মাধ্যমিক পাস যোগ্যতার উত্তর মধ্য রেলের 1668 টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে railway recruitment 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে অ্যাক্ট অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট এর মাধ্যমে।
মোট শূন্যপদ : 1668 টি।
পদের নাম : ফিটার, ওয়েলফেয়ার গ্যাস এন্ড ইলেকট্রিক ,আর্মিচার, ওয়ান্ডার, মেশিনের, কার্পেন্টার।
বয়স সীমা ; 15 - 24 বছর বয়স হতে হবে 1ই সেপ্টেম্বর 2021 তারিখ হিসাবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম 50% নাম্বার নিয়ে মাধ্যমিক এবং সমতুল্য শুধুমাত্র গ্যাস এন্ড ইলেকট্রিক ওয়াকম্যান কার্পেন্টার ট্রেড এর ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং সবকটি ট্রেড এর ক্ষেত্রে ncvt.scvt সংশ্লিষ্ট আইটিআই সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের।
ইলেকট্রিশিয়ান পেনটা জেনারেল মেকানিক ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স ওয়ার্ড এবং মেকানিক অপারেটর ও কমিউনিকেশন সিস্টেম হেলথ স্যানিটারী ইন্সপেক্টর মাল্টিমিডিয়া এন্ড ওয়েব পেজ এটিএম স্টেনোগ্রাফার হিন্দি।
ট্রেনিং এর সময়সীমা ; ট্রেনিং এর সময়সীমা এক বছর অ্যাপ্রেন্টিস এক নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেয়া হবে প্রার্থীদের।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোন ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী 2 আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
ওয়েবসাইটের লিংক : https://www.rrcpryj.org/
বিজ্ঞপ্তির লিংক : https://www.rrcpryj.org/Downloads/Notification-Act-Apprentice-English.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
Samrat
উত্তরমুছুন