রাজ্যে স্বাস্থ্য দপ্তরে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ 2022। wb health recruitment board



চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলার থেকে আবেদন করার সুযোগ পাবেন ছেলে মেয়ে উভয়।


পদের নাম :  ডাটা ম্যানেজার।


শিক্ষাগত যোগ্যতা :  যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।


মাসিক বেতন :  12,000 টাকা।


বয়স সীমা :  18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।


আবেদনের পদ্ধতি :  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে  অফলাইনের আবেদন করার শেষ তারিখ 14 ই এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে : 

1) আধার কার্ড।

2) ভোটার কার্ড।

3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।

4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

5) কাস্ট সার্টিফিকেট।

6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।


প্রার্থী বাছাইয়ের পদ্ধতি :  লিখিত পরীক্ষায় ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


আবেদন ফি :  শূন্য।


ওয়েবসাইটের লিংক:https://www.stmkolkata.org/


 বিজ্ঞপ্তির লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/STM-139.pdf


 আবেদনের লিংক :https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/STM-139.pdf


চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যা

wb health recruitment board,wb health civic volunteer recruitment,wb health recruitment 2022

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ 2022। wb health recruitment board রাজ্যে স্বাস্থ্য দপ্তরে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ 2022। wb health recruitment board Reviewed by Karmasandhan Recruitment on এপ্রিল ০৫, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.