Results for Free

WBSSC Group D Question Paper in Bengali PDF 🌟wbssc group d book pdf ⚡wbssc group c practice set

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ০৭, ২০২১


 1) দেশে আদিবাসী ফসলের বৈচিত্র্য রক্ষার জন্য প্রয়োজনীয়তা গ্রহণ করে, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ন্যাশনাল ব্যুরোতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংস্কারকৃত অত্যাধুনিক ন্যাশনাল জিন ব্যাংক উদ্বোধন করেছেন উদ্ভিদ জেনেটিক সম্পদ (NBPGR), পুসা, নয়াদিল্লি।


 2) এইচসিএল ফাউন্ডেশন, এইচসিএল টেকনোলজিসের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা, কারিগরদের ক্ষমতায়ন এবং দেশে হস্তশিল্প খাতের মূল্য শৃঙ্খলাকে শক্তিশালী করতে একটি অনলাইন পোর্টাল 'মাই ই-হাট' চালু করেছে।


 )) স্বাধীনতার years৫ বছর উদযাপন উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিশেষ আমানত প্রকল্প চালু করেছে।

 Deposit স্পেশাল ডিপোজিট স্কিম, এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটস একটি সীমিত সময়ের অফার এবং 14 সেপ্টেম্বর শেষ হবে।

 ▪️ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া:-

 প্রতিষ্ঠিত - 1 জুলাই 1955

 সদর দপ্তর - মুম্বাই,

 মহারাষ্ট্র

 চেয়ারম্যান - দীনেশ কুমার খারা


 )) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০47 সালে ভারতের স্বাধীনতার ১০০ বছরে পৌঁছানোর সময় ভারতকে একটি 'এনার্জি ইন্ডিপেন্ডেন্ট' জাতি বানানোর নতুন লক্ষ্য ঘোষণা করেছিলেন।


 5) ভারতীয় রেলের পশ্চিম মধ্য রেলওয়ে (WCR) অঞ্চল মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রথম স্বয়ংক্রিয় কোচ ওয়াশিং প্ল্যান্ট (ACWP) স্থাপন করেছে।

 - মধ্যপ্রদেশ

 MCM - শিবরাজ সিং চৌহান

 - গভর্নর - মঙ্গুভাই ছাগনভাই

 - ভিমবেটকা গুহা

 - সাঁচিতে বৌদ্ধ স্মৃতিস্তম্ভ

 - খাজুরাহো মন্দির


 )) ১৫ আগস্ট, ২০২১ -এ ভারতের th৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ কর্তৃক অনুমোদিত সশস্ত্র বাহিনী, পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের জন্য 144 বীরত্ব পুরস্কার প্রদান করা হয়েছে।


 7) মিজোরামে, 23 সেক্টর আসাম রাইফেলসের 3 য় ব্যাটালিয়ন "জন গণ মন" এর একটি ভিডিও সংস্করণ চালু করেছে যা লুঙ্গলেয়ের 5 বছর বয়সী অসাধারণ মিস ইষ্টার হানমতে গেয়েছেন। আসাম রাইফেলস ভারতের স্বাধীনতার years৫ বছর উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই প্রচেষ্টা গ্রহণ করেছে।

 Iz মিজোরাম:-

 সিএম - জোরামথাঙ্গা

 রাজ্যপাল - হরি বাবু কামম্ভপতি


 )) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবকদের কর্মসংস্থানের সুযোগ আনতে এবং সামগ্রিক অবকাঠামো বৃদ্ধিতে সহায়তা করার জন্য ১০০ লক্ষ কোটি টাকার 'গতিশক্তি' উদ্যোগের ঘোষণা দেন।


 9) অল ইন্ডিয়া রেডিও জাতীয় এবং আঞ্চলিক চ্যানেলে একটি অনন্য উদ্ভাবনী প্রোগ্রাম, 'আজাদী কা সফর আকাশবানী কে সাথ' চালু করেছে।

 Llআল ইন্ডিয়া রেডিও:-

 মালিক - প্রসার ভারতী

 লঞ্চ তারিখ - 23 জুলাই 1927

 সদর দপ্তর - সংসার মার্গ, নয়াদিল্লি

 নীতিবাক্য - বহুজনাহিতায় বহুজনসুখায়


 10) তেলেঙ্গানার করিমনগর জেলার মোহাম্মদ আজম দিল্লিতে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের কাছ থেকে অনুকরণীয় নেতৃত্বের গুণাবলী প্রদর্শনের জন্য সম্প্রতি জাতীয় যুব পুরস্কার পেয়েছেন।

 - তেলঙ্গানা:-

 ➨CM - কালবাকুন্তলা চন্দ্রশেখর রাও

 - আমরাবাদ টাইগার রিজার্ভ

 - কাওয়াল টাইগার রিজার্ভ




 11) কোমালিকা বারী রোক্লোতে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে নতুন অনূর্ধ্ব -21 রিকার্ভ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।

 ➨ ভারতের জুনিয়র রিকার্ভ তীরন্দাজরা পুরুষ এবং মিশ্র দল ইভেন্টেও সোনা জিতেছে।

 -তিনি দীপিকা কুমারীর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হয়েছেন যিনি অনূর্ধ্ব -১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অনূর্ধ্ব -১ both শিরোপা জিতেছেন।


 12) কলকাতা বিশ্ববিদ্যালয় একাডেমিক র Ran্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে (এআরডব্লিউইউ) দ্বিতীয় স্থান অর্জন করেছে।

 ➨ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মী এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

 - পশ্চিমবঙ্গ:-

 👉 সিএম - মমতা বন্দ্যোপাধ্যায়

 O গভর্নর - জগদীপ ধনখার

 লোক নৃত্য - লাঠি, গম্ভীরা, liালী, যাত্রা, বাউল, ছাউ, সাঁওতালি নৃত্য

 - কালীঘাট মন্দির



13) যেহেতু দেশ 75 তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) পরিচালক অতুল গর্গ ঘোষণা করেছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস দেশের প্রথম হাসপাতাল হয়ে উঠেছে যার ক্যাম্পাসে একটি ফায়ার স্টেশন রয়েছে, এটিকে " গর্বের মুহূর্ত। "



14) সিনিয়র আমলা অপূর্ব চন্দ্রকে তথ্য ও সম্প্রচার সচিব নিযুক্ত করা হয়েছে।

 ➨ মি Chandra চন্দ্র, মহারাষ্ট্র ক্যাডারের 1988 ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (আইএএস) কর্মকর্তা, বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব।

WBSSC Group D Question Paper in Bengali PDF 🌟wbssc group d book pdf ⚡wbssc group c practice set WBSSC Group D Question Paper in Bengali PDF 🌟wbssc group d book pdf ⚡wbssc group c practice set Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ০৭, ২০২১ Rating: 5

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে অয়েল ইন্ডিয়া লিমিটেডের কর্মী নিয়োগ করা oil india limited recruitment 2021

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ০২, ২০২১

 




চাকরি প্রার্থীদের জন্য সুখবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে অয়েল ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন


পদের নাম : ইলেকট্রিশিয়ান

 মোট শূন্যপদ : 38 টি

 শিক্ষাগত যোগ্যতা ; যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস এর সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেড সার্টিফিকেট থাকতে হবে

বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে 

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নাম : ফিটার

 মোট শূন্যপদ : 144  টি

 শিক্ষাগত যোগ্যতা ; যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস এর সঙ্গে ফিটার ট্রেড সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে 

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নাম : মেকানিক মোটর ভেহিকেল

 মোট শূন্যপদ : 42  টি

 শিক্ষাগত যোগ্যতা ; যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস এর সঙ্গে মেকানিক মোটর ভিকেল  ট্রেড সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে 

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নাম : মেকানিস্ট

 মোট শূন্যপদ : 13 টি

 শিক্ষাগত যোগ্যতা ; স্বীকৃত প্রতিষ্ঠানটিকে মাধ্যমিক পাশের সঙ্গে মেকানিস্ট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে 

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নাম : মেকানিক ডিজেল ট্রেড

 মোট শূন্যপদ : 97 টি

 শিক্ষাগত যোগ্যতা ; সরকারি অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস এর সঙ্গে মেকানিক ডিজেল   ট্রেড সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা :  18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে 

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নাম : Electronics Mechanic

 মোট শূন্যপদ : 40  টি

 শিক্ষাগত যোগ্যতা ; যেকোনো সরকারি বোর্ড থেকে মাধ্যমিক পাস এর সঙ্গে ইলেকট্রনিক্স মেকানিক এর ট্রেড সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা :  18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নামBoiler Attendan

 মোট শূন্যপদ : 8  টি

 শিক্ষাগত যোগ্যতা ; শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস এর সঙ্গে বয়লার এটেনডেন্ট দু'বছরে টেট সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নামTurner

 মোট শূন্যপদ : 4  টি

 শিক্ষাগত যোগ্যতা ; মাধ্যমিক পাশের সাথে টার্নার টেট সার্টিফিকেট থাকতে হবে এবার থেকে

বয়স সীমা :  18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে

মাসিক বেতন :  26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নামDraughtsman Civil

 মোট শূন্যপদ : 8  টি

 শিক্ষাগত যোগ্যতা ; মাধ্যমিক পাশের সাথে ড্রাফটসম্যান সিভিল টেট সার্টিফিকেট থাকতে হবে 

বয়স সীমা :  18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নামInstrument Mechanic

 মোট শূন্যপদ : 81 টি

 শিক্ষাগত যোগ্যতা ; মাধ্যমিক পাশের  এর সঙ্গে ইন্সট্রুমেন্ট মেকানিক টেট সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নামPhysics, Chemistry and Mathematics

মোট শূন্যপদ :44 টি

শিক্ষাগত যোগ্যতা ; সরকারি অনুমোদিত যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস এবং পদার্থবিদ রসায়নবিদ এর অংক নিয়ে পাশ করে থাকতে হবে

বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নামSurveyor

মোট শূন্যপদ :5 টি

শিক্ষাগত যোগ্যতা ;যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস এর সঙ্গে সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে থাকতে হবে

বয়স সীমা :18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নামWelder

মোট শূন্যপদ :6 টি

শিক্ষাগত যোগ্যতা ;যে কোনো স্বীকৃত  বোর্ড  থেকে মাধ্যমিক পাস এর সাথে ওয়েল্ডার টেট সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা :18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


পদের নাম :  IT&ESM / ICTSM / IT

মোট শূন্যপদ :5 টি

শিক্ষাগত যোগ্যতা ;মাধ্যমিক পাশের সঙ্গে আই টি টেট সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের

বয়স সীমা :18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23. 9 .2021তারিখ অনুযায়ী SC,ST , OBC ,PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবে

মাসিক বেতন : 26 ,000 থেকে 90,000  টাকা পর্যন্ত


আবেদনের পদ্ধতি :  আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 23.9.2021 তারিখ পর্যন্ত

আবেদন ফি :  তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না ওবিসি প্রার্থীদের 200 টাকা ও জেনারেল প্রার্থীদের লাগবে


ওয়েবসাইটের  লিংক : https://www.oil-india.com/default.aspx


 বিজ্ঞপ্তি  লিংক : https://www.exambangla.com/wp-content/assets/2021/08/Notification-Oil-India-Limited-Garde-III-Posts.pdf




মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে অয়েল ইন্ডিয়া লিমিটেডের কর্মী নিয়োগ করা oil india limited recruitment 2021 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে অয়েল ইন্ডিয়া লিমিটেডের কর্মী নিয়োগ করা oil india limited recruitment 2021 Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ০২, ২০২১ Rating: 5

Daily current affairs in Bengali PDF DOWNLOAD - প্রতিদিন বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স

Karmasandhan Recruitment আগস্ট ২৪, ২০২১


1) দেশের প্রথম স্মগ টাওয়ার উদ্বোধন করলেন অরবিন্দ কেজরিওয়াল।

(এটি তৈরি হয়েছে দিল্লির বাবা করক সিং মার্গে)।

2) সম্প্রতি বায়ু সেনাদের এয়ারক্রাফট এর জন্য advanced chaff technology

| তৈরি করল ডিআরডিও, (হেডকোয়ার্টার - নিউ দিল্লি, চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি)।

3) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনােভেশন এর উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

(এটি তৈরি করা হয়েছে আইআইটি হায়দ্রাবাদে)।

4) DISC 5.0 এর উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,

(DISC - Defence India Startup Challenge)

5) India Ratings এর তথ্য অনুযায়ী 2022 সালে ভারতের জিডিপি গ্রোথ হবে 9.4%.

টেলিগ্রাম চ্যানেল। 

6) সদভাবনা দিবস পালন করা হয় 20 আগস্ট ,

(পূর্ব প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে এটি পালন করা হয়)।

7) অক্ষয় উর্যা দিবস (renewable energy day , India) পালন করা হয় 20

আগস্ট , (এটি প্রথম পালন করা হয়েছিল 2004 সালে)।

৪) UNITE Aware নামে টেক প্লাটফর্ম লঞ্চ করল ভারত

(UN peacekeepers কে নিরাপদ এবং সুরক্ষিত করার জন্য এমন উদ্যোগ)।

5000 সাইন্স  বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | sumanjob.in

9) 'Ubharte Sitaare Fund' লঞ্চ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ,

(এই ফান্ডটি সংস্থাপন করেছে Exim Bank ও SIDBI একত্রে)।

10) সম্প্রতি থ্রি চাইল্ড পলিসি আনলাে চীন সরকার

(রাজধানী - বেজিং , মুদ্রা - হুয়ান) 

5000 ইতিহাস বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf 

Daily current affairs in Bengali PDF DOWNLOAD - প্রতিদিন বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স Daily current affairs in Bengali PDF DOWNLOAD - প্রতিদিন বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৪, ২০২১ Rating: 5

5000 সাইন্স বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | sumanjob.in

Karmasandhan Recruitment আগস্ট ২৩, ২০২১

                                    

​​​​​

✬প্রশ্ন: একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?

উত্তর: সমান বা একই হয়।


✬প্রশ্ন: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কি রশ্মি নির্গত হয়?

উত্তর: গামা রশ্মি।


✬প্রশ্ন: পানিকে বরফে পরিনত করলে এর আয়তন কেমন হয়?

উত্তর: আয়তন বাড়ে।


✬প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কি?

5000 সাইন্স  বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | sumanjob.in

উত্তর: ট্যাকোমিটার।


✬প্রশ্ন: কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয়?

উত্তর: অ্যামিটার।


✬প্রশ্ন: বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র কি?

উত্তর: হাইগ্রোমিটার।


✬প্রশ্ন: সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0° ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে কত হবে?

উত্তর: ৩২ ফারেনহাইট।


✬প্রশ্ন: বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন?

উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয়।


✬প্রশ্ন: কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায়?

উত্তর: কালো দেখায়।


✬প্রশ্ন: মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হওয়ার কারন কি?

উত্তর: মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।


✬প্রশ্ন: দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের?

উত্তর: বেগুনি।


✬প্রশ্ন: ডুবোজাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য কি ব্যবহৃত হয়?

উত্তর: পেরিস্কোপ।


✬প্রশ্ন: পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কী ?

উত্তর: হীরক।


✬প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কি?

উত্তর: সাবান ও পাউটার।


✬প্রশ্ন: নাইট্রিক এসিড একটি অনুতে কয়টি পরমাণু থাকে?

উত্তর: ৫টি।


✬প্রশ্ন: কোন ধাতু পানিতে বাসে?

উত্তর: cu


✬প্রশ্ন: জিংক সালফেটের সংকেত কি?

উত্তর: Znso4


✬প্রশ্ন: কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয়?

উত্তর: চিনি।


✬প্রশ্ন: সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

উত্তর: ইউরিয়া।


✬প্রশ্ন: হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি?

উত্তর: ৫টি।


✬প্রশ্ন: পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে ?

উত্তর: 100°C তাপমাত্রায়।


✬প্রশ্ন: তরল মিশ্র পদার্থ থেকে ছেঁকে ভারী অদ্রবনীয় পদার্থ পৃথক কথার প্রনালীকে কি বলে?

উত্তর: পাতন।


✬প্রশ্ন: অসস্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি?

উত্তর: ইথিলিন।


✬প্রশ্ন: ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায়?

উত্তর: এসিটিক এসিড।


✬প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উত্তর: কালো ।


✬প্রশ্ন: সবচেয়ে হালকা মৌল কি?

উত্তর: হাইড্রোজেন।


✬প্রশ্ন: তামা ও টিনের মিশ্রণে কি হয়?

উত্তর: ব্রোঞ্জ।


✬প্রশ্ন: কি কারণে শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়?

উত্তর: শুষ্ক খাদ্যে আবহাওয়া বিরুপ প্রবাহ বিরাজ করে।


✬প্রশ্ন: বায়ু মন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে?

উত্তর: ওজোন।


✬প্রশ্ন: দুধে কোন ধরনের এসিড থাকে?

উত্তর: ল্যাকটিক এসিড।


✬প্রশ্ন: পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রানী মারা যায়?

উত্তর: O2


✬প্রশ্ন: ঘর্ঘণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে কি নির্গত হয়?

উত্তর: ইলেট্রন।


✬প্রশ্ন: কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?

উত্তর: হাইড্রোজেন।


✬প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কি?

উত্তর: অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।


✬প্রশ্ন: কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

উত্তর: বায়োগ্যাস।


✬প্রশ্ন: কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?

উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে।


✬প্রশ্ন: সবচেয়ে মুল্যবান ধাতু কি

উত্তর: প্লাটিনাম।

5000 সাইন্স  বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | sumanjob.in

✬প্রশ্ন: কি কারনে কচু খেলে গলা চুলকায়?

উত্তর: ক্যালসিয়াম অক্সালেট।


✬প্রশ্ন: কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি?

উত্তর: বালি।


✬প্রশ্ন: কি কারনে এসিড বৃষ্টি হয়?

উত্তর: বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্য।


✬প্রশ্ন: গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু?

উত্তর: জিংক।


✬প্রশ্ন:শান্ত সাগর কোথায় অবস্থিত?

উত্তর: চাঁদে


✬প্রশ্ন:কোন গ্রহের আকাশ গোলাপী?

উত্তর: মঙ্গল গ্রহের


✬প্রশ্ন: একটি ডিমে কোন ভিটামিন বাদে সব কটি ভিটামিন আছে?

উত্তর: ভিটামিন সি।


✬প্রশ্ন:কোন গ্রহের হাজার হাজার বলয় আছে?

উত্তর: শনি


✬প্রশ্ন: মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত?

উত্তর: 98.4° ফারেনহাইট।


✬প্রশ্ন: কোন গ্রহকে লাল গ্রহ বলে?

উত্তর: মঙ্গল গ্রহকে


✬প্রশ্ন: কিসের লেজ কাটা পড়লে সেটি মারা যায়?

উত্তর: ঘোড়ার


✬প্রশ্ন: স্তন্যপায়ী জীবের দুধে কোন কার্বোহাইড্রেড পাওয়া যায়?

উত্তর: ল্যাক্টোজ


✬প্রশ্ন: মানুষের শরীরে কত রকম ভিটামিন আছে?

উত্তর: ১২ রকম।


✬প্রশ্ন: একটি মাছির গড় আর্য়ু কত দিন?

উত্তর: ১৭ দিন।


✬প্রশ্ন: ইংরেজিতে সবচেয়ে কম বর্ণ ব্যবহৃত হয় কোনটি?

উত্তর: Q


✬প্রশ্ন: কোন প্রানীর শরীরে হাড় নেই?

উত্তর: কেঁচো, জোক


✬প্রশ্ন: মানুষ খাটো হয় কোনটির অভাবে?

উত্তর: খনিজ লবণ


✬প্রশ্ন: মানুষের অন্ত্রে কোন ভিটামিন তৈরী হয়?

উত্তর: ভিটামিন-কে


✬প্রশ্ন: কৃষকের বন্ধু বলা হয় কাকে?

উত্তর: কেঁচোকে


✬প্রশ্ন: কোন প্রানীর মাংসে বেশি প্রোটিন থাকে?

উত্তর: মুরগি

5000 সাইন্স  বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | sumanjob.in

5000 সাইন্স বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | sumanjob.in 5000 সাইন্স বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৩, ২০২১ Rating: 5

Daily Current affairs | পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স

Karmasandhan Recruitment আগস্ট ২৩, ২০২১

                                      


1) বিশ্ব মশা দিবস (World Mosquito Day) পালন করা হয় 20 আগস্ট ,

(43 72655 fera Reaching the zero malaria target) |

2) সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ভারত ও ভিয়েতনামের নৌসেনা অনুশীলন করলাে

(ভারতের হয়ে অংশগ্রহণ করলাে INS Ranvijay ও INS Kora যুদ্ধজাহাজ)।

3) 'JAZBAA-E-TIRANGA' নামে 400 কিমি ম্যারাথনের আয়ােজন করল ভারতীয় সেনা

(এটি অনুষ্ঠিত হচ্ছে জম্মু-কাশ্মীরে)।

4) ভারতের প্রথম রাজ্য হিসাবে Smart Health Cards লঞ্চ করল ওড়িশা সরকার

(এটি '

বিজু স্বাস্থ্য কল্যাণ যােজনার আওতায়' , মুখ্যমন্ত্রী - নবীন পট্টনায়ক) ।

5) কেরালা অ্যাডভেঞ্চার ট্যুরিজম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ভারতীয় হকি দলের

গােলকিপার PR Sreejesh , (কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান)।

6) ওয়ার্ল্ড অ্যাথলেটিকস U20 চাম্পিয়নশিপ 2021 অনুষ্ঠিত হলাে কেনিয়ার রাজধানী

নাইরােবিতে , (খেলাটি চলবে 17 থেকে 22 আগস্ট অবধি)।

7) পঞ্চম BRICS ইন্ডাস্ট্রি মিনিস্টার মিটিংয়ে ভারতের হয়ে অংশগ্রহণ করলেন পীযূষ

CSG:, (fea Intra BRICS Cooperation for Continuity, Consolidation and

Consensus)।

8) eShield Next নামে ইস্যুরেন্স লঞ্চ করল SBI Life,

(SBI Life সিইও - মহেশ কুমার শর্মা)।

9) 'OPERATION KHUKRI' নামে বইটি রিলিজ করলেন বিপিন রাওয়াত।

(বইটি লিখেছেন Rajpal Punia ও Ms Damini Punia)।

10) বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় 19 আগস্ট

Daily Current affairs | পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স Daily Current affairs | পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৩, ২০২১ Rating: 5

5000 ইতিহাস বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | ইতিহাস প্রশ্ন উত্তর pdf

Karmasandhan Recruitment আগস্ট ২২, ২০২১


 1.বিশ্বের দীর্ঘতম প্রাচীর--চীনের মহাপ্রাচীর

2.বিশ্বের দীর্ঘতম নদী (যৌথভাবে)--মিসিসিপি মিসৌরি

3.বিশ্বের দীর্ঘতম খাল-- গ্র‍্যাণ্ড খাল

4.বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল--সুয়েজ খাল

5.বিশ্বের দীর্ঘতম পর্বতমালা--আন্দিজ পর্বতমালা

6.বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত--কক্সবাজার

7.বিশ্বের দীর্ঘতম প্রণালী--তাতার প্রণালী

8.বিশ্বের দীর্ঘতম সড়ক সেতু--বাং না এক্সপ্রেস ওয়ে (থাইল্যান্ড 54 কিমি)| 

9.বিশ্বের দীর্ঘতম রেলপথ--ট্রান্স সাইবেরিয়ান রেলপথ

10.বিশ্বের দীর্ঘতম নদী।--নীলনদ

11.বিশ্বের দীর্ঘতম সাঁতারের পথ।--ইংলিশ চ্যানেল

12.বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ট্রেন।--ফ্লাইং স্কটসম্যান

13.বিশ্বের দীর্ঘতম রেল সুরঙ্গ--তান্না (জাপান)

14.বিশ্বের দীর্ঘতম গিরিখাত--মালাক্কা অববাহিকা

15.বিশ্বের দীর্ঘতম নদী অববাহিকা--আমাজন অববাহিকা

16.বিশ্বের দীর্ঘজীবী প্রাণী-কচ্ছপ (জীবনকাল 190 - 200 বছর)

17.বিশ্বের দীর্ঘতম লস্থ প্রাণী--ক্যান্সার।

18.বিশ্বের দীর্ঘতম করিডর--রামেশ্বরম মন্দিরের করিডর

19.বিশ্বের দীর্ঘতম গলা বিশিষ্ট প্রাণী- জিরাফ

20.বিশ্বের দীর্ঘতম মূর্তি - মাদারল্যান্ড (রাশিয়া)|

21.বিশ্বের দীর্ঘতম চলচ্চিত্র - দ্য হিউম্যান কন্ডিশন

22.বিশ্বের দীর্ঘতম যুদ্ধ - শতবর্ষব্যাপী যুদ্ধ (ফ্রান্স - ব্রিটেন)

23.বিশ্বের দীর্ঘতম জাহাজ - এমভি মন্ট (পূর্ব নাম কনক নেভিস)

24.বিশ্বের দীর্ঘতম মেলেটারি জাহাজ - এন্টারপ্রাইজ ক্লাস

25.বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী জাহাজ - ওয়াসিস অব দ্য সি।

26.বিশ্বের দীর্ঘতম কাঠের জাহাজ - পিটার ভন ড্যানজিং।

27.বিশ্বের দীর্ঘতম সমুদ্র প্রাচীর - সাইমেনজিয়াম সি ওয়াল (দক্ষিণ কোরিয়া)।

28.বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু - হাংবু বে সেতু (চীন)

29.বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু - সুতং সেতু (চীন)

30.বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেল - সেইকান টানেল (জাপান)

5000 ইতিহাস বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | ইতিহাস প্রশ্ন উত্তর pdf 5000 ইতিহাস বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর wbp gk class pdf | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | ইতিহাস প্রশ্ন উত্তর pdf Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২২, ২০২১ Rating: 5

Wbp | kolkata police Gk Class | gk class pdf download | West Bengal police

Karmasandhan Recruitment আগস্ট ২২, ২০২১

 


১) ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান (আয়তন)

২) ভারতের বৃহত্তম গম্বুজ – গোল গম্বুজ

৩) ভারতের বৃহত্তম রাজ্য – উত্তর প্রদেশ ( জনসংখ্যায় )

৪) ভারতের বৃহত্তম সমাধি সৌধ – তাজমহল

৫) ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল – লাদাখ

৬) ভারতের বৃহত্তম বন্দর – মুম্বাই

৭) ভারতের বৃহত্তম গির্জা – সেন্ট ক্যাথিড্রাল, গোয়া

৮) ভারতের বৃহত্তম মন্দির – মীনাক্ষী মন্দির, মাদুরাই

৯) ভারতের বৃহত্তম মসজিদ – তাজ উল মসজিদ

১০) ভারতের বৃহত্তম ব্যাংক – স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

১১) ভারতের বৃহত্তম হোটেল – অবেরয়-শেরাটন

১২) ভারতের বৃহত্তম নগরী – মুম্বাই

১৩) ভারতের বৃহত্তম সার কারখানা – সিন্ধ্রি, বিহার

১৪) ভারতের বৃহত্তম গুহা মন্দির – কৈলাস, ইলোরা

১৫) ভারতের বৃহত্তম বনভূমি – কাজিরাঙ্গা, অসম

১৬) ভারতের বৃহত্তম মিউজিয়াম – ভারতীয় জাদুঘর, কলকাতা

১৭) ভারতের বৃহত্তম জলাধার – টালা ট্যাঙ্ক

১৮) ভারতের বৃহত্তম গুরুদ্বার – স্বর্ণ মন্দির, অমৃতসর

১৯) ভারতের বৃহত্তম স্টেডিয়াম – নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গুজরাট

২০) ভারতের বৃহত্তম চিড়িয়াখানা – কোমাডো ড্রাগনও (বিশ্বের বৃহত্তম ভারতে গড়ে উঠতে চলেছে)

২১) ভারতের বৃহত্তম স্তূপ – সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ

২২) ভারতের বৃহত্তম মরুভূমি – থর, রাজস্থান

২৩) ভারতের বৃহত্তম তারামণ্ডল – বিড়লা তারামণ্ডল

২৪) ভারতের বৃহত্তম রেল স্টেশন – ভিক্টোরিয়া টারমিনাস

২৫) ভারতের বৃহত্তম বিমানবন্দর – মুম্বাই বিমানবন্দর

২৬) ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা – ভিলাই

২৭) ভারতের বৃহত্তম বাজার – নিউ মার্কেট, কলকাতা

২৮) ভারতের বৃহত্তম কারাগার – তিহার জেল, দিল্লি

২৯) ভারতের বৃহত্তম গ্রন্থাগার – ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা

৩০) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া

৩১) ভারতের বৃহত্তম শৈলাবাস – সিমলা, হিমাচল প্রদেশ

৩২) ভারতের বৃহত্তম বদ্বীপ – সুন্দরবন

৩৩) ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় – কলকাতা বিশ্ববিদ্যালয়

৩৪) ভারতের বৃহত্তম তেল শোধনাগার – জামনগর, গুজরাত

৩৫) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ – চিল্কা, ওড়িশা

৩৬ ) ভারতের বৃহত্তম জলপ্রপাত – গেরসোপ্পা, কর্ণাটক

৩৭) ভারতের বৃহত্তম হ্রদ – উলার হ্রদ, কাশ্মীর

৩৮) ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা – ভাকরা-নাঙ্গাল

৩৯) ভারতের বৃহত্তম মেলা – কুম্ভ মেলা

৪০) ভারতের বৃহত্তম পশু মেলা – শোনপুর, বিহার


ভারতের উচ্চতম ---


৪১) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ – গডউইন অস্টিন

৪২) ভারতের উচ্চতম অট্টালিকা – বিকাশ মিনার, নতুন দিল্লি

৪৩) ভারতের উচ্চতম বিমান বন্দর – লেহ, লাডাক

৪৪) ভারতের উচ্চতম মন্দির - মীনাক্ষী মন্দির, মাদুরাই

৪৫) ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ – অশোক স্তম্ভ, সারনাথ

৪৬) ভারতের উচ্চতম বাঁধ – তেহেরি বাঁধ

৪৭) ভারতের উচ্চতম স্তম্ভ – কুতুব মিনার

৪৮) ভারতের উচ্চতম তোরণদ্বার – বুলন্দ দরওয়াজা

৪৯) উচ্চতম উচ্চতম রেল স্টেশন – ঘুম, দার্জিলিং

৫০) ভারতের উচ্চতম স্তূপ – সাঁচি স্তূপ


ভারতের দীর্ঘতম ---


৫১) ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপথ – জওহর টানেল

৫২) ভারতের দীর্ঘতম নদী সেতু – মহাত্মা গান্ধি সেতু

৫৩) ভারতের দীর্ঘতম পর্বতমালা – হিমালয়

৫৪) ভারতের দীর্ঘতম গুহা মন্দির – ইলোরা

৫৫) ভারতের দীর্ঘতম গুহা – অমরনাথ, জম্মু ও কাশ্মীর

৫৬) ভারতের দীর্ঘতম খাল – ইন্দিরা গান্ধি খাল , রাজস্থান

৫৭) ভারতের দীর্ঘতম সেতু – ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা-সাদিয়া সেতু

৫৮) ভারতের দীর্ঘতম ময়দান – গড়ের মাঠ, কলকাতা

৫৯) ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু – হাওড়া ব্রিজ

৬০) ভারতের দীর্ঘতম রেলপথ – উত্তর রেলপথ

৬১) ভারতের দীর্ঘতম বাঁধ – হিরাকুঁদ বাঁধ

৬২) ভারতের দীর্ঘতম হাইওয়ে – NH 44, শ্রীনগর থেকে কন্যাকুমারী

৬৩) ভারতের দীর্ঘতম গিরিপথ – খাইবার গিরিপথ

৬৪) ভারতের দীর্ঘতম নদী – গঙ্গা, ২৫১০ কিমি

৬৫) ভারতের দীর্ঘতম হিমবাহ – সিয়াচেন


ভারতের সর্বাপেক্ষা বেশি ---


৬৬) ভারতের সর্বাপেক্ষা বেশি দিন মুখ্যমন্ত্রী – পবন চামলিং

৬৭) ভারতের সর্বাপেক্ষা বেশি জনাকীর্ণ শহর – মুম্বাই

৬৮) ভারতের সর্বাপেক্ষা বেশি শিক্ষিতের হার – কেরল

৬৯) ভারতের সর্বাপেক্ষা কাগজ কল – পশ্চিমবঙ্গ

৭০) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বত – আরাবল্লি।।

Wbp | kolkata police Gk Class | gk class pdf download | West Bengal police Wbp | kolkata police Gk Class | gk class pdf download | West Bengal police Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২২, ২০২১ Rating: 5

Wbp অধ্যায়ভিত্তিক Gk & Ca Class হুবাহু 100% কমন যোগ্য প্রশ্ন উত্তর | wbssc Group D Mock test

Karmasandhan Recruitment আগস্ট ২০, ২০২১


০১. আমার স্বপ্নের ভারত (The India of my dreams) কে বলেছিলেন? ➟ডঃ আব্দুল কালাম।


০২. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন? ➟গান্ধিজি।


০৩. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? ➟ স্বামী দয়া নন্দ সরস্বতী।


০৪. আর্যসমাজ কত সালে ‘সারা ভারত শুদ্ধি সভা’ গঠন করেন? ➟ ১৮৭৭


০৫. আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন? ➟ নরেন গোঁসাই।


০৬. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে? ➟ স্যার সৈয়দ আহমদ্ খান।


০৭. আলীগড় কলেজের প্রথম অধক্ষ্য কে ছিলেন? ➟ স্যার থিওডর বেক।


০৮. আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯০৫ খ্রিঃ।


০৯. আসামে সার্বজনিক সভা কে গঠন করেন? ➟ জগন্নাথ বড়ুয়া।


১০. আসামের কোন্ অঞ্চল গণভোটের মাধ্যমে পুর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়? ➟ সিলেট।


১১. আসামের কোন কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়? ➟ লুসাই পাহাড়, উত্তর কাছার, গারো পাহাড়, খাসি, জয়ন্তিয়া পাহাড়।


১২. আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ➟গোপী নাথ বরদলই।


১৩. ইউনিয়ন অব ডেথ কী? ➟ একটি সন্ত্রাসবাদী দল।


১৪. ইউরোপের কোন্ দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয়? ➟ ইতালিতে।


১৫. ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয়? ➟ তুরস্ক।


১৬. ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন? ➟ রমেশচন্দ্র দত্ত


১৭. ইকবাল কে ছিলেন? ➟ একজন উর্দু কবি, যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন।


১৮. ইটালি কবে আবিসিনিয়া দখল করেন? ➟ ১৯৩৬ খ্রিঃ।


১৯. ইতালিতে কার্বোনারি দলের প্রতিষ্ঠাতা কে? ➟ ম্যাৎসিনি।


২০. ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ➟ ড. বি. আর আম্বেদকর।


২১. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? ➟ শ্যামজি কৃষ্ণ বর্মা।


২২. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে? ➟ সুর্য্যসেন।


২৩. ইন্দো চীনের বর্তমান নাম কী? ➟ ভিয়েতনাম।


২৪. ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি? ➟ ড. সুকর্ন।


২৫. ইয়ং ইটালি কে গঠন করেন? ➟ম্যাৎসিনি ।


২৬. ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? ➟ লালালাজপত রায়।


২৭. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? ➟ মহাত্মা গান্ধি।


২৮. ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কী? ➟পার্থেনন ।


২৯. ইয়ংবেঙল কাদের বলা হয়? ➟ ডিরজিওর অনুগামীদের।


৩০. ইয়ংবেঙল দল কে গঠন করেন? ➟ ডিরোজিও।


৩১. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ➟ ১৯৪৫ খ্রিঃ।


৩২. ইল দুচে কার উপাধি ছিল? ➟ মুসোলিনি।


৩৩. ইলবার্ট বিল কে চালু করেন? ➟ স্যার ইল্বার্ট।


৩৪. ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো। ➟ বর্ণপরিচয়।


৩৫. উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়? ➟ রাজা রামমোহন কে।


৩৬. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? ➟ ১৭৮৪ খ্রিঃ।


৩৭. এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? ➟ স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৪ খ্রিঃ।


৩৮. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? ➟ নাগপুর অধিবেশনে।


৩৯. কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়? ➟ বোম্বাই অধিবেশনে।


৪০. কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ➟ বদরুদ্দিন তায়েবজ়ি।


৪১. কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে? ➟ দাদাভাই নৌরজি


৪২. কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? ➟ ১৯১১ খ্রিঃ।


৪৩. কত খ্রিষ্টাব্দে ‘অসম এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯০৫


৪৪. কত খ্রিষ্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? ➟ ১৮৩৫ খ্রিঃ।


৪৫. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? ➟ ১৯৭২ খ্রিঃ।


৪৬. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয়? ➟ ১৯৫১-৫২ খ্রি।


৪৭. কত খ্রিষ্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল? ➟ ১৯১৮খ্রিঃ।


৪৮. কত খ্রিষ্টাব্দে মন্তেগু চেমস্ফোর্ট সংস্কার আইন পাশ হয়? ➟ ১৯১৯ খ্রিঃ।


৪৯. কত খ্রিষ্টাব্দে মনিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? ➟ ১৯৭২ খ্রিঃ।


৫০. কত খ্রিষ্টাব্দে রিফরম্ অ্যাক্ট চালু হয়? ➟ ১৮৩২ খ্রিঃ।


৫১. কত খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? ➟ ১৮২৯ খ্রিঃ।


৫২. কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? ➟ ১৮৮২ খ্রিঃ


৫৩. কত খ্রিস্টাব্দে মণ্টেগো চেমসফোর্ট্ সংস্কার আইন পাশ হয়? ➟ ১৯১৯খ্রিঃ।


৫৪. কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯১৩ খ্রিঃ।


৫৫. কত সালে নৌ বিদ্রোহ ঘটে? ➟ ১৯৪৬ খ্রিঃ।


৫৬. কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়? ➟ ১৯১৪-১৯১৮ খ্রিঃ।


৫৭. কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়? ➟ ১৯০৫ খ্রিঃ


৫৮. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯০৬ খ্রিঃ ১৬ই অক্টোবর।


৫৯. কবে কাদের মধ্যে মিউনিখ চুক্তি সম্পাদিত হয়? ➟ মুসোলিনির উদ্যোগে এংলান্দ-ফ্রান্স-জার্মানির মধ্যে।


৬০. কবে কার সভাপতিত্বে কংগ্রেসের ৩য় অধিবেশন অনুষ্ঠিত হয়? ➟ বদরুদ্দিন তায়েবজি, ১৮৮৭খ্রিঃ।
 

Wbp অধ্যায়ভিত্তিক Gk & Ca Class হুবাহু 100% কমন যোগ্য প্রশ্ন উত্তর | wbssc Group D Mock test Wbp অধ্যায়ভিত্তিক Gk & Ca Class হুবাহু 100% কমন যোগ্য প্রশ্ন উত্তর | wbssc Group D Mock test Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২০, ২০২১ Rating: 5

ভারতে ডায়নোমিক্স ট্রেনিং দিয়ে অফিসার ও ম্যানেজার নিয়োগ করা হচ্ছে // government jobs 2021

Karmasandhan Recruitment জুলাই ০৯, ২০২১



 চাকরি প্রার্থীদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ডায়নোমিক্মি  ম্যানেজার   ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন


মোট শূন্যপদ : 46 টি


পদের নামGeneral Manager (HR) ,Deputy General Manager (New Projects),Medical Officer ,Asst. Manager (Safety) ,MT (Electronics) ,MT (Mechanical) ,MT (Electrical) ,MT (Civil) ,MT (Computer Science) ,MT (Optics) ,MT (Business Development) ,MT (Finance) ,MT (HR) 


শিক্ষাগত যোগ্যতা :  স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের first-class ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ডিগ্রী  সবকটি পদের ক্ষেত্রে অন্তত গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ থাকতে হবে


মাসিক বেতন : ম্যানেজার পদে 1,00,000 – 2,60,000 টাকা   ডেপুটি জেনারেল ম্যানেজার পদে 80,000 – 2,20,000 টাকা 


আবেদন ফি :  500 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি লাগবে না


আবেদনের পদ্ধতি :  অনলাইনের মাধ্যমে আবেদন করতে অনলাইনে আবেদন করা যাবে আগামী 23 শে জুলাই রাত 11 টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন


আবেদনের লিংক  : https://i-register.in/kesarreg0621/Home.aspx#no-back-button


বিজ্ঞপ্তির লিংক  ; https://i-register.in/kesarreg0621/Documents/Final_Recrutitment_Advertisement_2021-2.pdf


 টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials


ভারতে ডায়নোমিক্স ট্রেনিং দিয়ে অফিসার ও ম্যানেজার নিয়োগ করা হচ্ছে // government jobs 2021 ভারতে ডায়নোমিক্স ট্রেনিং দিয়ে অফিসার ও ম্যানেজার নিয়োগ করা হচ্ছে // government jobs 2021 Reviewed by Karmasandhan Recruitment on জুলাই ০৯, ২০২১ Rating: 5

রাষ্ট্রীয় ইস্পাত কারখানা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে // steel plant apprentice vacancy 2021

Karmasandhan Recruitment জুন ৩০, ২০২১

 



চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাষ্ট্রীয় ইস্পাত লিমিটেড তরফ থেকে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে


মোট শূন্যপদ : 319 টি 


পদের নাম :  টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডিং গ্যাস এন্ড ইলেকট্রিক, মেকানিক ,মেনটেনেন্স, ইলেকট্রিশিয়ান, মেকানিকাল এন্ড ইয়ার কন্ডিশন, ও মেকানিক ডিজেল কম্পিউটার অপারেটর, এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট


শিক্ষাগত যোগ্যতা :  আইটিআই পাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এন সি ভি টি শার্ট ও অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে 


ট্রেনিং এর সময়সীমা : 1  বছর অ্যাপ্রেন্টিস এক নিয়ম অ্যাক্টের অনুযায়ী স্টাইপেন্ড দেয়া হবে


বয়স সীমা :  18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই অক্টোবর 2020 তারিখ হিসাবে  সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে 


আবেদন ফি :  200 টাকা সঙ্গে জিএসটি তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা এবং জিএসটি বাবদ টাকা ফেরত দেয়া হবে


আবেদনের পদ্ধতি :  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 17 ই জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত


ওয়েবসাইটের লিংক : https://www.vizagsteel.com//


বিজ্ঞপ্তি লিংক : https://www.vizagsteel.com/code/tenders/Advt%20Apprentices.pdf


টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials


রাষ্ট্রীয় ইস্পাত কারখানা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে // steel plant apprentice vacancy 2021 রাষ্ট্রীয় ইস্পাত কারখানা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে // steel plant apprentice vacancy 2021 Reviewed by Karmasandhan Recruitment on জুন ৩০, ২০২১ Rating: 5

স্বাস্থ্য সাথী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (west bengal swasthya sathi recruitment 2021)

Karmasandhan Recruitment মে ৩০, ২০২১

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর  স্বাস্থ্য সাথী প্রকল্পে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন

পদের নাম  : ডিসটিক কো-অর্ডিনেটর

মোট শূন্যপদ : 1টি

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সাইন্স  এবং  স্নাতক হতে হবে ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ডিপ্লোমা এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীদের


মাসিক বেতন : 28 ,662 টাকা

বয়সসীমা : 18- 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1.2021 তারিখ অনুযায়ী

আবেদনের পদ্ধতি :  অনলাইনের মাধ্যমে  আবেদনের শেষ তারিখ 15 .6 .2021তারিখ

নিয়োগ করা হবে :  হুগলি জেলা 


ওয়েবসাইটের লিংক : https://hooghly.nic.in/

বিজ্ঞপ্তি লিংক : https://cdn.s3waas.gov.in/s3aff1621254f7c1be92f64550478c56e6/uploads/2021/05/2021052264.pdf

টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials



স্বাস্থ্য সাথী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (west bengal swasthya sathi recruitment 2021) স্বাস্থ্য সাথী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (west bengal swasthya sathi recruitment 2021) Reviewed by Karmasandhan Recruitment on মে ৩০, ২০২১ Rating: 5

West Bengal police mock test general science | wbp free pdf | Sumanjob.in

Karmasandhan Recruitment মে ২১, ২০২১

1) কোন যন্ত্রের সাহায্যে জলের নিচের তল দেখা যায়?

উত্তর - হাইগ্রোস্কোপ।


2) একটি বিদেশি মাছের নাম বলো?

উত্তর - তেলাপিয়া। 


3) কোন শ্রেণির প্রাণীর দেহে সরলতম হৃৎপিন্ড রয়েছে?

উত্তর - মাছ।


4) বাঘ মশা কোন মশা কে বলে?

উত্তর - এডিস মশা।


5) র‍্যাফাইড পাওয়া যায় এই রকম দুটি সব্জির নাম কি?

উত্তর - কচু, ওল।


6) কার্ল লিনিয়াস কত সালে ' Genera Plantarum' রচনা করেন? 

উত্তর - 1737 সালে।


7) কোন প্রোটোজোয়ার সবচেয়ে বেশি ক্রোমোজোম আছে?

উত্তর - Aulacantha, 1600 টি।


8) স্ত্রী ও পুরুষের মধ্যে কাদের টিউবেকটোমি করা হয়?

উত্তর - মহিলাদের।


9) একটি আমারিকান মুরগির ব্রিডের নাম কি?

উত্তর - রোড আইল্যান্ড রেড।


10) জীবাণুর ক্রিয়ার মৃত পাতা কীসে পরিনত হয়? 

উত্তর - হিউমাসে ( humus)।


11) চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়?

উত্তর - লাইসোজোম। 


12) মাইনর কার্প মাছের দুটি উদাহরণ কি?

উত্তর - বাটা ও পুঁটি।


13) TYMV এর 'T' এর অর্থ কি?

    উত্তর - Turnip.


14) বাণিজ্যিক কাঠ কোন গোত্রভুক্ত উদ্ভিদ থেকে পাওয়া যায়?

উত্তর - সোলানেসি ( solanaceae)।


15) কোন পতঙ্গ জলে ডিম পাড়ে?

উত্তর - ড্রাগন ফ্লাই। 


16) স্বাধীনভাবে ভাসমান জলজ মূলবিহীন উদ্ভিদ কোনটি?

উত্তর - Utricularia Sp.


17) গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মূত্রের pH মান কত?

উত্তর - 7.3 


18) Ginkgo বলতে কি বোঝায়?

উত্তর - জীবন্ত জীবাশ্ম। 


19) কোনটি ' অমরা' নিঃসৃত হরমোন?

উত্তর - হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন (HCG)। 


20) পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়?

উত্তর - কাইটিন।


21) উদ্ভিদ কোষে কীসের পরিমান সবচেয়ে বেশি?

উত্তর - শর্করা।



22) কেলভিন চক্র প্রথম কোন উদ্ভিদে আবিষ্কার হয়?

উত্তর - ক্লোরেল্লা।


23) জন্ডিসের সময় বেড়ে যাওয়া বিলিরুবিন কোথা থেকে উৎপণ্ণ হয়?

উত্তর - হিমোগ্লোবিন। 


24)তরুনাস্থির কোশ কোনটি?

উত্তর - Chondrocyte.


25) স্তন্যপায়ী প্রাণী দের ক' ধরনের দাঁত থাকে?


উত্তর - 4 ধরনের।

West Bengal police mock test general science | wbp free pdf | Sumanjob.in West Bengal police mock test general science | wbp free pdf | Sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on মে ২১, ২০২১ Rating: 5

Wbp Constable & Lady Constable | Online Mock Test in Bengali Part-3 | Sumanjob.in

Karmasandhan Recruitment মার্চ ২৯, ২০২১

 


আজ তোমাদের কাছে শেয়ার করবো Wbp Constable & Lady Constable | KOLKATA POLICE পরীক্ষার প্রস্তুতির জন্য Online Mock Test in Bengali Part-3  যেটির মধ্যে সিলেবাসভিত্তিক বিষয়াবলী থেকে 20 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে  | তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে নিতে পারবে। 
Wbp Constable & Lady Constable | Online Mock Test in Bengali Part-3 | Sumanjob.in Wbp Constable & Lady Constable | Online Mock Test in Bengali Part-3 | Sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on মার্চ ২৯, ২০২১ Rating: 5

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মক টেস্ট -01 | Wbp Constable & Lady Constable Online Mock Test In Bengali

Karmasandhan Recruitment মার্চ ২৭, ২০২১

আজ তোমাদের কাছে শেয়ার করবো Wbp Constable & Lady Constable | KOLKATA POLICE পরীক্ষার প্রস্তুতির জন্য Online Mock Test in Bengali Part-1  যেটির মধ্যে সিলেবাসভিত্তিক বিষয়াবলী থেকে 20 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে  | তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে নিতে পারবে। 

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মক টেস্ট -01 | Wbp Constable & Lady Constable Online Mock Test In Bengali পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মক টেস্ট -01 | Wbp Constable & Lady Constable Online Mock Test In Bengali Reviewed by Karmasandhan Recruitment on মার্চ ২৭, ২০২১ Rating: 5

জেনারেল নলেজ সমস্ত চাকরির পরীক্ষার প্রশ্ন উত্তর (west bengal gk in bengali)

Karmasandhan Recruitment ফেব্রুয়ারী ২১, ২০২১


 1) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?

উত্তর :আমেদাবাদকে

2) নিম্নে কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত ?

উত্তর : রোম

3) কলকাতা বন্দর এর সহযোগী বন্দর কোনটি ?

উত্তর : হলদিয়া

4) গ্রিসের রাজধানীর নাম কি ?

উত্তর : এথেন্স

5) ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন কে ?

উত্তর :মেগাস্থিনিস

6) আরব সাগরের রানী কাকে বলা হয় ?

উত্তর : কোচীনকে

7) ভারতের গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ করেন ?

উত্তর :চম্পারোনে

8) গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ শুরু করেন কবে

উত্তর : দক্ষিণ আফ্রিকাতে

9) গোলাপি শহর কাকে বলা হয়

উত্তর : জয়পুর কে

10) ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় ?

উত্তর : পুনে

জেনারেল নলেজ সমস্ত চাকরির পরীক্ষার প্রশ্ন উত্তর (west bengal gk in bengali) জেনারেল নলেজ সমস্ত চাকরির পরীক্ষার প্রশ্ন উত্তর (west bengal gk in bengali) Reviewed by Karmasandhan Recruitment on ফেব্রুয়ারী ২১, ২০২১ Rating: 5

মেডিকেল রিসার্চ আইসি এমআরে এসিস্টেন্ট নিয়োগ করছে 80 জনকে( ICMR Assistant )

Karmasandhan Recruitment নভেম্বর ০৯, ২০২০





 ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর তরফ থেকে 80 জনকে এসিস্টেন্ট নিয়োগ করা হবে গ্রুপ বি পদে

শূন্যপদ : 80 টি 

বয়সসীমা: 3  ডিসেম্বর 2020  তারিখে হিসাবে বয়স হতে হবে 30 বছরের মধ্য বয়সে ছাড় পেয়ে যাবে SC/ST/OBC

শিক্ষাগত যোগ্যতা:  যেকোন শাখা থেকে ব্যাচেলর ডিগ্রির সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টে

আবেদনের ফি : 1500  টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও ই ডাবলু এস মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1200  টাকা শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং এর মাধ্যমে ফি দেয়া যাবে

আবেদনের পদ্ধতি :  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগামী 3 ডিসেম্বর পর্যন্ত 

আবেদন করার লিংক : https://www.icmr.gov.in/  

ওয়েবসাইটের লিংক : https://pgimer.edu.in/PGIMER_PORTAL/PGIMERPORTAL/home.jsp

বিজ্ঞপ্তির লিংক : https://cdn.digialm.com//EForms/configuredHtml/2650/68578//Index.html
মেডিকেল রিসার্চ আইসি এমআরে এসিস্টেন্ট নিয়োগ করছে 80 জনকে( ICMR Assistant ) মেডিকেল রিসার্চ আইসি এমআরে এসিস্টেন্ট নিয়োগ করছে 80 জনকে( ICMR Assistant ) Reviewed by Karmasandhan Recruitment on নভেম্বর ০৯, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.