রাজ্যের পরিবহন দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ। wb govt paribahan dept recruitment 2022




চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গেরস্থায়ী বাসিন্দা হতে হবে।


পদের নাম : ড্রাইভার।

 শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : 15000 টাকা।

বয়স সীমা : 25 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।


পদের নাম : হেল্পার।

 শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন

মাসিক বেতন : 11,  500 টাকা।

বয়স সীমা :  25 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।


আবেদনের পদ্ধতি :  অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 12 .7.2022 তারিখ পর্যন্ত।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে : 

1) আধার কার্ড।

2) ভোটার কার্ড।

3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।

4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

5) কাস্ট সার্টিফিকেট।

6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।


আবেদন ফি :  শূন্য।


ওয়েবসাইটের লিংক : https://www.wbhealth.gov.in/


 বিজ্ঞপ্তির লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/924.pdf


চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যা


8th Pass Government Jobs,wb govt paribahan dept recruitment 2022,wb govt job latest news,job news today,bengali daily job news

রাজ্যের পরিবহন দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ। wb govt paribahan dept recruitment 2022 রাজ্যের পরিবহন দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ। wb govt paribahan dept recruitment 2022 Reviewed by Karmasandhan Recruitment on জুলাই ০৮, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.