1) ২০২১ সালের ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতীয় বংশভূতরসায়নবিদের নাম কী?
উত্তর : সুমিতা মিত্র।
2)Times Most Desirable Women 2020” এর তালিকায় কে প্রথম স্থান অর্জন করেছে?
উত্তর : রিয়া চক্রবর্তী।
3) আগামী দুই বছরের জন্য নিম্নলিখিত কাকে ভারতীয় রিসার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে পুনরায় নিযুক্ত করা হল?
উত্তর : এম কে জৈন।
4) গাছে আটকে থাকা ওরঙ্গুটানের ছবি তুলে নিম্নলিখিত কে ২০২১ সালের “Nature TTL Photography Awards” জিতেছে?
উত্তর : থমাস বিজয়ন।
5) বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিওহিসাবে পুনঃর্নিযুক্ত হলেন কে?
উত্তর :চন্দ্র শেখর ঘোষ।
6) 2020 Highest Military Spender তালিকায় ভারতের স্থান কত তম ?
উত্তর : তৃতীয় প্রথম স্থানে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে চীন।
7) করোনা ভাইরাসের কারণে 2021 টোকিও অলিম্পিকে অংশ নেবেন না কোন দেশ ?
উত্তর : উত্তর কোরিয়া।
8) প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের উপরে আইন আনছে কোন দেশ ?
উত্তর : নিউজিল্যান্ড।
9) ভারতের প্রথম মহিলা হিসাবে মাউন্ট অন্নপূর্ণা জয় করেছিলেন কে ?
উত্তর :প্রিয়াঙ্কা মহীতে।
10) মেডিকেল অক্সিজেন পরিবহন এর জন্য অক্সিজেনের এক্সপোর্ট চালু করেন কোন সংস্থা ?
উত্তর :ভারতীয় রেলওয়ে।
11) কোন রাজ্য সরকার অক্সিজেনের প্লান্ট গুলিকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেয়ার ঘোষণা করল ?
উত্তর : আসাম সরকার।
12) পশ্চিমবঙ্গে নতুন শিক্ষা মন্ত্রী কে ?
উত্তর :ব্রাত্য বসু।
daily current affairs,current affairs today,current affairs 2022,today current affairs
কোন মন্তব্য নেই: