চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্যামাপ্রসাদ মুখার্জী কলেজে নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন যে কোন জেলা থেকে আবেদন করা যাবে।
শূন্য পদ : 19 টি।
পদের নাম : অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিনিয়া পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ,সিনিয়র এসিস্টেন্ট।
শিক্ষাগত যোগ্যতা : অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে ন্যূনতম 50 শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রী পাস বা সমতুল্য সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
সিনিয়র এসিস্টেন্ট : কম্পিউটারের সংশ্লিষ্ট বিজ্ঞান বিষয়ে সিনিয়র সেকেন্ডারি সমতুল্য পাস।
সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট : ব্যাচেলর ডিগ্রির সঙ্গে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট : কম্পিউটারের সঙ্গে বিজ্ঞান বিষয়ে সিনিয়ার সেকেন্ডারি পাস সমতুল্য পাশে থাকতে হবে।
ল্যাবরেটরি এটেনডেন্ট : বিজ্ঞান বিষয় সহ দশম শ্রেণী পাস সমতুল্য।
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট : সিনিয়ার সেকেন্ডারি পাস এর সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি বা হিন্দিতে প্রতি মিনিটে 30 শব্দ গতি টাইপিং স্পিড থাকতে হবে প্রার্থীদের।
লাইবেরিয়ার এটেনডেন্ট : দশম শ্রেণীর লাইব্রেরী সায়েন্স এবং লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স সার্টিফিকেট থাকতে হবে।
আবেদনে ফ্রী : 700 টাকা ওবিসি প্রার্থীদের 500 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 400 টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানের মাধ্যমে যাবতীয় প্রমাণপত্র জেরক্স পাঠাতে হবে পাঠানোর ঠিকানা The Principal, Shyama Prasad Mukherji College(for women), Punjabi Bagh(West), New Delhi-110026 on or before।
ওয়েবসাইটের লিংক : http://spm.du.ac.in/index.php?lang=en
বিজ্ঞপ্তি লিংক : http://spm.du.ac.in/images/SPMC_Non_Teaching_Advt_2021.pdf
টেলিগ্রাম গ্রুপের : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: