১। অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ নিলম সঞ্জীব রেড্ডি।
২। তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ কে চন্দ্রশেখর রাও।
৩। অরুণাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ প্রেমখান্ডু তুঙ্গন।
৪। আসামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ গোপীনাথ বরদোলৈ।
৫। বিহারের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ কৃষ্ণ সিং।
৬। ছত্রিশগড় এর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ অজিত যোগী।
৭। গোয়ার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ দয়ানন্দ শ্রী বন্দোদকর।
৮। গুজরাটের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ জে এন মেহতা।
৯। হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ বি ডি শর্মা।
১০। হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ ওয়াই এস পরমার।
১১। জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ জি এম সাদিক।
১২। ঝাড়খন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ বাবুলাল মারান্ডি।
১৩। কর্ণাটকের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ কে সি রেড্ডি।
১৪। কেরালার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ ই এম এস নাম্বুদিরিপাদ।
১৫। মধ্যপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ বরিশংকর শুক্লা।
১৬। মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ ওয়াই চহ্বান।
১৭। মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ মাইরেম্বাম কোইরেঙ্গসিং।
১৮। মেঘালয়ের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ ডাব্ল্যু এ সাংমা।
১৯। মিজোরামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ সি চুঙ্গা।
২০। নাগাল্যান্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ পি সিলুয়াও।
২১। ওড়িশার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ কৃষ্ণচন্দ্র গজপতি।
২২। পাঞ্জাবের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ জি সি ভারগব।
২৩। রাজস্থানের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ এইচ এল শাস্ত্রী।
২৪। সিকিমের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ কে এল দর্জি।
২৫। তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ সি এন আন্নাদুরাই।
২৬। উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ গোবিন্দবল্লভ পন্থ।
২৭। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ শচীন্দ্রলাল সিং।
২৮। উত্তরাখন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
➟ নিত্যানন্দ স্বামী।
কোন মন্তব্য নেই: