চাকরি প্রার্থীদের জন্য সুখবর খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র সফটওয়্যার ডেভেলপার।
শূন্যপদ : 3 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো প্রতিষ্ঠান থেকে এমসিএ অথবা এমসি এমএসসি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাসের সঙ্গে অন্ততপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 32,000 টাকা।
পদের নাম :ডাটাবেড অ্যাডমিনিস্ট্রেশন ।
শূন্যপদ :1 টি।
মাসিক বেতন :32,000 টাকা।
পদের নাম :সফটওয়্যার ডেভেলপার।
শূন্যপদ :2 টি।
শিক্ষাগত যোগ্যতা :যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MCA অথবা এমএসসি ফাস্ক্লাস সফটওয়্যার ডেভেলপমেন্ট থাকতে হবে কাজের অভিজ্ঞতা থাকতো।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন :27000 টাকা।
পদের নাম :টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল।
শূন্যপদ :28 টি।
শিক্ষাগত যোগ্যতা :যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমসি অথবা এমএসসি কম্পিউটার সাইন্স ফার্স্ট ক্লাস এবং অন্ততপক্ষে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 40000 টাকা।
পদের নাম :প্রজেক্ট ম্যানেজার।
শূন্যপদ :1টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.C , M.SC , ডকুমেন্টশন সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্ততপক্ষে কাজের অভিজ্ঞতা 8বছর।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 100000 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 17.9.21 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিঙ্ক : https://food.wb.gov.in/
বিজ্ঞপ্তি লিংক ; https://food.wb.gov.in/HomePage/pdf/Employment%20Notice.pdf
কোন মন্তব্য নেই: