Results for Braking News

কন্যাশ্রীর প্রকল্পের মতো ছেলেদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত পড়ে নিন

Karmasandhan Recruitment আগস্ট ২৫, ২০২২

ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর রাজ্যের অল্পবয়সী কন্যাদের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী চালু করেছেন কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রকল্প গোটা বিশ্ব জুড়ে বেশ সমৃদ্ধ আরো হবে না বা কোন কারনে কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে এই রাজ্যের আপাতত বেশ কিছু নিয়ম রয়েছে বাল্যবিবাহের মতন কুপ্রথা কিন্তু এইতো শুধু মেয়েদের জন্যই তাহলে রাজ্যের অগণিত কিশোর যুবক ভাইয়েরা তাহলে কি করবে।


ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেলেদের ক্ষেত্রে একটি আকর্ষণীয় প্রকল্প ঘোষণা করেছেন এই প্রকল্পটির নাম দেয়া হয়েছে বন্ধু মহল তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা বেশ কিছুদিন আগে থেকে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাননীয় শিক্ষক প্রচেষ্টার এই ধরনের প্রকল্প চালু করা হয়েছে বলে জানা গিয়েছে ছেলেদের বিশেষ করে যে সমস্ত কিশোররা বয়সন্ধি অর্থাৎ টিনেজার এর বয়সের  রয়েছে মূলত তাদের এ ক্ষেত্রে বন্ধু মহল প্রকল্পের কার্যকরী বলে জানিয়েছেন।


মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিশোরদের সমস্যাগুলি ভালোভাবে খতিয়ে তা সমাধানের পথ খুঁজে বার করবেন বয়সন্ধিকালের এই কিশোরকে যেমন বিপথের বদলে সুপথে নিয়ে আসা যাবে সহজে পাশাপাশি ওই কিশোরের হবে শান্ত এবং সুন্দর গোটা রাজ্য স্কুল ভিত্তিক এই প্রকল্প চালু হলে রাজ্যের বরাদ্দ অর্থ বিষয়টি ধোঁয়াশা বন্ধুমহল প্রকল্পের রাজ্যের একাধিক স্কুলে কর্তৃপক্ষে তরফ থেকে চালু করা হয়েছে প্রকল্পটির পর্যবেক্ষণের রয়েছে।


কন্যাশ্রীর প্রকল্পের মতো ছেলেদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত পড়ে নিন কন্যাশ্রীর প্রকল্পের মতো ছেলেদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত পড়ে নিন Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৫, ২০২২ Rating: 5

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে 11 হাজার 521 শূন্যপদে গ্রুপ সি & গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। wb health recruitment 2022

Karmasandhan Recruitment আগস্ট ০৩, ২০২২

চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্য স্বাস্থ্য দপ্তরে 11 হাজার 521 শূন্যপদে গ্রুপ সি গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন পদের ক্ষেত্রে চুক্তিভিত্তিতে পার্ট টাইম কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কিন্তু মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্তের অভিযোগ এইসব শূন্য পদে নিয়োগের জন্য গত বছরের নভেম্বরে একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে 28 টি জেলা কমিটি রাজ্য সরকারের কর্মীর মালদাহ ছাড়া কোন কোন জেলায় কমিটিতে ডাক্তারদের স্থান হয়নি তবে মালদা যে চিকিৎসকের চেয়ারম্যান করা হয়েছে।


মোট শূন্যপদ :  11,521 টি।


শিক্ষাগত যোগ্যতা :  ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।


মাসিক বেতন : 25,000  টাকা।


বয়স সীমা :  18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখের মধ্যে।



তিনি শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত এই কমিটি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করলে তা স্বচ্ছ হবে না বলেই দাবি করেন মামলাকারীর আইনজীবীরা এরপরেও এ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে  রাজ্যকে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ও রাজিব ডিভিশন বেঞ্চের পাশাপাশি মামলা চলাকালীন যদি কোন নিয়োগ হয় সেক্ষেত্রে মামলার রায়ের ওপরে ওই নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে বলে নির্দেশ স্পষ্ট জানিয়েছেন ডিভিশন বেঞ্চ।


এবার ঘোষণা ছেড়ে নিয়োগের প্রক্রিয়া বাস্তবে শুরু করুন রাজ্য সরকার সব মিলিয়ে রাজ্য চাকরি প্রার্থীদের খুশির হাওয়া।




চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যা


wb health recruitment 2022,health recruitment 2022,health job in west bengal,wbhrb recruitment 2022,recruitment 2022

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে 11 হাজার 521 শূন্যপদে গ্রুপ সি & গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। wb health recruitment 2022 রাজ্যে স্বাস্থ্য দপ্তরে 11 হাজার 521 শূন্যপদে গ্রুপ সি & গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। wb health recruitment 2022 Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ০৩, ২০২২ Rating: 5

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6432 টি শূন্য পদে অফিসার পদে কর্মী নিয়োগ।ibps clerk 2022 notification

Karmasandhan Recruitment আগস্ট ০২, ২০২২


চাকরি প্রার্থীদের জন্য সুখবর  রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6432 শূন্য পদে অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনিং কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন দেশের 11 টি রাষ্ট্র ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ :  6432 টি।


কোন কোন ব্যাংকে নিয়োগ করা হবে : 

1) ব্যাঙ্ক অফ বরোদা ।

2) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

3)ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।

4) কানাডা ব্যাংক ।

5)সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

6)ইন্ডিয়ান ব্যাংক।

8) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ।

9)পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক।

10) ইউকো ব্যাংক ।

11)ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

12)ইউনিয়ন ওভারসিজ ব্যাঙ্ক।


শিক্ষাগত যোগ্যতা :  যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে 22 শে আগস্ট 2022 তারিখের মধ্যে প্রতিটি বিষয়ে অনার্স পাস ঐচ্ছিক অতিরিক্ত প্রতিবছর সেমিস্টার এর নম্বর হিসাব করতে হবে কোন ভগ্নাংশকে কাছাকাছি পূর্ণ সংখ্যা  ধরা যাবেনা।


বয়স সীমা : 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1.8 .2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।


পিলিমিনারি পরীক্ষা পরীক্ষা কেন্দ্র :  পূর্ব উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলি পরীক্ষা কেন্দ্র এবং রাজ্যের কোড নম্বর দেয়া হলো পশ্চিমবঙ্গ 46 বৃহত্তর কলকাতা আসানসোল-দুর্গাপুর হুগলি শিলিগুড়ি ত্রিপুরা আগরতলা উড়িষ্যা ভুবনেশ্বর বিহার ভাগল্পুর ইত্যাদি ।


প্রার্থী বাছাইয়ের পদ্ধতি :   পিলিমিনারি লিখিত পরীক্ষা প্রত্যেকটি বিষয়ে আলাদা ভাবে এবং নম্বর পাশ করলে তবে মূল পূর্বের পরীক্ষায় বসতে পারবেন মূল পরীক্ষার হলে তবে 100 নম্বরের ইন্টারভিউ ডেকে নেয়া হবে যোগ্য বলে ধরা হবে।


আবেদনের পদ্ধতি :  অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে  আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 22.8.2022  তারিখ পর্যন্ত।


আবেদন শুরুঃ 2.8 .2022 তারিখ থেকে আবেদন চলবে 22.8.202 তারিখ পর্যন্ত।


আবেদন ফি :  850 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 175 টাকা আবেদন  ফি।


ওয়েবসাইটের লিংক : https://www.ibps.in/


 আবেদনের লিংক : https://ibpsonline.ibps.in/crppo12jul22/


 বিজ্ঞপ্তির লিংক : https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-PO-XII.pdf


চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যা


ibps clerk 2022 notification,ibps clerk,ibps clerk vacancy 2022,ibps clerk syllabus 2022,ibps clerk notification 2022

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6432 টি শূন্য পদে অফিসার পদে কর্মী নিয়োগ।ibps clerk 2022 notification  রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6432 টি শূন্য পদে অফিসার পদে কর্মী নিয়োগ।ibps clerk 2022 notification Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ০২, ২০২২ Rating: 5

WBSSC Librarian Recruitment | রাজ্যের গ্রন্থাগারে নিয়োগ ৭৩৭ শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি | syllabus

Karmasandhan Recruitment জুলাই ১৮, ২০২২

  


রাজ্য সরকারের লাইব্রেয়ান নিয়োগ করা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি প্রার্থীদের জন্য সুখবর

মোট শূন্যপদ : 738 টি

রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রামীণ লাইব্রেয়ান গলিতে গলিতে নিয়োগ করা হচ্ছে অতি সম্প্রতি এমনই জানিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যের মধ্যে 23টি জেলা এবং শিলিগুড়ি মহাকুমার এলাকায় নিয়োগ প্রক্রিয়া চলবে পরিসংখ্যান বলেছেন গ্রামীণ লাইব্রেয়ান দেড় হাজার পদ গুলি খালি রয়েছে রাজ্য সরকারের রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গিয়েছে এবং দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন সিদ্দিকুল্লা

মাসিক বেতন : 25,200 টাকা

বিজ্ঞপ্তি লিংক : http://pscwbapplication.in/

টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials

 
WBSSC Librarian Recruitment | রাজ্যের গ্রন্থাগারে নিয়োগ ৭৩৭ শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি | syllabus WBSSC Librarian Recruitment | রাজ্যের গ্রন্থাগারে নিয়োগ ৭৩৭ শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি | syllabus Reviewed by Karmasandhan Recruitment on জুলাই ১৮, ২০২২ Rating: 5

পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলায় 2 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ utkarsh bangla

Karmasandhan Recruitment জানুয়ারী ৩০, ২০২২


চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যের উৎকর্ষ বাংলায় দু'লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকার  দিচ্ছে এই প্রতিশ্রুতি চলতি বছরের ডিসেম্বর মাসে আরো দু লক্ষ চাকরির সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে নবান্ন তৃতীয়বার রাজ্যের ক্ষমতা আসন পাওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখের কর্মসংস্থান মুখ্যমন্ত্রীর নির্দেশে ঢেলে সাজানো হয়েছে যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয় কাঠামো এবং শেখ প্রশিক্ষণের চাকরি নিশ্চিত করতে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে নেয়া হয়েছে নতুন পদক্ষেপ


আইটিআই ও পলিটেকনিক দিয়ে রাজ্যের অনুমতি 159 টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যুবক-যুবতীদের ক্ষমতা ও উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হয় আগে কোর্স শেষে অনেক টাকা পেত না সেই ছবি আবার পাল্টাতে চলেছে  এখন বিভিন্ন কর্মসংস্থান ইন্টারসিটি অর্থাৎ কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন লোক চাই আমরা ইন্ডাস্ট্রির কাছ থেকে জানতে চাইছি যে তাদের কোন কতজন পেশাদার কর্মীর প্রয়োজন সেই অনুযায়ী আমরা প্রশিক্ষণ শুরু করছি 6 মাসে সার্টিফিকেট কোর্সের রাজ্যের বাইরে গুলি হবে কোর্সের সফল শেষে শেষ করলে সংশ্লিষ্ট সংস্থার চাকরি হবে তাদের এই নিয়ম চালু হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে


পশ্চিমবঙ্গে পরিচালিত সব আইটিআই কলেজ গুলিকে নিয়ে গত মঙ্গলবার বৈঠক করেছেন রাজ্যের মন্ত্রী সেখানে প্রতিটি  কলেজকে বলে দেয়া হয়েছে আলাদা আলাদা তথ্যভান্ডার তৈরি করতে একই প্রস্তাব দেয়া হয়েছে পলিটেকনিক কলেজ গুলিকে প্রতিটি আইটিআই ও পলিটেকনিক কলেজের সঙ্গে অন্তত 2 টি করে বাণিজ্যিক প্রতিষ্ঠান যুক্ত করা হবে ফলে চাকরির নিয়োগ নিশ্চিত হবে সূত্রের খবর মূলত রিটেল ম্যানেজমেন্ট এবং ফুড অফিসের ম্যানেজার ম্যানেজমেন্ট এই দুটি ক্ষেত্রে পেশাদার এর চাহিদা সবচেয়ে বেশি এছাড়াও জোর দেয়া হচ্ছে মেকানিক্যাল বা ফিটিং এর মতন কোর্সে


চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যা


utkarsh bangla,how to apply utkarsh bangla,west bengal job,pbssd or utkarsho bangla online registration,utkarsh bangla recruitment

পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলায় 2 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ utkarsh bangla পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলায় 2 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ utkarsh bangla Reviewed by Karmasandhan Recruitment on জানুয়ারী ৩০, ২০২২ Rating: 5

Reliance jio প্রিপেড প্লেনের এর দাম বাড়ছে ডিসেম্বর মাস থেকে। jio new plans

Karmasandhan Recruitment নভেম্বর ২৮, ২০২১

গ্রাহকদের জন্য দুঃসংবাদ ভারতীয় ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও আজ অর্থাৎ 28 নভেম্বর জানিয়েছে যে তাদের প্রিপেড প্ল্যান 15 থেকে 20 শতাংশ প্রিপেড প্ল্যান বাড়তে চলেছে  আগামী 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে জিও ফোনের একটি প্লেনের দামের মূল্য বৃদ্ধির ঘটনা ঘটতে চলেছে  এয়ারটেল ও ভোডাফোন তাদের প্রিপেড প্ল্যান 20 থেকে 25 শতাংশ  বাড়িয়েছিল ফলে আশা করা যাচ্ছে জিও কে একই পথে হাঁটছে


রিলায়েন্স জিও কোন কোন প্রিপেড প্ল্যান এর দাম বাড়ছে বিস্তারিত দেখে নিন








Reliance jio প্রিপেড প্লেনের এর দাম বাড়ছে ডিসেম্বর মাস থেকে। jio new plans  Reliance jio প্রিপেড প্লেনের এর দাম বাড়ছে ডিসেম্বর মাস থেকে। jio new plans Reviewed by Karmasandhan Recruitment on নভেম্বর ২৮, ২০২১ Rating: 5

রেলে ১ লক্ষ শূন্যপদে গ্রুপ D নিয়োগ নিয়ে নতুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ। railway recruitment 2021

Karmasandhan Recruitment নভেম্বর ২৭, ২০২১

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর 1 লক্ষ 30 হাজার 669 টি শূন্য পদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় রেল মন্ত্রক 12 ই মার্চ আবেদন  শুরু হয়েছিল অনলাইনে আবেদন করার প্রক্রিয়া চলবে 12 এপ্রিল পর্যন্ত 

2019 সালে 23 শে ফেব্রুয়ারি আরআরবি গ্রুপ ডি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বছরের সেপ্টেম্বরে পরীক্ষার কথা ছিল জানিয়েছিল রেল মন্ত্রকের তরফ থেকে করোনাভাইরাস  কারণে পরীক্ষা পরীক্ষা পিছিয়ে যায় যে নিয়োগের প্রক্রিয়া 1 লক্ষ 30 হাজার পদে নিয়োগের জন্য আবেদন করেছিলে করেছেন 1 কোটি 15 লাখ প্রার্থী দীর্ঘদিন ধরে তারা উদ্বেগের মধ্যে আছে সেই পরিস্থিতিতে নয়া রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর গ্রুপ-ডি পরীক্ষার সূচি প্রকাশের চাকরিপ্রার্থীরা

রেলের গ্রুপ ডি 2019 এ যারা ফরম ফিলাপ করেছিলে এবং যাদের ফটো এবং সিগনেচার রিজেক্ট হয়ে ছিল তারাই নতুন করে আবার আপলোড করতে পারবেন


বিজ্ঞপ্তির লিংক : https://www.rrbkolkata.gov.in/file/notice_for_modification_link.pdf


চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান

রেলে ১ লক্ষ শূন্যপদে গ্রুপ D নিয়োগ নিয়ে নতুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ। railway recruitment 2021 রেলে ১ লক্ষ শূন্যপদে গ্রুপ D নিয়োগ নিয়ে নতুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ। railway recruitment 2021 Reviewed by Karmasandhan Recruitment on নভেম্বর ২৭, ২০২১ Rating: 5

পশ্চিমবঙ্গ সরকারের কো-অর্ডিনেটররে কর্মী নিয়োগ করা হচ্ছে।government jobs

Karmasandhan Recruitment নভেম্বর ১৩, ২০২১

 



চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যের জেলা কো-অর্ডিনেটর  তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন


পদের নাম :  কো-অর্ডিনেটর


শূন্যপদ : 1 টি

শিক্ষাগত যোগ্যতা : হেলথকেয়ার মানেজমেন্ট অথবা হসপিটালে অ্যাডমিনিস্ট্রেশন এর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে এবং এমএস অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের


বয়সসীমা : 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী


মাসিক বেতন : 45,000 টাকা


পদের নাম :  ডাটা এন্ট্রি অপারেটর

শূন্যপদ :  1 টি


শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন অথবা স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারে 1 বছরের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং এমএস অফিসের কাজে জ্ঞান থাকতে হবে প্রার্থীদের


বয়সসীমা : 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী


মাসিক বেতন : 13,560 টাকা


আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 15.11. 2021


আবেদন ফি : শূন্য 


ওয়েবসাইটের লিংক : https://www.wbhealth.gov.in/


 বিজ্ঞপ্তি লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/5512.pdf


পশ্চিমবঙ্গ সরকারের কো-অর্ডিনেটররে কর্মী নিয়োগ করা হচ্ছে।government jobs পশ্চিমবঙ্গ সরকারের কো-অর্ডিনেটররে কর্মী নিয়োগ করা হচ্ছে।government jobs Reviewed by Karmasandhan Recruitment on নভেম্বর ১৩, ২০২১ Rating: 5

বন্ধন ব্যাংক বিভিন্ন পদে প্রচুর মহিলা-পুরুষ কর্মী নিয়োগ হচ্ছে | Bandhan bank job in kolkata 2022 - Sumanjob.in

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ০৮, ২০২১

 




একাধিক পদেরজন্য আবেদন করতে পারবেন বন্ধন ব্যাংকে ইতিমধ্যে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বন্ধন ব্যাংকের কর্তৃপক্ষ যেখানে পুরুষ এবং মহিলা উভয় পদে আবেদন করা যাবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কেমন লাগছে আপনারা দেখুন 




Name Of Post : Bank Staff / Cashier / various Posts / Branch Banking.


Type Of Employment : Full Time Job

Organization Name : Bandhan Bank
Salary : Rs. 9300 – 34,800/- PM Grade Pay. 4200/- 
Age Limit : 20 Years – 40 Years.


Educational Qualification :minimum 10th / 12th pass Or Graduation / MBA.




কিভাবে আবেদন করবেন: বন্ধন ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাদেরকে কেরিয়ার অপশন টি ফলো করতে হবে ওখানে আপনার সমস্ত বায়োডাটা সাবমিট করতে হবে। Website: https://bit.ly/2HFjMeg
মনে রাখবেন আপনারা যখন খুশি এই পরের জন্য আপনাদের বায়ডাটা আপলোড করা যেতে পারে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে ভালো রাখুন



বন্ধন ব্যাংক বিভিন্ন পদে প্রচুর মহিলা-পুরুষ কর্মী নিয়োগ হচ্ছে | Bandhan bank job in kolkata 2022 - Sumanjob.in বন্ধন ব্যাংক বিভিন্ন পদে প্রচুর মহিলা-পুরুষ কর্মী নিয়োগ হচ্ছে | Bandhan bank job in kolkata 2022 - Sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ০৮, ২০২১ Rating: 5

খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে (food insider)

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ০২, ২০২১

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন


পদের নাম : সিনিয়র সফটওয়্যার ডেভেলপার

 শূন্যপদ : 3 টি

 শিক্ষাগত যোগ্যতা  : যে কোনো প্রতিষ্ঠান থেকে এমসিএ অথবা এমসি এমএসসি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাসের সঙ্গে অন্ততপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

বয়স সীমা :  18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের

মাসিক বেতন : 32,000  টাকা


পদের নাম :ডাটাবেড অ্যাডমিনিস্ট্রেশন 

শূন্যপদ :1 টি

 শিক্ষাগত যোগ্যতা  : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমসি  অথবা এমএসসি কম্পিউটার সাইন্স ফার্স্ট ক্লাস এবং অন্ততপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা :  18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের

মাসিক বেতন :32,000  টাকা


পদের নাম :সফটওয়্যার ডেভেলপার

শূন্যপদ :2 টি

শিক্ষাগত যোগ্যতা  :যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  MCA অথবা এমএসসি ফাস্ক্লাস সফটওয়্যার ডেভেলপমেন্ট থাকতে হবে কাজের অভিজ্ঞতা থাকতো

বয়স সীমা :  18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের

মাসিক বেতন :27000 টাকা


পদের নাম :টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল

শূন্যপদ :28  টি

শিক্ষাগত যোগ্যতা  :যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমসি  অথবা এমএসসি কম্পিউটার সাইন্স ফার্স্ট ক্লাস এবং অন্ততপক্ষে 6  বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা :  18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের

মাসিক বেতন : 40000 টাকা


পদের নাম :প্রজেক্ট ম্যানেজার

শূন্যপদ :1টি

শিক্ষাগত যোগ্যতা  : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.C , M.SC , ডকুমেন্টশন সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্ততপক্ষে কাজের অভিজ্ঞতা 8বছর

বয়স সীমা :  18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের

মাসিক বেতন : 100000 টাকা

আবেদনের পদ্ধতি :  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 17.9.21 তারিখ পর্যন্ত


ওয়েবসাইটের লিঙ্ক : https://food.wb.gov.in/


বিজ্ঞপ্তি লিংক ; https://food.wb.gov.in/HomePage/pdf/Employment%20Notice.pdf




খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে (food insider)  খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে (food insider) Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ০২, ২০২১ Rating: 5

ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী - economics gk

Karmasandhan Recruitment আগস্ট ২৭, ২০২১

 **                                     

1) ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক? 

উত্তর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


2) ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক? 

উত্তর:ICICI BANK OF INDIA


3) “Big Push Theory” র স্রষ্টা? 

উত্তর: আর রোডান


4) Per Capita income এ কোন রাজ্য প্রথম? উত্তর:: গোয়া


5)Hot Money কি বোঝাতে ব্যাবহার হয়? 

উত্তর: money which comes easily goes easily


6) (NSSO) কোথায় অবস্তিত ? 

উত্তর:ভারতে 


7)FATHER OF Economics? 

উত্তর:: Adam smith


8) WTO এর হেডকোয়ার্টার? 

উত্তর:: জেনেভা


9) WTO এর পুরোনো নাম? 

উত্তর:: GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়


10) আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? 

উত্তর:: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


11) সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? 

উত্তর:: আই টি


12) মুদ্রাস্ফীতি কি কারণে হয়? 

উত্তর:: ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে/অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস


13) ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে? 

উত্তর:: রত্ন ও অলংকারাদি থেকে


14) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? 

উত্তর:: সারনাথ


15) ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল? 

উত্তর:: 1991 সালে


16) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? 

উত্তর:: পঞ্চম পরিকল্পনা


17) Debit Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? 

উত্তর:: ল্যাটিন


18) ‘Planned Economy for India’ বইয়ের লেখক? 

উত্তর:: M Vishveshwar


19) ২০১১ সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে? 

উত্তর:: সিকিম


20) RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে? 

উত্তর:: বাঘ যা পূর্বে

ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী - economics gk ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী - economics gk Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৭, ২০২১ Rating: 5

WB CONSTABLE LAST NIGHT SPECIAL CLASS - WBP GK CLASS FREE

Karmasandhan Recruitment আগস্ট ২৭, ২০২১


১।ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল কোনটি পালামৌ খনি অঞ্চল।


২। কালিকটের বর্তমান নাম কী – কোঝিকোড়।


৩। প্রথম কোন কোম্পানি ভারতে রেল-ইঞ্জিন তৈরি করে – টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমােটিভ কোম্পানি।


৪। রাগী উৎপাদনে ভারতে প্রথম স্থানে আছে ‘কোন রাজ্য – কর্ণাটক।।


৫। স্বাধীনতার আগে একমাত্র ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় ছিল – অসমের ডিগবয়।


৬। চম্বল উপত্যকায় বড় খাতবিশিষ্ট অঞ্চলকে কী বলে – বীহড়।


৭। প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় – শ্রীরামপুরে (১৮৩২ সালে)।


৮। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে ।


৯। করোনেশন ব্রিজ অবস্থিত – তিস্তা নদীর ওপর ।


১০। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে – তারাপুর।


১১।দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত – ডেকানট্রাপ


১২। বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।


১৩। বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি ।


১৪। উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় – শিলিগুড়িকে ।


১৫। দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।


১৬। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত – পুরুলিয়া ।


১৭। বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।


১৮। সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।


১৯। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল – আলিপুর ।


২০। ‘Chicken’s Neck’ বলা হয় – উত্তর দিনাজপুরের চোপড়াকে ।


২১। ‘City of Joy’ বলা হয় – কলকাতাকে ।


২২। বাংলার উত্তরের সমভূমি অংশ হল – বরেন্দ্রভূমি ।


২৩। বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে – সিঙ্গলিলা ।


২৪। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ – সান্দাকফু ।


২৫।বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল – গোর্গাবুরু ।


২৬। বাংলায় বালিয়াড়ি দেখা যায় – উপকূলীয় সমভূমিতে ।


২৭। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি – তরঙ্গায়িত ।


২৮। কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল – ঋষিলা ।


২৯। বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় – ভুটানে ।


৩০।বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় – বীরভূমে ।


৩১।পেডং কথার অর্থ – অর্কিডের শহর ।


৩২। তরাই শব্দের অর্থ – স্যাঁতসেঁতে ভূমি ।


৩৩।শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় ।


৩৪। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল – ঘুম ।


৩৫। রাঙামাটির দেশ বলা হয় – রাঢ় অঞ্চলকে ।


৩৬। মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে ।


৩৭। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে ।


৩৮। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে – 520 কিমি ।


৩৯। বাংলার প্রধান নদী – গঙ্গা ।


৪০। দামোদরনদকে বলা হয় – বাংলার দুঃখ ।


৪১। বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য ।


৪২। রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান ।


৪৩। বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট ।


৪৪। ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – কলকাতায় ।


৪৫। হলদিয়া বিখ্যাত – পেট্রোরসায়ন শিল্পের জন্য ।


৪৬। কৃষ্ণনগর বিখ্যাত – মৃৎ শিল্পের জন্য ।


৪৭। জলপাইগুড়ি শহর অবস্থিত – মহানন্দা ও বালাসন নদীর তীরে ।


৪৮। শংকরপুর একটি – মৎস্য বন্দর ।


৪৯। বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) ।


৫০। লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় ।


৫১। বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় – 1986 সালে ।


৫২। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত – কলকাতার বেলগাছিয়ায় ।


৫৩। দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল – 1875 সালে ।


৫৪। বাংলায় ধানের বউল বলা হয় – বর্ধমানকে ।


৫৫। জয়ন্তি হল – সংরক্ষিত বনভূমি ।


৫৬। সুন্দরবন হল – সুরক্ষিত বনভূমি ।


৫৭। খোয়াই অঞ্চল দেখা যায় – বীরভূম জেলায় ।


৫৮। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি – খিয়র নামে পরিচিত ।


৫৯। তাল শব্দের অর্থ – জলাভূমি ও নিম্নভূমি ।


৬০। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে – আবাদ বলে ।


৬১। বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে ।


৬২। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় – আসানসোলে ।


৬৩। মৌসুমি রাজ্য বলা হয় – বাংলাকে ।


৬৪। খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে ।


৬৫। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম – কুন্তী নদী ।


৬৬। দামোদরের প্রধান উপনদীর নাম – বরাকর ।


৬৭। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা ।


৬৮। অজয়নদ -এর উৎপত্তি – দুমকা উচ্চভূমি থেকে ।


৬৯। 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) ।


৭০। 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন)


>

৭১। 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল – 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন)

WB CONSTABLE LAST NIGHT SPECIAL CLASS - WBP GK CLASS FREE WB CONSTABLE LAST NIGHT SPECIAL CLASS - WBP GK CLASS FREE Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৭, ২০২১ Rating: 5

সিভিল সার্ভিস এর মেইন পরীক্ষার তারিখ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড

Karmasandhan Recruitment আগস্ট ১৬, ২০২১

 



সিভিল সার্ভিসে এক্সিকিউটিভ 2020 মেইন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হল 27 ,28, 29, 30 শে আগস্ট

পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ ও পরীক্ষার তারিখ জানানো হয়েছে আগামী 16 ই আগস্ট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা

ওয়েবসাইটের লিংক : https://wbpsc.gov.in/


বিজ্ঞপ্তি লিংক : https://wbpsc.gov.in/Download?param1=An_20210812174135_22-2019.pdf¶m2=advertisement

সিভিল সার্ভিস এর মেইন পরীক্ষার তারিখ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিভিল সার্ভিস এর মেইন পরীক্ষার তারিখ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ১৬, ২০২১ Rating: 5

পৌরসভাতে একাধিক পদে মালি নিয়োগ করা হচ্ছে siliguri

Karmasandhan Recruitment জুলাই ৩১, ২০২১

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর মিউনিসিপালিটি বিভিন্ন পদে পার্ক,  ও বাগানের জন্য একাধিক পদে গার্ডেনার এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে শিলিগুড়িতে যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন


মোট পদের সংখ্যা :  32 টি


আগ্রহী প্রার্থীদের যাবতীয় প্রমাণপত্র আধার কার্ড, ভোটার কার্ড এবং মাধ্যমিক রেজাল্ট এবং বায়ো ডাটা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখ বন্ধ খামে জমা দিতে হবে আবেদনপত্র জমা দিতে হবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন  জমা করতে হবে 2021 তারিখ 4.30 মধ্যে


ওয়েবসাইটের লিংক : https://en.wikipedia.org/wiki/Siliguri_Municipal_Corporation


বিজ্ঞপ্তির লিংক  : http://siligurismc.in/userfiles/file/RECURTMENT%20PARKS.pdf


টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials




>
পৌরসভাতে একাধিক পদে মালি নিয়োগ করা হচ্ছে siliguri পৌরসভাতে একাধিক পদে মালি নিয়োগ করা হচ্ছে siliguri Reviewed by Karmasandhan Recruitment on জুলাই ৩১, ২০২১ Rating: 5

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ? কোন কলেজে কত পেলে মিলবে অনার্স? www.caluniv.ac.in

Karmasandhan Recruitment জুলাই ২৫, ২০২১

 




উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই শুরু হয়ে গেল কলেজে ভর্তি প্রক্রিয়া। বিভিন্ন কলেজ আলাদা আলাদা বিষয়ের জন্য নির্দিষ্ট যোগ্যতা ঘোষণা করা হল। বিভিন্ন কলেজে ভর্তির আবেদনের জন্য ন্যূনতম মোট কত শতাংশ নম্বর ও অনার্স পড়তে চাইলে সংশ্লিষ্ট বিষয়ে কত শতাংশ নম্বর পেতে হবে, তা কলেজ Web Site দেওয়া আছে ।








Asutosh College: ভর্তির জন্য আবেদন করতে হলে মোট ৫০ শতাংশ নম্বর ও অনার্স বিষয়ে ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। অথবা অনার্সের বিষয়ে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। জেনারেল বা পাশ কোর্সের জন্য কমপক্ষে মোট ৪০ শতাংশ নম্বর পেতে হবে। ভর্তি হওয়া যাবে ১২ এবং ১৩ জুন বিকেল ৪টে পর্যন্ত। তালিকা প্রকাশিত হবে ১০ জুন।
সুরেন্দ্রনাথ কলেজ: আবেদন করতে হলে মোট ৫০ শতাংশ নম্বরব প্রয়োজন। অনার্সের বিষয় ভিত্তিক ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। অনার্সের বিষয়ে যদি ৫৫ শতাংশ নম্বর থাকে, সেক্ষেত্রে মোট নম্বর কমপক্ষে ৩০ শতাংশ হলেও আবেদন করা যাবে। ভর্তিপ্রক্রিয়া শুরু হবে ১২ জুন থেকে। তালিকা প্রকাশ হবে ১০ জুন।






বঙ্গবাসী কলেজ ( Bongobasi college) : কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এখানেও ভর্তির আবেদন করতে হলে মোট ৫০ শতাংশ নম্বর ও অনার্স বিষয়ে ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।
মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ: যে কোনও বিষয়ে অনার্সে ভর্তির আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। মোট নম্বর পেতে হবে ৫০ শতাংশ অথবা অনার্সের বিষয়ে ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেও আবেদন করা যাবে।






স্কটিশ চার্চ কলেজ (Scottish Church College): ইংরেজি অনার্সে ভর্তির আবেদনের জন্য 65% নম্বর ও ইংরেজিতে 70% নম্বর পেতে হবে। বাংলা, সংস্কৃত এবং দর্শনের ক্ষেত্রে মোট নম্বর এবং বিষয়ে উভয় ক্ষেত্রেই 50% নম্বর থাকতে হবে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানে যথাক্রমে ৬০ এবং ৬৫ শতাংশ করে নম্বর পেতে হবে এগ্রিগেট এবং বিষয়ে। বাংলা এবং ইংরেজির যে কোনও একটিতে যথাক্রমে ৬০ ও 65% নম্বর পেতে হবে আবেদন করতে গেলে। অঙ্কে অনার্স নিতে গেলে এগ্রিগেট এবং বিষয়ে 70% নম্বর পেতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে অঙ্ক এবং পদার্থবিদ্যা মিলিয়ে ৮০ শতাংশ নম্বর পেলে এই কলেজে অনার্সে ভর্তির জন্য আবেদন করা যাবে।





দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ (Dinabandhu Andrew's College): যে কোনও বিষয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে গেলে মোট নম্বর পেতে হবে কমপক্ষে 50% ও সংশ্লিষ্ট বিষয়ে পেতে হবে 45%
মুরলীধর গার্লস কলেজ: বাংলা, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে হলে এগ্রিগেট এবং বিষয়ে উভয় ক্ষেত্রেই 50% নম্বর পেতে হবে। ইংরেজি, দর্শন বিষয়ে অনার্সের ক্ষেত্রে এগ্রিগেট একই থাকলেও কমপক্ষে 60% নম্বর। এখানে বিজ্ঞান বিভাগে রসায়নে অনার্স নিতে গেলেও এগ্রিগেট এবং বিষয়ে50করে নম্বর পেতে হবে। অঙ্কে অনার্স নিতে চাইলে মোট নম্বর পেতে হবে 50%, অঙ্কে পেতে হবে 60% নম্বর।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ? কোন কলেজে কত পেলে মিলবে অনার্স? www.caluniv.ac.in কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ? কোন কলেজে কত পেলে মিলবে অনার্স? www.caluniv.ac.in Reviewed by Karmasandhan Recruitment on জুলাই ২৫, ২০২১ Rating: 5

Bank of India (BOI) Jobs- Recruitment of Watchman and Office Assistant | 8th pass job 2021 | Salary 5000 — 15000 PM

Karmasandhan Recruitment জুন ২৩, ২০২১

ব্যাংক অফ ইন্ডিয়া (বিওআই), জোনাল অফিস, রত্নগিরি চুক্তির ভিত্তিতে স্টার স্বরোজগর প্রতিক্ষণ সংস্থা (এসএসপিএস) এর জন্য অফিস সহকারী এবং প্রহরী কাম বাগানের জন্য আবেদন আমন্ত্রণ জানাচ্ছে। যোগ্য প্রার্থীরা নীচের প্রদত্ত ঠিকানায় তাদের আবেদন / প্রশংসাপত্র প্রেরণ করতে পারবেন।



অফিস সহকারী

যোগ্যতা: অ্যাকাউন্টে কম্পিউটার জ্ঞান এবং ভিত্তি জ্ঞান সহ স্নাতক।

বয়স: 18 বছর - 45 বছর

বেতন: প্রতি মাসে 15000 / - টাকা


 


ওয়াচমন কাম গার্ডেনার

যোগ্যতা: ৮ ম শ্রেণি পাস এবং অগ্রাধিকার হিসাবে আরএসইটিআই যে জেলার অবস্থিত সেখানকার স্থানীয় বাসিন্দা উচিত রত্নগিরি

বয়স: 18 - 65 বছর

বেতন: প্রতি মাসে 5000 / - টাকা


 


প্রার্থীদের বাছাই: অফিস সহকারী পদের জন্য লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাত্কার। এবং শুধুমাত্র ওয়াচম্যান কাম গার্ডেনার পদের জন্য সাক্ষাত্কার।



 Address: The Application along with enclosures should reach at the following address — Bank of India, Zonal Office, Near Arogya Mandir, Ratnagiri- Kolhapur Highway, Shivaji nagar, Ratnagiri 415839, on or before 30/06/2021


Official website of Bank of India — https://bankofindia.co.in

PDF file — SEE DETAILED ADVT.

Bank of India (BOI) Jobs- Recruitment of Watchman and Office Assistant | 8th pass job 2021 | Salary 5000 — 15000 PM Bank of India (BOI) Jobs- Recruitment of Watchman and Office Assistant | 8th pass job 2021 | Salary 5000 — 15000 PM Reviewed by Karmasandhan Recruitment on জুন ২৩, ২০২১ Rating: 5

স্টেট ব্যাংকের অফিসার নিয়োগের রেজাল্ট প্রকাশিত হলো( sbi )

Karmasandhan Recruitment জুন ১৬, ২০২১

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কেল বেস্ট অফিসার পদে নিয়োগের জন্য পরীক্ষা রেজাল্ট প্রকাশিত করল

প্রার্থীদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে প্রাপ্ত নম্বর দেখা যাবে

এই লিংকে ক্লিক করুন : https://sbi.co.in/web/careers/crpd/cbo-marks-2020

স্টেট ব্যাংকের অফিসার নিয়োগের রেজাল্ট প্রকাশিত হলো( sbi ) স্টেট ব্যাংকের অফিসার নিয়োগের রেজাল্ট প্রকাশিত হলো( sbi ) Reviewed by Karmasandhan Recruitment on জুন ১৬, ২০২১ Rating: 5

পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশনে সেবামূলক কর্মী নিয়োগ করা হচ্ছে ramkrishna mission recruitment 2021// ramakrishna mission

Karmasandhan Recruitment জুন ০৪, ২০২১

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খাওয়া থাকা ফ্রি  নিয়োগ করা হবে সেবামূলক কাজে


 মাসিক বেতন :  7000 টাকা

বিজ্ঞপ্তি লিংক : https://drive.google.com/file/d/1-lqFHdnZbZgUKKFaHhEbOkqR_4SFC1Mq/vie

আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials

পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশনে সেবামূলক কর্মী নিয়োগ করা হচ্ছে ramkrishna mission recruitment 2021// ramakrishna mission পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশনে সেবামূলক কর্মী নিয়োগ করা হচ্ছে ramkrishna mission recruitment 2021// ramakrishna mission Reviewed by Karmasandhan Recruitment on জুন ০৪, ২০২১ Rating: 5

কলকাতা পুলিশে 2500 পদে নিয়োগের অনুমতি দিল (kolkata police recruitment 2021)

Karmasandhan Recruitment জুন ০৩, ২০২১

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে 2500  নিয়োগে অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশ মন্ত্রিসভার বৈঠকে তাতেই অনুমতি দেয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুমেন্ট বোর্ড এর মাধ্যমে শুন্য পদে নিয়োগ করা হবে কলকাতা পুলিশের আরো সুবিধা হবে আরো ভালোভাবে নজরদারি চালানো যাবে এছাড়াও করোনাভাইরাসের পরিস্থিতিতে চাকরির সুযোগ তৈরি হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল আগামী তিন বছরের রাজ্যের প্রায় 27 পদে পুলিশ কর্মী নিয়োগ করা হবে এবং 24 হাজার কনস্টেবল এবং 2400 সাব-ইন্সপেক্টর কলকাতা পুলিশের হাত ধরে সেই নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে খবর সূত্রে জানা যাচ্ছে  নবান্ন সূত্রে জানা যাচ্ছে এই মাসের শেষে কমিশনের সেই আবেদন অনুমতি দিল রাজ্য সরকার

কলকাতা পুলিশের সূত্রে খবর এই নিয়োগের প্রক্রিয়া তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লালবাজারে এক কর্তা জানান যে 2500  শুন্য পদে নিয়োগ এর ফলে কলকাতা পুলিশের কাজে আরো সুবিধা হতে পারে ভালোভাবে নজরদারি চালানো যাবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে রাজ্য সরকারি কর্মচারী করতে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 2500 আড়াইহাজারপুলিশের নিয়োগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ


কলকাতা পুলিশে 2500 পদে নিয়োগের অনুমতি দিল (kolkata police recruitment 2021) কলকাতা পুলিশে 2500 পদে নিয়োগের অনুমতি দিল (kolkata police recruitment 2021) Reviewed by Karmasandhan Recruitment on জুন ০৩, ২০২১ Rating: 5

অনলাইনে চাকরি খোঁজ কারীদের জন্য বিশেষ পরামর্শ ভারত সরকারের work from home // online jobs recruitment

Karmasandhan Recruitment জুন ০২, ২০২১

 


আপনি যদি চাকরির খোঁজ চালাচ্ছেন তাহলে দেশের রাষ্ট্র মন্ত্রকের আপনার জন্য বেশ কিছু পরামর্শ নিয়ে এসেছে ভারত সরকার এই পরামর্শ সবারই সেফটি বিষয়ক এবং তাদের জন্য আনা হয়েছে অনলাইনে চাকরি প্ল্যাটফর্ম নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্টার করেছেন এবং চাকরির বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য যেমন নাম জন্মের তারিখ ঠিকানা এবং বিভিন্ন জরুরী সার্টিফিকেট এবং মোবাইল নাম্বার এবং সরকারি পরিচয় পত্রের দাবি করে থাকে আপনি এইধরনের ফোটালে নিজের ব্যক্তিগত তথ্য এবং সাবমিট করতে যাবেন না

 একদম অবশ্যই দেখে নেবেন পোর্টালটি কত সুরক্ষিত এবং জালিয়াতির সবথেকে বেশি এছাড়াও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সমস্ত হ্যাকিং করে নিয়ে যেতে পারে এবং সিকিউরিটি নিয়ে সাধারণ মানুষের সচেতনতা জন্য ভারত সরকারের তরফ থেকে একটি টুইটার অ্যাকাউন্টে চালানো হয় যা টুইটার হ্যান্ডেল এ সেই টুইটার অ্যাকাউন্ট থেকে সুইট করে জানানো হয়েছিল চাকরির খোঁজখবর এবং ওয়েব পোর্টাল রেজিস্টার করার আগে আপনি ওয়েবসাইটে প্রাইভেসী পলিসি অবশ্যই জেনে নিন তবে ব্যবহারকারীদের কাছ থেকে কি কি ধরনের তথ্য নেয়া হয় এবং ওয়েবসাইটে কিভাবে সেগুলো ব্যবহার করে

এই ধরনের ওয়েবসাইট গুলি সাধারণত সরকারি চাকরি দেয়ার নাম করে সাধারন মানুষের থেকে তাদের ব্যক্তিগত তথ্য এবং রেজিস্ট্রেশন ফি নিয়ে থাকে এবং জালিয়াতির জয়নিং লেটার এর মাধ্যমে জনগণকে প্রলোভিত করেন ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়  আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানিগুলি সরকারি সংস্থা এই ধরনের ছোটখাট চাকরি ওয়েবসাইটে অথবা মেসেজের মাধ্যমে চাকরি দেয়ার দাবি জানায় না তাই এই ধরনের প্রলোভন থেকে সুরক্ষিত থাকুন


অনলাইনে চাকরি খোঁজ কারীদের জন্য বিশেষ পরামর্শ ভারত সরকারের work from home // online jobs recruitment অনলাইনে চাকরি খোঁজ কারীদের জন্য বিশেষ পরামর্শ ভারত সরকারের work from home // online jobs recruitment Reviewed by Karmasandhan Recruitment on জুন ০২, ২০২১ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.