মাধ্যমিক পাশে কোলফিল্ডে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে coal india recruitment 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর কোলফিল্ডে লিমিটেড বিভিন্ন প্রশিক্ষণের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশে এবং আইটিআই পাস থাকলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদের জন্য।
মোট শূন্যপদ : 965 টি।
পদের নাম : কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ,সিভিল ,ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেকানিস ,ম্যাসন ,পাম্প অপারেটর কাম মেকানিক ,সার্ভেয়র,টানার ,ওয়েল্ডার ,ওয়াকম্যান।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস করে থাকতে হবে সংশ্লিষ্ট শাখা থেকেএন সি ভি টি এস সি ভি টি থেকে আইটিআই পাস থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে 21 .9 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : 1 বছরে আইটিআই কোর্স করে থাকলে প্রতি মাসে বেতন 7,700 থেকে এবং দু'বছরে আইটিআই কোর্স থাকলে প্রতি মাসে 8,050 টাকা ।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 21. 9 2021 ।
ওয়েবসাইটের লিংক : http://122.252.239.171:8081/Apprenticeship/
বিজ্ঞপ্তি লিংক : https://www.exambangla.com/wp-content/assets/2021/09/Western-Coalfields-Ltd-ITI-Trade-Apprentice-Posts.pdf
টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: