Results for Exam preparation

কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে জেনেনিন?

Karmasandhan Recruitment এপ্রিল ১১, ২০২২



✪ ভিটামিন - A

• রাসায়নিক নাম - রেটিনল

• উৎস : বাঁধাকপি, পাকা আম, টম্যাটো, গাজর, কড ও হাঙর মাছের যকৃত নিঃসৃত তেল

• অভাবজনিত রোগ : রাতকানা, সেরোসিস


✪ ভিটামিন - B1

• রাসায়নিক নাম - থিয়ামিন

• উৎস : ডিমের কুসুম, ঢেঁকিছাটা চাল, বাদাম, ডাল, ফুলকপি, বীট, লেটুস শাক

• অভাবজনিত রোগ : বেরিবেরি, ক্ষুধামান্দ্য, স্নায়ুদৌর্বল্য


✪ ভিটামিন - B2

• রাসায়নিক নাম - রাইবোফ্লাভিন

• উৎস : যকৃত, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নাটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক

• অভাবজনিত রোগ : চেইলোসিস; স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয়, গ্লসাইটিস


✪ ভিটামিন - B3

• রাসায়নিক নাম - নিয়ানিস

• উৎস : ডিমের কুসুম, দানাশস্যের খোসা, মটর, বিন

• অভাবজনিত রোগ : পেলেগ্রা


✪ ভিটামিন - B5

• রাসায়নিক নাম - প্যান্টোথ্যানিক অ্যাসিড

• উৎস : যকৃত, রাঙা আলু, মটর, আখের গুড়

• অভাবজনিত রোগ : ডার্মাটাইটিস, অনিদ্রা, স্নায়ুদৌর্বল্য


✪ ভিটামিন - B6

• রাসায়নিক নাম - পাইরিডক্সিন

• উৎস : দুধ, ডিম, মাছ, মাংস, অঙ্কুরিত শস্য

• অভাবজনিত রোগ : ডার্মাটাইটিস, অ্যানিমিয়া


✪ ভিটামিন - B7

• রাসায়নিক নাম - বায়োটিন

• উৎস : ঢেঁকিছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম

• অভাবজনিত রোগ : বৃদ্ধি ব্যাহত, চর্মরোগ, চুলপড়া


✪ ভিটামিন - B9

• রাসায়নিক নাম - ফোলিক অ্যাসিড

• উৎস : ঢেঁকিছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম

• অভাবজনিত রোগ : বৃদ্ধি ব্যাহত, চর্মরোগ, চুলপড়া


✪ ভিটামিন - B12

• রাসায়নিক নাম - সায়ানোকোবালামিন

• উৎস : মাছ, মাংস, দুধ, ডিম

• অভাবজনিত রোগ : বৃদ্ধি ব্যাহত, পারনিসিয়াস অ্যানিমিয়া


✪ ভিটামিন - C

• রাসায়নিক নাম - অ্যাসকরবিক অ্যাসিড

• উৎস : আমলকী, লেবু, পেয়ারা, মাতৃদুগ্ধ

• অভাবজনিত রোগ : স্কার্ভি


✪ ভিটামিন - D

• রাসায়নিক নাম - আর্গোক্যালসিফেরল ও কোকোক্যালসিফেরল

• উৎস : সূর্য কিরণ, উদ্ভিজ্জ তেল, কড, হ্যালিবাট প্রভৃতি মাছের যকৃতের তেল

• অভাবজনিত রোগ : রিকেট


✪ ভিটামিন - E

• রাসায়নিক নাম - টোকোফেরল

• উৎস : লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম, মাংস

• অভাবজনিত রোগ : বন্ধ্যাত্ব


✪ ভিটামিন - K

• রাসায়নিক নাম - ফাইলোকুইনোন

• উৎস : পালং শাক, টম্যাটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, সয়াবিন, দুধ মাখন, যকৃত, বৃক্ক

• অভাবজনিত রোগ : রক্তক্ষরন বা হেমারেজ


কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে জেনেনিন? কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে জেনেনিন? Reviewed by Karmasandhan Recruitment on এপ্রিল ১১, ২০২২ Rating: 5

চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। bangla current affairs

Karmasandhan Recruitment এপ্রিল ০৬, ২০২২

1) ২০২১ সালের ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতীয় বংশভূতরসায়নবিদের নাম কী?


উত্তর : সুমিতা মিত্র


2)Times Most Desirable Women 2020” এর তালিকায় কে প্রথম স্থান অর্জন করেছে?


উত্তর :   রিয়া চক্রবর্তী


3) আগামী দুই বছরের জন্য নিম্নলিখিত কাকে ভারতীয় রিসার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে পুনরায় নিযুক্ত করা হল?


উত্তর :  এম কে জৈন


4) গাছে আটকে থাকা ওরঙ্গুটানের ছবি তুলে নিম্নলিখিত কে ২০২১ সালের “Nature TTL Photography Awards” জিতেছে?


উত্তর : থমাস বিজয়ন


5) বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর  প্রধান নির্বাহী কর্মকর্তা সিওহিসাবে পুনঃর্নিযুক্ত হলেন কে?


উত্তর :চন্দ্র শেখর ঘোষ


6) 2020 Highest Military Spender তালিকায় ভারতের স্থান কত তম ?


উত্তর : তৃতীয় প্রথম স্থানে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে চীন


7) করোনা ভাইরাসের কারণে 2021 টোকিও অলিম্পিকে অংশ নেবেন না কোন দেশ ?


উত্তর :  উত্তর কোরিয়া


8) প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের উপরে আইন আনছে কোন দেশ ?


উত্তর : নিউজিল্যান্ড


9) ভারতের প্রথম মহিলা হিসাবে মাউন্ট অন্নপূর্ণা জয় করেছিলেন কে ?


উত্তর :প্রিয়াঙ্কা মহীতে


10) মেডিকেল অক্সিজেন পরিবহন এর জন্য অক্সিজেনের এক্সপোর্ট চালু করেন কোন সংস্থা ?


উত্তর :ভারতীয় রেলওয়ে


11) কোন রাজ্য সরকার অক্সিজেনের প্লান্ট গুলিকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেয়ার ঘোষণা করল ?


উত্তর : আসাম সরকার


12) পশ্চিমবঙ্গে নতুন শিক্ষা মন্ত্রী কে ?


উত্তর :ব্রাত্য বসু


daily current affairs,current affairs today,current affairs 2022,today current affairs


চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। bangla current affairs চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। bangla current affairs Reviewed by Karmasandhan Recruitment on এপ্রিল ০৬, ২০২২ Rating: 5

West Bengal Police Last Night suggestion

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ২০, ২০২১


 ৬০. ১৯১৬ সালে হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ অ্যানি বেসান্ত।


৬১. দানসাগর গ্রন্থের রচয়িত

উত্তরঃ বল্লাল সেন।


৬২. গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তরঃ উত্তরাখণ্ড।


৬৩. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ?

উত্তরঃ ১২নং ধারায়। 


৬৪. মালিক কাফুর কে ছিলেন?

উত্তরঃ আলাউদ্দিন খলজির সেনাপতি। 


৬৫. কে প্রথম রোবট আবিস্কার করেন?

উত্তরঃ উইলিয়াম গে ওয়ালটার। 


৬৬. মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে ?

উত্তরঃ হরমোন। 


৬৭. ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ?

উত্তরঃ ২৮০নং ধারা।


৬৮. কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন ? 

উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর। 


৬৯. ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন ?

উত্তরঃ মাদাম কামা। 


৭০. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না ?

উত্তরঃ ২৮নং ধারা।


৭১. আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?

উত্তরঃ সৈয়দ আমেদ খান। 


৭২. কনিষ্কের সভাকবি কে ছিলেন ? 

উত্তরঃ অশ্বঘোষ।


৭৩. ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ?

উত্তরঃ ২৪টি।


৭৪. কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে ?

উত্তরঃ ব্রোমিন।


৭৫. নীলগ্রহ বলা হয় কোন গ্রহকে ?

উত্তরঃ পৃথিবীকে।


৭৬. কত সালে রাওলাট আইন পাস হয় ? 

উত্তরঃ ১৯১৯ সালে।


৭৭. রক্ত শুন্যতা দেখা দেয় কীসের অভাবে ?

উত্তরঃ আয়রনের অভাবে।


৭৮. সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?

উত্তরঃ বুধ।


৭৯. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।


৮০. ব্ল্যাক হোল এর ধারণাটি প্রথম কে দিয়েছিলেন ?

উত্তরঃ আইনস্টাইন। 


৮১. শীতকালীন অলিম্পিক ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে ?

উত্তরঃ মিলানো কর্টিনা, ইতালি।


৮২. জামা মসজিদ কে নির্মান করেন ? 

উত্তরঃ শাহজাহান।


৮৩. ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ রাজা রামমোহন রায়। 


৮৪. থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ বিলিয়ার্ড বা স্নুকার। 


৮৫. টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ ব্যাডমিন্টন।


৮৬. দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন ?

উত্তরঃ আলাউদ্দিন খিলজি। 


৮৭. গৌতমবুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তরঃ বিহার। 


৮৮. ভিটামিন E এর অভাবে হয় ?  

উত্তরঃ বন্ধ্যাত্ব। 


৮৯. দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ ধনুর্বিদ্যা। 


৯০. ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তরঃ ওড়িশা।


৯১. কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় ? 

উত্তরঃ ভিটামিন K এর অভাবে।  


৯২. শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ?  

উত্তরঃ ভিটামিন D এর অভাবে। 


৯৩. জীবাণু বিদ্যার জনক কে ?

উত্তরঃ লুই পাস্তুর। 


৯৪. ব্যাসল্ট শিলা কোন ধরণের আগ্নেয় শিলা ?

উত্তরঃ লাভা শিলা।


৯৫. মরীচিকায় কোন ধরণের প্রতিবিম্ব গঠিত হয় ?

উত্তরঃ অসদবিম্ব।  


৯৬. মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন ?

উত্তরঃ আকবর


৯৭. লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?

উত্তরঃ মঙ্গলকে।


৯৮. পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?

উত্তরঃ শুক্র গ্রহকে।


৯৯. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ উইলিয়াম জোন্স। 


১০০. তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।

West Bengal Police Last Night suggestion West Bengal Police Last Night suggestion Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ২০, ২০২১ Rating: 5

খেলাধুলা সম্বন্ধে কিছু প্রশ্নোত্তর | WBP Question Paper 2021 in Bengali PDF | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | Wbp constable book pdf in bengali 2021

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ১৮, ২০২১


খেলাধুলা সম্বন্ধে কিছু প্রশ্নোত্তর


1. ক্রিকেট খেলার জন্ম কোথায়?

➟ ইংল্যান্ডে


2. ICC প্রতিষ্টিত হয় কখন?

➟ 1909


3. প্রথম অলিম্পিক খেলা শুরু হয়

➟ 776 খ্রিঃ পূর্বাব্দ


4. আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার

➟ ব্যারন পিয়ের দ্য কুবার্তিন


5. অলিম্পিকের প্রতিক

➟ পাঁচটি রঙিন বৃত্ত, যা পাঁচটি মহাদেশের মধ্যে পারস্পারিক সমন্বয় নির্দেশ করে


6. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?

➟ রাঁচি


7. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?

➟ ফুটবল


8. প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন?

➟ রঞ্জিত সিং


9. একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন?

➟ ভিভ রিচার্ডস


10. যে ব্যক্তিকে 'ভারতের উরন্ত শিখ' বলা হয়

➟ মিলখা সিং


11. প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়?

➟ 1930 সালে


12. হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল

➟ কমস


13. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

➟ দিল্লিতে


14. পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল

➟ গ্রিসে


15. আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়?

➟ 1896 সালে


16. ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত?

➟ 22 গজ


17. ফুটবল গোলপোস্টের উচ্চতা কত?

➟ 8 ফুট


18. বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?

➟ ইংল্যান্ডে


19. হকি খেলার প্রচলন কোন দেশে?

➟ ইংল্যান্ডে


20. দাবা খেলার প্রচলন কোন দেশে?

➟ ভারতে


বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের নাম



ক্রীড়াক্ষেত্র

খেলা

1. ফিল্ড ফুটবল, হকি, ক্রিকেট

2. রিং বক্সিং, রেসলিং

3. রিঙ্ক আইস হকি, স্কেটিং

4. কোর্ট ব্যাডমিন্টন, টেনিস, বাস্কেটবল, ভলিবল, কবাডি, হ্যান্ডবল

5. ডায়মন্ড বেসবল

6. পিচ রাগবী

7. ম্যাট জুডো

8. কোর্স গলফ

9. এরেনা হর্ষ রেসিং


বিভিন্ন খেলায় খেলোয়াড়দের সংখ্যা


1. ব্যাডমিন্টন, টেনিস → 1 বা 2 জন

2. বেস বল → 9 জন

3. রাগবি → 15 জন

4. ক্রিকেট, ফুটবল, হকি → 11 জন

5. পোলো → 4 জন

6. ওয়াটার পোলো → 7 জন

7. কবাডি → 7 জন

8. ভলিবল → 6 জন

9. মহিলা বাস্কেটবল → 6 জন

10. পুরুষ বাস্কেটবল → 5 জন

11. ব্রিজ → 2 জন

12. নেটবল → 7 জন



খেলার সঙ্গে সম্পর্কিত শব্দসমূহ


✔️ ফটবল

⇒ অ্যাটাকার, ব্যাক হিল, সেন্টার স্পট, কর্নার কিক, ক্রস, ডিফেন্ডার, ড্রপ কিক, ডেড বল, ফ্রি কিক, গোল লাইন, গোল মাউথ, গোল কিক, পেনাল্টি কিক, রেড কার্ড, স্লাইডিং ট্যাকল, স্ট্রাইকার, সুইপার, সাডেন ডেথ।


✔️ করিকেট

⇒ আর্ম বল, বাউন্সার, ইয়র্কার, গুগলি, মেডেন ওভার, ক্রিজ, বাই, অফস্পিন, লেগস্পিন, ওয়াইড,নো বল, লেগ বাই, ওভার বাউন্ডারি, এল বি ডব্লিউ, চায়নাম্যান, সুইপ, স্কোয়ার কাট, স্কোয়ার ড্রাইভ, রিভার্স সুইং।


✔️ হকি

⇒ বুলি, ফ্লাগরান্ট ফাউল, ফ্রি হিট, পেনাল্টি স্ট্রোক, পেনাল্টি কর্নার, স্কুপ, আন্ডার কাটিং।


✔️ পোলো

⇒ বাঙ্কার, হ্যান্ডিকাপ, চাকার, ম্যালেট


✔️ বিলিয়ার্ডস

⇒ ক্যানন, কিউ, পট, স্পাইডার।


✔️ সাতাড়

⇒ বডি রোল, বাটারফ্লাই, গ্লাইড, ক্রল, ব্রেস্টস্ট্রোকস, ডলফিন কিক, স্প্রিং, টাম্বল।


✔️ দাবা

⇒ বিশপ, বাইন্ড, ক্যাসলিং, চেক,চেকমেট, ডিকয়, ডেসপেরাডো, ফ্ল্যাঙ্ক, ফর্ক, গ্যাম্বিট, কিং, কুইন, নাইট, পন, রুক, স্টেলমেট।


✔️ বক্সিং

⇒ কাট, হুক, জ্যাব, সেকেন্ডস আউট, র‍্যাবিট পাঞ্চ, নক অউট।


✔️ ভলিবল

⇒ ব্লকিং, ডাবলিং, হোল্ডিং, ব্যাক জোন, পাসিং, সেন্টার লাইন, স্পাইকিং, স্মাশ।


✔️ বেসবল

⇒ পিঞ্চিং, হোম রান,বেস রানার।


✔️ গলফ

⇒ অ্যালব্যাট্রস, ব্যাক লাইন, ব্যাকস্পিন, বার্ডি, বোগি, ক্যাডি, ডবল বোগি, ডবল ইগল, ইগল, ফোরসাম, নিবলিক।


✔️ বরিজ

⇒ হার্টস, ডায়মন্ডস, ডামি, নো ট্রাম্প, বিড, স্যুট, রাবার।


✔️ ঘোড়দৌড়

⇒ ডেড হিট, ড্রাইভিং, জকি, পান্টার।


✔️ টেনিস

⇒ এস, অ্যাড কোর্ট, অ্যাঙ্গেল গেম, এ টি পি, ব্যাকহ্যান্ড, ব্যাকস্পিন, বেস লাইন, ক্রস কোর্ট, ডবল ফল্ট, ফোরকোর্ট, অ্যাডভান্টেজ, ডেড রাবার, ড্রপ শট, ফোর হ্যান্ড, লাব, সার্ভ, ম্যাচ পয়েন্ট, সেট পয়েন্ট, আনফোর্সড এরর।


✔️ টেবিল টেনিস

⇒ ব্যাকহ্যান্ড, ব্যাকস্পিন, কাউন্টার হিটিং, ক্রস কোর্ট, ড্রপ শট, সার্ভ, সার্ভিস, স্ট্রোক, টুইডল, টোয়ার্ইল, স্ম্যাস।


✔️ বাস্কেটবল

⇒ অ্যালে-উপ, বাজার বিটার, চেরি পিকিং,ফ্রর্ন্ট কোর্ট, ফাস্ট ব্রেক, ফিল্ড গোল, রিবাঊন্ড, হেল্ড বল, স্টিল, ট্রিপল থ্রেট।


✔️ কস্তি

⇒ পিন ডাউন, ল্যান্ড লক, ফ্রিস্টাইল, হাফ, নেলসন, ফ্লাইওয়েট, হিভ, রিফার্জ।


✔️ বযাডমিন্টন

⇒ অ্যালে, অ্যাটাকিং ক্লিয়ার, ব্যাকহ্যান্ড, ক্যারি, ড্রপশট, ফোরকোর্ট, ব্যাককোর্ট, ফোরহ্যান্ড, ফ্লিক, শাটল কক, লেট, কিল, স্ম্যাশ, উন্ড শট, লং সার্ভ।

খেলাধুলা সম্বন্ধে কিছু প্রশ্নোত্তর | WBP Question Paper 2021 in Bengali PDF | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | Wbp constable book pdf in bengali 2021 খেলাধুলা সম্বন্ধে কিছু প্রশ্নোত্তর | WBP Question Paper 2021 in Bengali PDF | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf | Wbp constable book pdf in bengali 2021 Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৮, ২০২১ Rating: 5

ভূগোলের 75 টি প্রশ্ন ও উত্তর 🎯 Wbp Last Night Suggestions 2021

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ১৭, ২০২১

1) ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম– *লুনী ও মাহি।*


২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম– *সিকিম 



৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত– *ভানুগালু* ( তুরষ্ক) ।


৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়– *নীলগিরি পার্বত্য অঞ্চলে।*


৫. রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত– *তামিলনাড়ু।*


৬. খাদার কী– *নবীন পলিমাটি।*


৭. ভাঙ্গার কী — *প্রাচীন পলিমাটি।*


৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়– *জেমু হিমবাহ।*


৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি– *ব্যবচ্ছিন্ন।*


১০. কোন মেঘে বৃষ্টি হয়– *নিম্বাস।*


১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই– *কলকাতা।*


১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়– *অয়ন বায়ু।*


১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়– *স্ট্র্যাটোকিউমুলাস।*


১৪. টাইফুন কোথায় দেখা যায়– *চিন ও জাপান উপকুলে।*


১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়– *পশ্চিম ভারতে।*


১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়– *ভারত ও বাংলাদেশ।*


১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়– *মার্কিন যুক্তরাষ্ট্রে।*


১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি– *চিল্কা।*


১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত– *মণিপুরে।*


২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত– *রাজস্থান।*


২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত– *জম্বু ও কাশ্মীর।*


২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত– *তামিলনাড়ু।*


২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি– *ডাল।*


২৪. পূর্ব রেল পথের সদর কোথায়– *কলকাতা।*


২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়– *পাললিক শিলায়।*


২৬. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে– *ধ্রিয়ান।*


২৭. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম– *ইন্দিরা পয়েন্ট।*


২৮. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে– *এিপুরা।*


২৯. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে– *সুবর্ণরেখা।*


৩০.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায়– *গির অরণ্যে।*(Gujarat)


৩১. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত– *হিমাচল প্রদেশ।*


৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে– *সিকিম।*


৩৩. কালিকটের পরিবর্তিত নাম– *কোঝিকোড়।*


৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত– *ডেকানট্র্যাপ।*


৩৫. গাড়ো পাহাড়ের সবোচ্চ শৃঙ্গের নাম– *নকরেক।*


৩৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ — *মহেন্দ্রগিরি।*


৩৭. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে– *সাসার।*


৩৮. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি– *কলসুবাই।*


৩৯. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী– *পূর্না।*


৪০. ভারতে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোন রাজ্য আছে– *মহারাষ্ট্রে।*


৪১. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলাধের দিন- রাত্রি সমান হয়– *২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।*


৪২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম– *আরাবল্লী।*


৪৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র– *ছত্তিশগড়ের ভিলাই।*


৪৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম– *গুজরাট।*


৪৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম– *হিরাকুঁদ।*


৪৬. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ– *মাজুলি দ্বীপ।*


৪৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ– *সান্দাকফু।*


৪৮. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম– *ময়ুরাক্ষী।*


৪৯.ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার– *জামনগর।*


৫০.ক্ষুদ্রতম কেন্দ্রশাষিত অঞ্চল– *লাক্ষাদ্বীপ।*


৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত- *Kunchikol।*


৫২. ভারতের প্রথম সূর্যোদয় হয়– *অরুণাচল প্রদেশ।*


৫৩. লাক্ষ্মদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ — *মিনিকয়।*


৫৪. ভারতে সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক পথ — *খারদুংলা সড়ক।*


৫৫. ভারতের গভীরতম বন্দর — *বিশাখাপত্তনম।*


৫৬. বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম– *টর্নেডো।*


৫৭.নাসিকের কুম্ভমেলা কোন নদীর তীরে হয়– *গোদাবরী।*


৫৮. মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম– *বেলেডোনিয়া।*


৫৯.ভারতে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ– *লাক্ষাদ্বীপ।*


৬০. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র — *সিদ্রাপং।*


৬১. বিশ্বের জনবহুল শহর কোনটি– *টৌকিও।*


৬২. যে মহাকাশ যানে মানুষ প্রথম চাঁদে পর্দাপন করে তার নাম– *অ্যাপেলো।*


৬৩. মাদুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত– *তামিলনাড়ু।*


৬৪. প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ — *মাদাগাস্কার।*


৬৫. নাথিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত– *সিকিম।*


৬৬.অাঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত– *কম্বোডিয়া।*


৬৭. মধুবনী শিল্প কোন রাজ্যে– *বিহার।*


৬৮.কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাত সৃষ্টি হয়েছে– *কলোরাডো।*


৬৯.পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি– *গ্রেট ব্যারিয়ার রিফ।*


৭০. বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায়– *আমাজন অববাহিকায়।*


৭১. আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত– *চিলি।*


৭২. গোবি মরু ভুমিটি অবস্থিত– *মঙ্গোলিয়ায়।*


৭৩. পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কী– *আকাশগঙ্গা।*


৭৪ বিশ্বের সবচেয়ে দুষিত শহর– *মেস্কিকো।*


৭৫. ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে বলে– *সুনামি*

ভূগোলের 75 টি প্রশ্ন ও উত্তর 🎯 Wbp Last Night Suggestions 2021 ভূগোলের 75 টি প্রশ্ন ও উত্তর 🎯 Wbp Last Night Suggestions 2021 Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৭, ২০২১ Rating: 5

কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - WBP Last Night Suggestions

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ১৭, ২০২১

              


1.সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন?


 উঃ 2012 সালে।


2.বিশ্বের কোন দেশ সর্বপ্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করলো? 


উঃ চীন।


3.গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? 


উঃ শ্রীগুপ্ত।


4.জৈনদের 24 তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? 


উঃ মহাবীর।


5.কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? 


উঃ 323 খ্রীষ্টপূর্বাব্দে।


6.সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? 


উঃ হরিষেণ।


7.গঙ্গা নদীর দূষণ রোধ করতে বিশ্বব্যাংক ভারতকে কত আর্থিক সাহায্য দিচ্ছে? 


উঃ 400 মিলিয়ন ডলার।


8.কার জন্মদিন উপলক্ষে 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালিত হয়? 


উঃ বিধানচন্দ্র রায়


9.ভারতে ইক্তা প্রথার প্রবর্তন কে করেন? 


উঃ ইলতুৎমিস।


10.চৈনিক পর্যটক ফা-হিয়েন কার সময় ভারতে আসেন? 


উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।


11.আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 


Ans- ২১ জুন।


12.তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছিল? 


Ans- ২০১৪ সালের ২ জুন।


13.ভারতের তোতাপাখি কাকে বলা হয়?


 উঃ আমির খসরুকে।


14.সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন? উঃ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার।


15.সম্প্রতি কোন দেশ শিল্প ও চিকিৎসার জন্য গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল?


 Ans- লেবানন।


16.জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়?


 Ans- ২৪ এপ্রিল।


17.শেষ মোগল সম্রাট কে ছিলেন? 


উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।


18.তানসেনের আসল নাম কি? 


উঃ রামতনু পান্ডে।


19.Covid- 19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নম্বর- ১০৭৫


20.বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 


Ans- ২২ মার্চ।


21.কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 


উঃ 1817 খ্রিস্টাব্দে।


22.দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? 


উঃ লর্ড ক্লাইভ।


23.কেন্দ্রীয় সরকার দ্বারা ২০২০ সালের পদ্ম পুরস্কারে মোট কত জনকে পুরস্কৃত করা হয়েছে? 


Ans- ১৪১ জনকে।


24.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়?


 Ans- ২১ ফেব্রুয়ারী।


25.কত সালে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 


উঃ 1931


26.একশালা বন্দোবস্ত চালু করেন কে? 


উঃ 1777 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস।


27.National Youth Day কবে পালিত হয়? 


Ans- ১২ জানুয়ারী।


28.হেপাটাইটিস বি ভাইরাসটি মানবদেহের কোন অঙ্গ কে আক্রমণ করে? 


উঃ যকৃত।


29.SAARC -এর নবীনতম সদস্য দেশ কোনটি? 


উঃ আফগানিস্থান।


30.নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 


উঃ 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি।


31.মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়? 


উঃ হুগো দে ভ্রিস।


32.মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখে?


 উঃ লঘু মস্তিষ্ক।


33.কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি?


 উঃ কৃষ্ণ মৃত্তিকা।


34.দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয়?


 উঃ কোয়েম্বাটুর।


35.গ্যালভানাইজেশন কোন ধাতু দ্বারা করা হয়? 


উঃ জিংক ধাতু।


36.কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? 


উঃ হাইড্রোজেন।


37.ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?


 উঃ মালদ্বীপ।


38.চিপকো আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?


 উঃ 1973


39.কোন বর্ণের আলোর চ্যুতি বেশি? 


উঃ বেগুনি।


40.কোন বর্ণের আলোর চ্যুতি কম? 


উঃ লাল।


41.ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি?


 উঃ তামিলনাড়ুর কালাপক্কম।


42.PSLV পুরো নাম কি? 


উঃ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস।


43.পরমশূন্য উষ্ণতার মান কত? 


উঃ -273℃


44.আতস কাচ কি ধরনের লেন্স?


 উঃ উত্তল লেন্স।


45.চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থান কে কি বলে? 


উঃ সিজিগি।


46.ইরাকের রাজধানীর নাম কি? 


উঃ বাগদাদ।


47.পশ্চিমবঙ্গে কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? 


উঃ ২ টি


48.পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? 


উঃ পশ্চিম বর্ধমান।


49.কাকে ভারতের রূঢ় বলা হয়? 


উঃ দুর্গাপুর।


50.ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র কোনটি? উঃ ঝাড়খণ্ডের ঝরিয়া।


কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - WBP Last Night Suggestions কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - WBP Last Night Suggestions Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৭, ২০২১ Rating: 5

ইতিহাস বিগত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - Gk Class pdf

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ১৪, ২০২১

 


✪ হর্ষাঙ্ক বংশ

➟ হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা - বিম্বিসার

➟ হর্ষাঙ্ক বংশের শেষ সম্রাট - নাগদশক

➟ হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট - অজাতশত্রু


✪ নন্দ বংশ

➟ নন্দ বংশের প্রতিষ্ঠাতা - মহাপদ্মনন্দ

➟ নন্দ বংশের শেষ সম্রাট - ধননন্দ

➟ নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট - ধননন্দ


✪ মৌর্য বংশ

➟ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা - চন্দ্রগুপ্ত মৌর্য

➟ মৌর্য বংশের শেষ সম্রাট - বৃহদ্রথ

➟ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট - অশোক


✪ সাতবাহন বংশ

➟ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা - সিমুক

➟ সাতবাহন বংশের শেষ সম্রাট - যজ্ঞশ্রী সাতকর্নি

➟ সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট - গৌতমীপুত্র সাতকর্নি


✪ কুষান বংশ

➟ কুষান বংশের প্রতিষ্ঠাতা - প্রথম কদফিসেস

➟ কুষান বংশের শেষ সম্রাট - দ্বিতীয় বাসুদেব

➟ কুষান বংশের শ্রেষ্ঠ সম্রাট - কনিষ্ক


✪ গুপ্ত বংশ

➟ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা - শ্রীগুপ্ত

➟ গুপ্ত বংশের শেষ সম্রাট - বিষ্ণুগুপ্ত

➟ গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট - সমুদ্রগুপ্ত


✪ পুষ্যভূতি বংশ

➟ পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা - প্রভাকরবর্মন

➟ পুষ্যভূতি বংশের শেষ সম্রাট - হর্ষবর্ধন

➟ পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট - হর্ষবর্ধন


✪ পাল বংশ

➟ পাল বংশের প্রতিষ্ঠাতা - গোপাল

➟ পাল বংশের শেষ সম্রাট - গোবিন্দপাল

➟ পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট - দেবপাল


✪ সেন বংশ

➟ সেন বংশের প্রতিষ্ঠাতা - হেমন্ত সেন

➟ সেন বংশের শেষ সম্রাট - লক্ষ্মন সেন

➟ সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট - বিজয় সেন


✪ চালুক্য বংশ

➟ চালুক্য বংশের প্রতিষ্ঠাতা - প্রথম পুলকেশী

➟ চালুক্য বংশের শেষ সম্রাট - দ্বিতীয় কীর্তিবর্মন

➟ চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট - দ্বিতীয় পুলকেশী


✪ পল্লব বংশ

➟ পল্লব বংশের প্রতিষ্ঠাতা - সিংহবিষ্ণু

➟ পল্লব বংশের শেষ সম্রাট - অপরাজিত বর্মন

➟ পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট - প্রথম নরসিংহবর্মন


✪ চোল বংশ

➟ চোল বংশের প্রতিষ্ঠাতা - বিজয়ালয় চোল

➟ চোল বংশের শেষ সম্রাট - তৃতীয় রাজেন্দ্র চোল

➟ চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট - প্রথম রাজেন্দ্র চোল


✪ দাস বংশ

➟ দাস বংশের প্রতিষ্ঠাতা - কুতুবউদ্দিন আইবক

➟ দাস বংশের শেষ সম্রাট - মইজউদ্দিন কায়কোবাদ

➟ দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট - ইলতুৎমিস


✪ খলজি বংশ

➟ খলজি বংশের প্রতিষ্ঠাতা - জালালউদ্দিন ফিরোজ খলজি

➟ খলজি বংশের শেষ সম্রাট - কুতুবউদ্দিন মুবারক খলজি

➟ খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট - আলাউদ্দিন খলজি


✪ তুঘলক বংশ

➟ তুঘলক বংশের প্রতিষ্ঠাতা - গিয়াসউদ্দিন তুঘলক

➟ তুঘলক বংশের শেষ সম্রাট - নাসিরউদ্দিন মামুদ শাহ তুঘলক

➟ তুঘলক বংশের শ্রেষ্ঠ সম্রাট - ফিরোজ শাহ তুঘলক


✪ সৈয়দ বংশ

➟ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা - খিজির খাঁ

➟ সৈয়দ বংশের শেষ সম্রাট - আলাউদ্দিন আলম শাহ

➟ সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট - মবারক শাহ


✪ লোদি বংশ

➟ লোদি বংশের প্রতিষ্ঠাতা - বহলুল লোদি

➟ লোদি বংশের শেষ সম্রাট - ইব্রাহিম লোদি

➟ লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট - সিকন্দর লোদি


✪ মুঘল বংশ

➟ মুঘল বংশের প্রতিষ্ঠাতা - বাবর

➟ মুঘল বংশের শেষ সম্রাট - দ্বিতীয় বাহাদুর শাহ

➟ মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট - আকবর


✪ সুর বংশ

➟ সুর বংশের প্রতিষ্ঠাতা - শেরশাহ সুরি

➟ সুর বংশের শেষ সম্রাট - আলিদ শাহ সুরি

➟ সুর বংশের শ্রেষ্ঠ সম্রাট - শেরশাহ

ইতিহাস বিগত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - Gk Class pdf ইতিহাস বিগত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - Gk Class pdf Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৪, ২০২১ Rating: 5

ইতিহাসের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ১৪, ২০২১

 


১)কবে এবং কার নেতৃত্বে ভারতের সর্বপ্রথম পর্তুগিজ বাণিজ্যকুঠি নির্মিত হয়?

উঃ 1500 খ্রিস্টাব্দে, ক্যাব্রালের নেতৃত্বে, কালিকটে।

২)প্রাচ্যদেশে পর্তুগিজ আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উঃআলবুকার্ক।

৩)আলবুকার্ক কবে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেছিলেন?

উঃ1510 খ্রিস্টাব্দে।

৪)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ1600 খ্রিস্টাব্দের 31 শে ডিসেম্বর।

৫)ইংরেজরা ভারতের কোথায় এবং কবে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিলেন?

উঃসুরাট,1613 খ্রিস্টাব্দে।

৬)স্যার টমাস রো কার দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন?

উঃইংল্যান্ডের রাজা প্রথম জেমস,1615 খ্রিষ্টাব্দে।

৭)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ1664 খ্রিস্টাব্দে।

৮)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?

উঃসুরাট,1668 খ্রিস্টাব্দে।

৯)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের দ্বিতীয় বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?

উঃমুসলিপত্তনম,1669 খ্রিস্টাব্দে।

১০)মুর্শিদকুলি খাঁর প্রকৃত নাম কি ছিল?

উঃ মহম্মদ হাদি।১১)মহম্মদ হাদিকে কে মুর্শিদকুলি খাঁ উপাধি দিয়েছিলেন?

উঃ মোগল সম্রাট ঔরঙ্গজেব।

১২)কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে (মকসুদাবাদ) স্থানান্তর করেছিলেন?

উঃমুর্শিদকুলি খাঁ।

১৩)মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়?

উঃপ্রথম বাজিরাও (গ্রান্ট ডাফ অভিহিত করেছেন)

১৪)"হিন্দু-পাদ-পাদশাহী আদর্শ কে প্রচার করেছিলেন?

উঃপ্রথম বাজিরাও

১৫)বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

উঃআয়ার কূট।

১৬)জব চার্নক কবে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করেন?

উঃ1690 খ্রীঃ।

১৭)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার কাছ থেকে প্রথম বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেন?

উঃ1691 খ্রীঃ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসনকর্তা ইব্রাহিম খানের কাছ থেকে।

১৮)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে 1691 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশ বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেন?

উঃ3000 টাকা।

১৯)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলাদেশে দুর্গ নির্মাণ করার অধিকার লাভ করে?

উঃ1696 খ্রিস্টাব্দে।

২০)কলকাতায় ফোর্ট উইলিয়াম কবে এবং কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়?

উঃ1700 খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে।২১)ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়?

উঃ1717 খ্রিস্টাব্দে।

২২)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে মুর্শিদাবাদের টাঁকশাল ব্যবহারের অনুমতি পায়?

উঃ1717 খ্রিস্টাব্দে (ফারুকশিয়ারের ফরমান অনুসারে)।

২৩)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনাকার্টা বা মহাসনদ কাকে বলা হয়?

উঃ1717 খ্রিস্টাব্দের ফারুকশিয়ারের ফরমানকে।

২৪)অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) কাহিনী কে প্রচার করেন?

উঃহলওয়েল।

২৫)সিরাজউদ্দৌলা কবে ইংরেজদের কাশিমবাজার কুটি আক্রমণ করেছিল?

উঃ1756 খ্রিস্টাব্দের 4ঠা জুন।

২৬) কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন?

উঃসিরাজদৌলা (আলীবর্দী খাঁর নাম অনুসারে)।

২৭)সিরাজদৌলা কাকে আলিনগরের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন?

উঃমানিকচাঁদকে।

২৮)পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ 1757 খ্রিস্টাব্দের 23শে জুন; ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজদৌলার মধ্যে।

২৯)পলাশীর যুদ্ধে সিরাজদৌলার কোন কোন সেনাপতি নিহত হয়েছিলেন?

উঃ মোহনলাল এবং মীর মদন।

৩০)মীরজাফরের মৃত্যুর পর কে বাংলার মসনদে বসেছিলেন?

উঃ নজমউদ্দৌলা।৩১)ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?

উঃনানা ফড়নবিশ।

৩২)রাজঘাটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ1806 খ্রিস্টাব্দে, হোলকার ও জর্জ বার্লো।

৩৩)কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটেছিল?

উঃলর্ড হেস্টিংস বা লর্ড ময়রা।

৩৪)স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃহায়দার আলী।

৩৫)1784 ম্যাঙ্গালোরের সন্ধিকে কে "অপমানজনক শান্তি" বলে অভিহিত করেছেন?

উঃ ওয়ারেন হেস্টিংস।

৩৬)কোন রাজ্য আক্রমণকে কেন্দ্র করে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা হয় ?

উঃ ত্রিবাঙ্কুর রাজ্য।

৩৭)অযোধ্যা কবে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করে?

উঃ1801 খ্রিস্টাব্দে।

৩৮)সদাশির ও মলভেরির যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ1799 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (লর্ড ওয়েলেসলি) ও টিপু সুলতান।

৩৯)1814-16 খ্রিষ্টাব্দে সংঘটিত ইঙ্গ-নেপাল যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

উঃঅক্টারলোনি।

৪০)সগৌলির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ1816 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালি নেতা অমর সিং ছাপা।৪১)দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম' যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

উঃ1852 খ্রিস্টাব্দে।

৪২)দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম' যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড ডালহৌসি।

৪৩)রঞ্জিত সিংহকে কে "রাজা" উপাধি দিয়েছিলেন?

উঃআফগানিস্তানের অধিপতি জামান শাহ।

৪৪)রঞ্জিত সিংহ কবে অমৃতসর জয় করেছিলেন?

উঃ1802 খ্রিষ্টাব্দে।

৪৫)"নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ" কাকে বলা হয়?

উঃরঞ্জিত সিংহ।

৪৬)রঞ্জিত সিংহকে কে "নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ" বলে অভিহিত করেছেন?

উঃ ফরাসি পর্যটক ভিক্টর জ্যাকিমোঁ।

৪৭)রণজিৎ সিংহের অর্থমন্ত্রী কে ছিলেন?

উঃদেওয়ান দীননাথ।

৪৮)রঞ্জিত সিং এর মৃত্যুর পর কে সিংহাসনে কে ছিলেন?

উঃখড়্গ সিং।

৪৯)ঝিন্দন কে ছিলেন?

উঃরণজিৎ সিংহের স্ত্রী।

৫০)চিলিয়ানওয়ালার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ1849 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখদের মধ্যে।৫১)কোন যুদ্ধে শিখরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন এবং শিখ রাজ্য পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?

উঃগুজরাটের যুদ্ধ, 1849।

৫২)ভারতের কোন গভর্নর জেনারেল পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃলর্ড ডালহৌসি।

৫৩)আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়?

উঃলর্ড ডালহৌসি।

৫৪)স্বত্ববিলোপ নীতি কে কবে প্রবর্তন করেন?

উঃ লর্ড ডালহৌসি, 1848 খ্রিস্টাব্দে।

৫৫)লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি দ্বারা সর্বপ্রথম কোন দেশীয় রাজ্যটি অধিগ্রহণ করেছিলেন?

উঃসাতারা, 1848 খ্রিস্টাব্দে।

৫৫)লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কবে নাগপুর, করৌলি ও ঝাঁসি অধিগ্রহণ করেছিলেন?

উঃ1854 খ্রীঃ।

৫৬)রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়?

উ1773 খ্রিস্টাব্দে।

৫৪)বাংলার কোন শাসনকালে রেগুলেটিং অ্যাক্ট পাশে হয়েছিল?

উঃলর্ড ওয়ারেন হেস্টিংস।

৫৫)1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃলর্ড নর্থ।

৫৬)"Ruin of Indian Trade and Industries" গ্রন্থটি কে রচনা করেন?

উঃবি.ডি.বসু।

৫৭)বারাণসীতে সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃজোনাথন ডানকান, 1792 খ্রিস্টাব্দে।

৫৮)রাজা রামমোহন রায়কে কে "ভারতীয় জাতীয়তাবাদের জনক" বলে অভিহিত করেছেন?

উঃজহরলাল নেহেরু।

৫৯)রাজা রামমোহন রায়কে কে "আধুনিক ভারতের স্রষ্টা" বলে অভিহিত করেছেন?

উঃস্পার্সিভ্যাল স্পিয়ার।

৬০)তত্ত্ববোধিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর, 1839 খ্রিস্টাব্দে।৫১)কোন যুদ্ধে শিখরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন এবং শিখ রাজ্য পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?

উঃগুজরাটের যুদ্ধ, 1849।৫২)ভারতের কোন গভর্নর জেনারেল পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃলর্ড ডালহৌসি।

৬২)ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী (Traditional Modernizer) কাকে বলা হয়?

উঃ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৬৩)কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী (Traditional Modernizer) বলে অভিহিত করেছেন?

উঃ অমলেশ ত্রিপাঠী।

৬৪) "লোকহিতবাদী" কাকে বলা হয়?

উঃ গোপালহরি দেশমুখ।

৬৫)মহারাষ্ট্রে বিধবা বিবাহ সমিতি কে কবে গঠন করেন?

উঃ বিষ্ণু শাস্ত্রী পন্ডিত,1850 খ্রিস্টাব্দে।

৬৬)"সত্যপ্রকাশ" পত্রিকা কে কবে প্রকাশ করেন?

উঃ করশনদাস(কৃষ্ণদাস) মূলজি,1852 খ্রিস্টাব্দে।

৬৭)ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ লর্ড ওয়েলেসলি, 1800 খ্রিস্টাব্দে।

৬৮)ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কি ছিল?

উঃ এথেনিয়াম।

৬৯) কানপুরে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ নানাসাহেব।

৭০)বেরেলিতে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ খান বাহাদুর খান।৭১)কে সিপাহী বিদ্রোহকে "ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ" বলে অভিহিত করেছেন?

উঃ বিনায়ক দামোদর সাভারকার।

৭২) কোন সনদ আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়?

উঃ 1813 খ্রিস্টাব্দে সনদ আইন।

৭৩) মহারানী ভিক্টোরিয়াকে কবে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়?

উঃ 1877 খ্রিস্টাব্দে।

৭৪)কে ভারতে দেশীয় রাজ্যগুলিকে "ব্রিটিশ সাম্রাজ্যের রক্ষা প্রাচীর" (Bulwark of the Empire) বলে অভিহিত করেছেন?

উঃ ঐতিহাসিক পি.ই.রবার্টস।

৭৫) কে দেশীয় রাজ্যের রাজাদের "ভারতীয় পোশাক পরিহিত ব্রিটিশ রাজকর্মচারী" বলে অভিহিত করেছেন?

উঃ মহত্মা গান্ধী।

৭৬)কে দেশীয় রাজ্যের রাজাদের "ঘরের শত্রু বিভীষণ" বলে অভিহিত করেছেন?

উঃ জহরলাল নেহেরু।

৭৭) ভারত ও আফগানিস্তানের সীমানা "ডুরান্ড লাইন" কি কবে চিহ্নিত করেন?

উঃ 1892 খ্রিস্টাব্দে, স্যার মার্টিন ডুরান্ড।

৭৮)কোন ভাইসরয়ের শাসনকালে ভারত ও আফগানিস্তানের সীমানা "ডুরান্ড লাইন" চিহ্নিত হয়?

উঃ লর্ড ল্যান্সডাউন।

৭৯) কোন সন্ধি দ্বারা তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধের অবসান ঘটে?

উঃ 1919 খ্রিস্টাব্দে, রাওয়ালপিন্ডির সন্ধি।

৮০) গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?

উঃ ভারতে রেলপথ নির্মাণ।৮১)অ্যাকওয়ার্থ কমিটি কবে এবং কেন গঠিত হয়েছিল?

উঃ1919 খ্রিস্টাব্দে, ভারতে রেলপথের সম্প্রসারণে এবং রেল প্রশাসন সংস্কারের উদ্দেশ্য।

৮২)অ্যাকওয়ার্থ কমিটির সভাপতি কে ছিলেন?

উঃ স্যার উইলিয়ামঅ্যাকওয়ার্থ।

৮৩) ভারতের কোথায় এবং কবে প্রথম পাটকল স্থাপিত হয়?

উঃ হুগলি জেলার রিষড়ায়, 1855 খ্রিস্টাব্দে।

৮৪)হুগলি জেলার রিষড়ায় কে ভারতের প্রথম পাটকল টি স্থাপন করেছিলেন?

উঃ জর্জ অকল্যান্ড।

৮৫)1916 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে শিল্প কমিশন গঠিত হয়েছিল?

উঃ টমাস হল্যান্ড।

৮৬)1916 খ্রিস্টাব্দে টমাস হল্যান্ডের নেতৃত্বে শিল্প কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল?

উঃ ভারতীয় শিল্পের প্রসার এবং ব্যবসা-বাণিজ্যে ভারতীয় মূলধন বিনিয়োগের সম্ভাবনা বিচার করার উদ্দেশ্যে।

৮৭) হান্টার কমিশন কে কবে গঠন করেন?

উঃ 1882 খ্রিস্টাব্দে, লর্ড রিপন।

৮৮)1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন কেন গঠন করা হয়েছিল?

উঃ 1854 খ্রিষ্টাব্দের উডের নির্দেশনামার কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে অনুসন্ধানের জন্য।

৮৯)1882 খ্রিস্টাব্দে গঠিত হান্টার কমিশনের সভাপতি কে ছিলেন?

উঃ স্যার উইলিয়াম হান্টার।

৯০)1882 খ্রিস্টাব্দে গঠিত হান্টার কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়েছিল?

উঃ 1883 খ্রিস্টাব্দে।৯১)ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা রালে কমিশন কে কবে গঠন করেন?

উঃ লর্ড কার্জন, 1902 খ্রিস্টাব্দে।

৯২)কবে কার নেতৃত্বে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়?

উঃ 1902 খ্রিস্টাব্দে, স্যার টমাস রালে।

৯৩)ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের ভারতীয় সদস্য কারা ছিলেন?

উঃস্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং সৈয়দ হোসেন বিলগ্রামী।

৯৪) কবে এবং কার উদ্যোগে বিবাহ সম্মতি আইন পাশ হয়?

উঃ1891 খ্রিস্টাব্দে, বেহরামজী মেরওয়ানজী মালাবারী

৯৫) পুনা সার্বজনীক সভা কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ 1870 খ্রিস্টাব্দে, মহাদেব গোবিন্দ রানাডে।

৯৬)লাহোরে "দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ" কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ1886 খ্রিস্টাব্দে, লালা হংসরাজ।

৯৭) হরিদ্বারে গরুকুল আশ্রম কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ স্বামী শ্রদ্ধানন্দ, 1902 খ্রিস্টাব্দে।

৯৮)"মহারাষ্ট্র জীবন প্রভাত" এবং "রাজপুত জীবন সন্ধ্যা" উপন্যাস দুটি কে রচনা করেন?

উঃ রমেশচন্দ্র দত্ত।

৯৯) ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?

উঃ1916 খ্রিস্টাব্দে, বোম্বাইত১০০)বোম্বাইতে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? ১০০)বোম্বাইতে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কারা প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ আচার্য ধন্দ কেশব কার্ভে ও শ্রীমতি থ্যাকারসে।

ইতিহাসের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর ইতিহাসের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৪, ২০২১ Rating: 5

ইতিহাসের ১০০+ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ১৪, ২০২১

                


1. "Broken Wings" বইটির লেখক কে?

উ: সরোজিনী নাইডু 


2.১১৯১ সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উ: মহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজ চৌহান 


3. ১৭৮৩-তে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন?

উ: ডব্লিউ. জোনস


4. ১৮৫৭-এর বিদ্রোহ কোথায় শুরু হয়?

উ: মীরাট


5.অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন?

উ: কুনিক 


6.অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন?

উ: কমন উইল


7."অর্থশাস্ত্র"-এর রচয়িতা কে?

উ: কৌটিল্য


8.আইন-ই-আকবরী ও আকবর নামার লেখক কে?

উ: আবুল ফজল


9. "গ্রন্থসাহেব" কে রচনা করেন?

উ: গুরু অর্জুন 


10. আর্য সমাজ আন্দোলন কে শুরু করেন?

উ: স্বামী দয়ানন্দ সরস্বতী 


11.আলেকজান্ডারের পিতার নাম কি?

উ: ফিলিপ


12. "Economic History of India"-বইটির লেখক কে?

উ: রমেশচন্দ্র দত্ত


13.উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয়?

উ: ১৮৫৪ সালে 


14.উপনিষদ কিসের উপর লেখা?

উ: দর্শন 


15. "এলাহাবাদ প্রশস্তি " কার রচনা?

উ: হরিষেন


16.কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদন্দ্ব দেখা যায়?

উ: সুরাট


17.কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল?

উ: ওয়ারেন হেস্টিংসকে 


18. "কাদম্বরী"-এর রচয়িতা কে?

উ: বানভট্ট


19.কানপুর সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?

উ: নানা সাহেব 


20. কে "বাংলার akbor" নামে পরিচিত ?

উ: হুসেন শাহ

ইতিহাসের ১০০+ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ইতিহাসের ১০০+ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৪, ২০২১ Rating: 5

মানব দেহ সংক্রান্ত তথ্য GK questions & answered | Railway | WBP | Kolkata Police | WBSSC

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ১৩, ২০২১

               

        

 1: হাড় সংখ্যা : 206


 2: পেশী সংখ্যা : 639


 3: কিডনি সংখ্যা : 2


 4: দুধের দাঁত সংখ্যা : 20


 5: পাঁজরের সংখ্যা : 24 (12 জোড়া)


 6: হার্ট চেম্বার নম্বর : 4


 7: বৃহত্তম ধমনী : অর্টা


 8: সাধারণ রক্তচাপ : 120/80 এমএমএইচজি


 9: রক্তের পিএইচ : 7.4


 10: মেরুদণ্ডের কলামে মেরুদণ্ডের সংখ্যা : 33


 11: ঘাড়ে মেরুদণ্ডের সংখ্যা : 7


 12: মাঝের কানে হাড়ের সংখ্যা : 6


 13: মুখে হাড় সংখ্যা : 14


 14: মস্তকটিতে হাড়ের সংখ্যা : 22


 15: বুকে হাড় সংখ্যা : 25


 16: বাহুতে হাড়ের সংখ্যা : 6


 17: মানুষের বাহুতে পেশী সংখ্যা : 72


 18: হৃদয়ে পাম্প সংখ্যা : 2


 19: বৃহত্তম অঙ্গ : ত্বক


 20: বৃহত্তম গ্রন্থি : লিভার


 21: বৃহত্তম কোষ : মহিলা ডিম্বাশয়


 22: ক্ষুদ্রতম কোষ : শুক্রাণু


 23: ক্ষুদ্রতম হাড় : মধ্য কানের স্টেপিস


 24: প্রথম প্রতিস্থাপন অঙ্গ : কিডনি


 25: ছোট অন্ত্রের গড় দৈর্ঘ্য : 7 মি


 26: বড় অন্ত্রের গড় দৈর্ঘ্য : 1.5 মি


 27: নবজাতকের শিশুর গড় ওজন : 3 কেজি


 ২৮: এক মিনিটে নাড়ির হার : times২ বার


 29: সাধারণ শরীরের তাপমাত্রা : 37 ডিগ্রি সেন্টিগ্রেড (98.4 ফ °)


 30: গড় রক্তের পরিমাণ : 4 থেকে 5 লিটার


 31: লাইফটাইম লাল রক্ত কণিকা : 120 দিন


 32: লাইফটাইম শ্বেত রক্ত কণিকা : 10 থেকে 15 দিন


 33: গর্ভাবস্থা সময়কাল : 280 দিন (40 সপ্তাহ)


 34: মানুষের পায়ে হাড় সংখ্যা : 33


 35: প্রতিটি কব্জিতে হাড়ের সংখ্যা : 8


 36: হাতে হাড় সংখ্যা : 27


 37: বৃহত্তম অন্তঃস্রাবের গ্রন্থি : থাইরয়েড


 38: বৃহত্তম লিম্ফ্যাটিক অঙ্গ : প্লীহা


 40: বৃহত্তম এবং শক্তিশালী হাড় : ফেমুর


 41: ক্ষুদ্রতম পেশী : স্ট্যাপিডিয়াস (মাঝের কান)


 41: ক্রোমোজোম সংখ্যা : 46 (23 জোড়া)


 42: নবজাত শিশুর হাড়ের সংখ্যা : 306


 43: রক্ত সান্দ্রতা : 4.5 থেকে 5.5


 44: সার্বজনীন দাতা রক্তের গ্রুপ : O -


 45: সর্বজনীন প্রাপক রক্তের গ্রুপ : AB


 46: বৃহত্তম শ্বেত রক্ত কণিকা : মনোকাইট


 47: সবচেয়ে ছোট সাদা রক্তকণিকা : লিম্ফোসাইট 


 48: লোহিত রক্তকণিকা গণনা বলা হয় :

 পলিসিথেমিয়া


 49: শরীরে ব্লাড ব্যাংক হ'ল : প্লীহা


 50: জীবনের নদী বলা হয় : রক্ত

 51: সাধারণ রক্তের কোলেস্টেরলের স্তর : 100 মিলিগ্রাম / ডিএল


 52: রক্তের তরল অংশ হ'ল : প্লাজমা

মানব দেহ সংক্রান্ত তথ্য GK questions & answered | Railway | WBP | Kolkata Police | WBSSC মানব দেহ সংক্রান্ত তথ্য GK questions & answered | Railway | WBP | Kolkata Police | WBSSC Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৩, ২০২১ Rating: 5

বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী | First Chief Minister of Indian States

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ১০, ২০২১


 ১। অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ নিলম সঞ্জীব রেড্ডি।


২। তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ কে চন্দ্রশেখর রাও।


৩। অরুণাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ প্রেমখান্ডু তুঙ্গন।


৪। আসামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ গোপীনাথ বরদোলৈ।


৫। বিহারের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ কৃষ্ণ সিং।


৬। ছত্রিশগড় এর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ অজিত যোগী।


৭। গোয়ার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ দয়ানন্দ শ্রী বন্দোদকর।


৮। গুজরাটের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ জে এন মেহতা।


৯। হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ বি ডি শর্মা।


১০। হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ ওয়াই এস পরমার।


১১। জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ জি এম সাদিক।


১২। ঝাড়খন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ বাবুলাল মারান্ডি।


১৩। কর্ণাটকের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ কে সি রেড্ডি।


১৪। কেরালার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ ই এম এস নাম্বুদিরিপাদ।


১৫। মধ্যপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ বরিশংকর শুক্লা।


১৬। মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ ওয়াই চহ্বান।


১৭। মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ মাইরেম্বাম কোইরেঙ্গসিং।


১৮। মেঘালয়ের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ ডাব্ল্যু এ সাংমা।


১৯। মিজোরামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ সি চুঙ্গা।


২০। নাগাল্যান্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ পি সিলুয়াও।


২১। ওড়িশার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ কৃষ্ণচন্দ্র গজপতি।


২২। পাঞ্জাবের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ জি সি ভারগব।


২৩। রাজস্থানের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ এইচ এল শাস্ত্রী।


২৪। সিকিমের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ কে এল দর্জি।


২৫। তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ সি এন আন্নাদুরাই।


২৬। উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ গোবিন্দবল্লভ পন্থ।


২৭। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ শচীন্দ্রলাল সিং।


২৮। উত্তরাখন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

➟ নিত্যানন্দ স্বামী।

বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী | First Chief Minister of Indian States  বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী | First Chief Minister of Indian States Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১০, ২০২১ Rating: 5

📃 জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী 👇

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ০৯, ২০২১


1. পীতবিন্দু কোথায়  অবস্থিত?

- চোখের রেটিনায় ৷


2. বায়োলজি ‘Biology’কথাটির প্রবর্তন কে করেন?- ল্যামার্ক


3. ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে  ?

- রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷


4. স্ট্রিকনিন কোথায় থাকে? 

– কুচেলা গাছের বীজে


5. মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন কত? – ৩০০ গ্রাম


6. মানব দেহের সবথেকে বড় অস্থির নাম কী? – ফিমার


7. বায়ুতে কোন্‌ গ্যাসের উপস্থিতির জন্য রৌপ্য মুদ্রা কালো হয়? 

– হাইড্রোজেন সালফাইড গ্যাস


8. সাবানের বুদবুদ রঙীন দেখানোর কারণ কী? – ব্যাতিচার ক্রিয়া


9. ক্যান্সারের কারন কোন্‌ জীনের সক্রিয়তা? – অঙ্কোজিন


10. ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? – নাইট্রোজেন


11. আত্মঘাতীস্থলী-কাকে বলে? 

– লাইসোজোম


12. কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায়? – ত্বক


13. মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে? – ২০৬ টি


14. আপতকালীন হরমোন কোনটি? – অ্যাড্রিনালিন


15. প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে? 

– সি আর ডারউইন



16. কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে?

উঃ ক্যাটল ফিস, অক্টোপাস ইত্যাদি।


17. মানুষের হৃদপিন্ডের ওজন কত?

উঃ ৩০০ গ্রাম।


18. পেরিকার্ডিয়াম কি?

উঃ হৃদপিন্ড দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লী দ্বারা আবৃত; একে পেরিকার্ডিয়াম বলে।


19. মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি? তাদের অবস্থান লিখ।

উঃ চারটি। যথাঃ

উপরের দিকে দুটি অলিন্দ – ডান ও বাম অলিন্দ।

নিচের দিকে দুটি নিলয় – ডান ও বাম নিলয়।


20. ব্যাঙের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি?

উঃ তিনটি। যথাঃ দুটি অলিন্দ (ডান ও বাম অলিন্দ) এবং একটি নিলয়।


21. কুমিরের হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ঠ?

উঃ ৪।


22. আরশোলার হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট?

উঃ ১৩।


23. হৃদচক্র কাকে বলে?

উঃ হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনে হৃদপিন্ডের পরিবর্তনগুলোর যে চক্রাকার পরিবর্তন ঘটে, তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে।


24. একটি হৃদচক্রের গড় স্থিতিকাল কত?

উঃ ০.৮ সেকেন্ড।


25. সিস্টোল কি?

উঃ হৃদপিন্ডের সংকোচন।


26. সিস্টোলিক চাপ কি?

উঃ হৃদপিন্ডের সংকোচন চাপ।


27. ডায়াস্টোল কি?

উঃ হৃদপিন্ডের প্রসারণজনিত চাপ।

📃 জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী 👇  📃 জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী 👇 Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ০৯, ২০২১ Rating: 5

বিভিন্ন পুরস্কার ও খেলা কোন কোন ক্ষেত্রে কী কী পুরস্কার দেওয়া হয়?

Karmasandhan Recruitment সেপ্টেম্বর ০৯, ২০২১


1, অলিম্পিক প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?

👉776 খ্রীস্টপূর্বাব্দে

2, আধুনিক অলিম্পিক প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?

👉1896 সালে (গ্ৰিসের এথেন্স)

3, কত সালে এশিয়ায় প্রথম অলিম্পিক অনুষ্টিত হয়?

👉1964 সালে (জাপানে)

4, এখনো পর্যন্ত কোন মহাদেশে অলিম্পিক গেম অনুষ্টিত হয়নি?

👉আফ্রিকা মহাদেশে

5, আধুনিক অলিম্পিকের রূপকার কে?

👉ব্যারন পিয়ের দ্যা কুবর্তিন

6, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয়?

👉শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন ,(1986 সালে)

7, রাজিব গান্ধী জাতীয় সম্ভরনা পুরস্কার কোন 

ক্ষেত্রে দেওয়া হয়?

👉সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি এবং সুনাম 


8, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয়?

👉শান্তি ও সমন্ধয়সাধন (1995 সালে)

9, টেগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয়?

👉কলা এবং সাহিত্যে জগতে সাম্প্রদায়িক সম্প্রীতি (2011 সালে)

10, প্রথম কোন ভারতীয় মিস ওয়াল্ড পুরস্কারটি পেয়েছেন?

👉রিতা ফারিয়া 1966 (সালে)

10, বিশ্বে প্রথম নোবেল প্রাইজ কে এবং কোন বিষয়ে পান ?

👉ভিলহেল্ম কনরাড রন্টগেন (1901 সালে, পদার্থ বিজ্ঞানে)

11, প্রথম কোন ভারতীয় শান্তিতে নোবেল পুরস্কার পান?

👉মাদার টেরিজা (1979 সালে)

12, প্রথম কোন ভারতীয় পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান?

👉সি ভি রমন (1983 সালে)

13, প্রথম কোন ভারতীয় রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন?

👉ভেক্টর রামন রমাকৃষ্ণন (2009 সালে)

14, কোন ভারতীয় প্রথম দাবা খেলায় গ্ৰ্যান্ডমাস্টার হন?

👉বিশ্বনাথন আনন্দ

15। অস্টেলিয়ান ওপেন কোথায় এবং কোন কোর্টে হয়?

👉মেলর্বোন Heard Court

16, ফ্রেঞ্চ ওপেন কোথায় এবং কোন কোর্টে হয়?

👉প্যারিস, ফ্রান্স ( Clay Court)

17, উইম্বলন ওপেন কোথায় এবং কোন কোর্টে হয়? 

👉লন্ডন (Grass Court)

18, ইউ এস ওপেন কোথায় এবং কোন কোর্টে হয়?

👉নিউইয়র্ক (Hard Court)

19, সবচেয়ে বেশি গ্ৰ‌্যান্ড স্ল‌্যাম (পুরুষ) খেতাব কে জিতেছে?

👉রজার ফেডেরার (20 বার)

20, অলিম্পিকে অংশগ্ৰহনকারী প্রথম ভারতীয় কে?

👉নরম্যান পিচার্ড (1900 সালে)



21, অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় কে?

👉কে. ডি যাদব (1952সালে)

22 অলিম্পিকে সবুজ বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?

👉অস্ট্রেলিয়া

23, অলিম্পিকে হলুদ বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?

👉এশিয়া

24, অলিম্পিকে কালো বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?

👉আফ্রিকা

25, অলিম্পিকে নীল বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?

👉ইউরোপ

26, অলিম্পিকে লাল বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?

👉আমেরিকা

27, অলিম্পিকে স্বর্নপদক জয়ী প্রথম ভারতীয় কে? 

👉অভিনব বিন্দ্রা

28, প্রথম কোন ভারতীয় ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান?

👉অর্পনা ঘোষ

29, প্রথম ভারতীয় দাদা সাহেব ফালকে পুরস্কার পান?

👉দেবিকা রানি (1969 সাল)

30, প্রথম কোন ভারতীয় অশোক চক্র পান?

👉ডি. কে জাটার 

31, প্রথম কোন ভারতীয় ম্যাগাসাইসাই পুরস্কার পান?

👉বিনোবা ভাবে (1958 সালে)

32, প্রথম কোন ভারতীয় নিশান-ই- পাকিস্তান পুরস্কার পেয়েছেন?

👉মোরারোজী দেশাই

33, রাজিব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কত সালে প্রথম দেওয়া হয়?

👉খেলাধুলায় বিশেষ অবদান (1991 সালে)

34, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কত সালে প্রথম দেওয়া হয়?

👉খেলাধুলায় (1961 সালে)

35, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কত সালে প্রথম দেওয়া হয়?

👉বিঞ্জানে গবেষনা (1958 সালে)

36, ধন্তরি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয়?

👉চিকিৎসা বিঞ্জানে (1971 সালে)




>

37, প্রথম কোন ভারতীয় জ্ঞানপীট পুরস্কার পেয়েছেন?

👉জি শংকর কুরুপ

38, প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছেন?

👉গোবিন্দ বিহারি লাল

39, প্রথম কোন ভারতীয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান?

👉বিশ্বনাথন আনন্দ।

40, প্রথম কোন মহিলা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান?

👉কর্নম মালেশ্বরী

বিভিন্ন পুরস্কার ও খেলা কোন কোন ক্ষেত্রে কী কী পুরস্কার দেওয়া হয়? বিভিন্ন পুরস্কার ও খেলা কোন কোন ক্ষেত্রে কী কী পুরস্কার দেওয়া হয়? Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ০৯, ২০২১ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.