WB CONSTABLE LAST NIGHT SPECIAL CLASS - WBP GK CLASS FREE



১।ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল কোনটি পালামৌ খনি অঞ্চল।


২। কালিকটের বর্তমান নাম কী – কোঝিকোড়।


৩। প্রথম কোন কোম্পানি ভারতে রেল-ইঞ্জিন তৈরি করে – টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমােটিভ কোম্পানি।


৪। রাগী উৎপাদনে ভারতে প্রথম স্থানে আছে ‘কোন রাজ্য – কর্ণাটক।।


৫। স্বাধীনতার আগে একমাত্র ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় ছিল – অসমের ডিগবয়।


৬। চম্বল উপত্যকায় বড় খাতবিশিষ্ট অঞ্চলকে কী বলে – বীহড়।


৭। প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় – শ্রীরামপুরে (১৮৩২ সালে)।


৮। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে ।


৯। করোনেশন ব্রিজ অবস্থিত – তিস্তা নদীর ওপর ।


১০। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে – তারাপুর।


১১।দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত – ডেকানট্রাপ


১২। বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।


১৩। বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি ।


১৪। উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় – শিলিগুড়িকে ।


১৫। দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।


১৬। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত – পুরুলিয়া ।


১৭। বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।


১৮। সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।


১৯। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল – আলিপুর ।


২০। ‘Chicken’s Neck’ বলা হয় – উত্তর দিনাজপুরের চোপড়াকে ।


২১। ‘City of Joy’ বলা হয় – কলকাতাকে ।


২২। বাংলার উত্তরের সমভূমি অংশ হল – বরেন্দ্রভূমি ।


২৩। বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে – সিঙ্গলিলা ।


২৪। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ – সান্দাকফু ।


২৫।বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল – গোর্গাবুরু ।


২৬। বাংলায় বালিয়াড়ি দেখা যায় – উপকূলীয় সমভূমিতে ।


২৭। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি – তরঙ্গায়িত ।


২৮। কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল – ঋষিলা ।


২৯। বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় – ভুটানে ।


৩০।বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় – বীরভূমে ।


৩১।পেডং কথার অর্থ – অর্কিডের শহর ।


৩২। তরাই শব্দের অর্থ – স্যাঁতসেঁতে ভূমি ।


৩৩।শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় ।


৩৪। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল – ঘুম ।


৩৫। রাঙামাটির দেশ বলা হয় – রাঢ় অঞ্চলকে ।


৩৬। মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে ।


৩৭। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে ।


৩৮। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে – 520 কিমি ।


৩৯। বাংলার প্রধান নদী – গঙ্গা ।


৪০। দামোদরনদকে বলা হয় – বাংলার দুঃখ ।


৪১। বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য ।


৪২। রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান ।


৪৩। বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট ।


৪৪। ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – কলকাতায় ।


৪৫। হলদিয়া বিখ্যাত – পেট্রোরসায়ন শিল্পের জন্য ।


৪৬। কৃষ্ণনগর বিখ্যাত – মৃৎ শিল্পের জন্য ।


৪৭। জলপাইগুড়ি শহর অবস্থিত – মহানন্দা ও বালাসন নদীর তীরে ।


৪৮। শংকরপুর একটি – মৎস্য বন্দর ।


৪৯। বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) ।


৫০। লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় ।


৫১। বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় – 1986 সালে ।


৫২। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত – কলকাতার বেলগাছিয়ায় ।


৫৩। দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল – 1875 সালে ।


৫৪। বাংলায় ধানের বউল বলা হয় – বর্ধমানকে ।


৫৫। জয়ন্তি হল – সংরক্ষিত বনভূমি ।


৫৬। সুন্দরবন হল – সুরক্ষিত বনভূমি ।


৫৭। খোয়াই অঞ্চল দেখা যায় – বীরভূম জেলায় ।


৫৮। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি – খিয়র নামে পরিচিত ।


৫৯। তাল শব্দের অর্থ – জলাভূমি ও নিম্নভূমি ।


৬০। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে – আবাদ বলে ।


৬১। বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে ।


৬২। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় – আসানসোলে ।


৬৩। মৌসুমি রাজ্য বলা হয় – বাংলাকে ।


৬৪। খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে ।


৬৫। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম – কুন্তী নদী ।


৬৬। দামোদরের প্রধান উপনদীর নাম – বরাকর ।


৬৭। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা ।


৬৮। অজয়নদ -এর উৎপত্তি – দুমকা উচ্চভূমি থেকে ।


৬৯। 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) ।


৭০। 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন)


৭১। 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল – 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন)

WB CONSTABLE LAST NIGHT SPECIAL CLASS - WBP GK CLASS FREE WB CONSTABLE LAST NIGHT SPECIAL CLASS - WBP GK CLASS FREE Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.