চাকরি প্রার্থীদের জন্য সুখবর আনন্দধারা প্রকল্পে গ্রাম উন্নয়ন বিভাগের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলা।
পদের নাম : বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার।
শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন পাস হতে হবে এবং আবেদনকারীদের বাংলা পড়তে লিখতে জানতে হবে পঞ্চায়েতের জন্য আবেদন করবেন তাকে গ্রাম পঞ্চায়েতের অন্তত দু বছর স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকতে হবে এবং প্রতি মাসে 15 দিন নিজের গ্রাম থেকে বাইরে কাজে প্রস্তুতি থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : 18- 45 বছর বয়স হতে হবে 1.9. 2021 তারিখের মধ্যে।
মাসিক বেতন : 300 টাকা করে সর্বাধিক মাসে 15 দিন এবং যাতায়াত খরচ দেয়া হবে প্রার্থীদের।
নিয়োগের স্থান : পশ্চিম মেদনীপুর।
আবেদনের পদ্ধতি : অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ 17. 9.2021সকাল 11 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত।
ওয়েবসাইটের লিঙ্ক : https://www.paschimmedinipur.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/engagement_notice.pdf
টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: