টাংস্টেন।


✬প্রশ্ন: বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?

উত্তর: লাল , নীল, সবুজ।


✬প্রশ্ন: কোথায় সাঁতার কাটা কম অসাধ্য?

উত্তর: সাগরে।


✬প্রশ্ন: উষ্ণতার একক কিভাবে পরিমাপ করা হয়?

উত্তর: কেলভিন।


✬প্রশ্ন: হীঁরা আঁধারে চক চক করে কেন?

উত্তর: উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।


✬প্রশ্ন: আবহাওয়ার 90% আর্দ্রতা বলতে কি বুঝায়?

উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।

5000 + সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর WBSSC GK | wbp gk class pdf 5000 + সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর WBSSC GK | wbp gk class pdf Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৪, ২০২১ Rating: 5

Daily current affairs in Bengali PDF DOWNLOAD - প্রতিদিন বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স

Karmasandhan Recruitment আগস্ট ২৪, ২০২১


1) দেশের প্রথম স্মগ টাওয়ার উদ্বোধন করলেন অরবিন্দ কেজরিওয়াল।

(এটি তৈরি হয়েছে দিল্লির বাবা করক সিং মার্গে)।

2) সম্প্রতি বায়ু সেনাদের এয়ারক্রাফট এর জন্য advanced chaff technology

| তৈরি করল ডিআরডিও, (হেডকোয়ার্টার - নিউ দিল্লি, চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি)।

3) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনােভেশন এর উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

(এটি তৈরি করা হয়েছে আইআইটি হায়দ্রাবাদে)।

4) DISC 5.0 এর উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,

(DISC - Defence India Startup Challenge)

5) India Ratings এর তথ্য অনুযায়ী 2022 সালে ভারতের জিডিপি গ্রোথ হবে 9.4%.

টেলিগ্রাম চ্যানেল। 

6) সদভাবনা দিবস পালন করা হয় 20 আগস্ট ,

(পূর্ব প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে এটি পালন করা হয়)।

7) অক্ষয় উর্যা দিবস (renewable energy day , India) পালন করা হয় 20

আগস্ট , (এটি প্রথম পালন করা হয়েছিল 2004 সালে)।

৪) UNITE Aware নামে টেক প্লাটফর্ম লঞ্চ করল ভারত

(UN peacekeepers কে নিরাপদ এবং সুরক্ষিত করার জন্য এমন উদ্যোগ)।

5000 সাইন্স  বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | sumanjob.in

9) 'Ubharte Sitaare Fund' লঞ্চ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ,

(এই ফান্ডটি সংস্থাপন করেছে Exim Bank ও SIDBI একত্রে)।

10) সম্প্রতি থ্রি চাইল্ড পলিসি আনলাে চীন সরকার

(রাজধানী - বেজিং , মুদ্রা - হুয়ান) 

5000 ইতিহাস বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf 

Daily current affairs in Bengali PDF DOWNLOAD - প্রতিদিন বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স Daily current affairs in Bengali PDF DOWNLOAD - প্রতিদিন বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৪, ২০২১ Rating: 5
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম
Blogger দ্বারা পরিচালিত.