সামাজিক ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া বেকার তরুণদের দক্ষতা এবং প্রশিক্ষণ দেবে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে , যে সমস্ত আগ্রহী প্রার্থী আছে তাদেরকে জানানো হচ্ছে আপনারা এই পদের সঠিক যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এর সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ দেয়া হবে তরুণদের , ফ্যাক্টরি থেকে কুড়ি কিমি দূরত্বের মধ্যে বসবাসকারী প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রশিক্ষণ দেয়া হবে চার মাসের মত তার পরেই চাকরির ব্যবস্থা করে নিতে পারবে এই পদে জন্য ।
Advertisement number: FTI/RFI/NSDM/2019-20
যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন এই পদের জন্য তাদের আইটিআই কোর্সের সার্টিফিকেট থাকা অবশ্যই জরুরী Fitter / Trainer / Mechanic / Grinder & Electrician।
যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে OFFলাইনে From সংগ্রহ করতে হবে এই ঠিকানা থেকে হেড অফ সেকশন এফ টি আই সেকশন রাইফেল ফ্যাক্টরি ইছাপুর , মনে রাখা ভাল যারা এই পদে আবেদন করছেন তাদেরকে জানানো হচ্ছে আগে এলে From পাবেন।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন / Official website: www.rfi.nic.in
ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে বেকার তরুণদের প্রশিক্ষণ | ITI Pass নতুন একটি কোর্স 2019 @www.rfi.nic.in Reviewed by Karmasandhan Recruitment on মে ২৭, ২০১৯ Rating:
Sir amar machinist trade kora ache..ami ki from filup korte parbo
উত্তরমুছুন