জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী


*চোখের জলে কোন উৎসেচক থাকে ?

উঃ লাইসোজাইম।

২. পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?

উঃ ৯ টি।

৩. জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?

উঃ সোডা ওয়াটার।

৪. IVF— এর পুরো অর্থ কী ?

উঃ In Vitro fertilization।

৫. “The Origin Of life On Earth''— বইটি কার লেখা ?

উঃ ওপারিন।

৬. আঙ্গুরে কোন এসিড থাকে ?

উঃ টারটারিক, ম্যালিক এসিড।

৭. ‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

উঃ রোজেন।

৮. সবচেয়ে হালকা মৌলের নাম কী ?

উঃ হাইড্রোজেন।

৯. সবচেয়ে ভারী মৌলের নাম কী ?

উঃ ইউরেনিয়াম।

১০. বায়ুকে কী পদার্থ বলা হয় ?

উঃ মিশ্র পদার্থ।

১১. লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন থাকে ?

উঃ ১২০ দিন।

১২. জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?

উঃ অ্যারিস্টটলকে জীব বিজ্ঞানের জনক বলা হয়। 

১৩. পিতল কিসের মিশ্রণ ?

উঃ তামা ও দস্তা।

১৪. প্রথম পারমাণবিক ভর এর ধারনা কে প্রদান করেন ?

উঃ জন ডাল্টন।

১৫. ‘ফ্লুইড অফ লাইফ'— কাকে বলা হয় ?

উঃ পানিকে।

১৬. কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায় ?

উঃ ২টি ভাগে।

১৭. কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত ?

উঃ ‘O’ গ্রুপের রক্তে।

১৮. পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় ?

উঃ ক্লোরোসিস।

১৯. Myocardium— কী দ্বারা গঠিত হয় ?

উঃ অনৈচ্ছিক পেশী।

২০. মানুষের মুখগহবরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত ?

উঃ ৩ জোড়া।

২১. ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে ?

উঃ ইনসুলিন।

২২. পিত্তরস কোথায় উৎপন্ন হয় ?

উঃ যকৃত।

২৩. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?

উঃ প্লুরা।

২৪. নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয় ?

উঃ ফুসফুসে।

২৫. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী ?

উঃ নাসিকা।

২৬. শ্বাসনালী কয় ভাগে বিভক্ত ?

উঃ ২ ভাগে।

২৭. ভাইরাসজনিত রোগ বলা হয় _?

উঃ এ্যাজমাকে।

২৮. প্লুরার বাইরের

স্তরটিকে কী বলা হয় ?

উঃ প্যারাইটাল স্তর।

২৯. মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি ?

উঃ রেচন।

৩০. নেফ্রন কিসের একক ?

উঃ বৃক্কের।

৩১. তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা প্রবক্তা কাকে বলা হয় ?

উঃ আরহেনিয়াস।

৩২. একটি জৈব সারের নাম ?

উঃ ইউরিয়া।

৩৩. একটি নিষ্ক্রিয় মৌলের নাম _?

উঃ ক্রিপটন।

৩৪. পৃথিবীর বৃষ্টির কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় ?

উঃ মেরু অঞ্চলে।

৩৫. এসিড কত সালে প্রথম আবিষ্কার হয় ?

উঃ ১৯৮১ সালে।

৩৬. জীবাণু বিদ্যার জনক কাকে বলা হয় ?

উঃ লুইপাস্তুরকে।

৩৭. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?

উঃ ক্ষণপদ।

৩৮. জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী ?

উঃ সোডিয়াম।

৩৯. অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ?

উঃ হিলিয়াম।

৪০. মানবদেহে মোট হাড়ের সংখ্যা কত ?

উঃ ২০৬ টি।

৪১. মাইক্রো কথার অর্থ কী ?

উঃ অতি ক্ষুদ্র।

৪২. লোহিত রক্ত কণিকা কত দিন আয়ুষ্কাল থাকে ?

উঃ ৫ থেকে ৬ দিন।

৪৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ?

অপ্সরা।

৪৪. মানুষের করোটির অস্থি সংখ্যা মোট কতগুলি ?

উঃ ২২ টি।

৪৫. এস এল পদ্ধতিতে বলের পরম একক কী ?

উঃ নিউটন।

৪৬. লাইসোজোমকে কী বলা হয় ?

উঃ আত্মঘাতীস্থলী।

৪৭. মাছ কোথা কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে ?

উঃ ফুলকা দ্বারা।

৪৮. দেহ প্রহরী কোষ কাকে বলা হয় ?

উঃ শ্বেত রক্তকণিকাকে।

৪৯. পৃথিবীর কঠিনতম ধাতুর নাম কী ?

উঃ হীরক।

৫০. মায়োটোম পেশি কোন প্রাণীর শরীরে দেখা যায় ?

উঃ মাছ।

৫১. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?

উঃ ইথিলিন।

৫২. ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ?

উঃ ৬ মিটার।

৫৩. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কতগুলি ?

উঃ 33 টি।

৫৪. সর্ব প্রথম কে কোষ আবিষ্কার করেন ?

উঃ রবার্ট হুক।

৫৫. পেশীর আবরণীকে কী বলা হয় ?

উঃ সারকোলেমা।

জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৮, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.