চাকরি প্রার্থীদের জন্য সুখবর পৌরসভার গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে করলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।
পদের নাম :সার্ভেয়ার।
শূন্য পদের সংখ্যা : 2 টি।
শিক্ষাগত যোগ্যতা ;মাধ্যমিক পাশের সঙ্গে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা : 1.1.21 তারিক অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 21 বছরের মধ্যে।
মাসিক বেতন : 15,000 টাকা।
পদের নাম :কুক ।
শূন্য পদের সংখ্যা :1 টি।
শিক্ষাগত যোগ্যতা ;অষ্টম শ্রেণী পাস এর সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা : 1.1 .2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 20 বছরের মধ্যে।
মাসিক বেতন : 11000 টাকা।
পদের নাম :ম্যানেজার।
শূন্য পদের সংখ্যা :1টি।
শিক্ষাগত যোগ্যতা ;যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিএ অথবা ম্যানেজমেন্ট পাশ করে থাকতে হবে সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা : 23 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী।
মাসিক বেতন : 30,000 টাকা।
পদের নাম : OSD (Legal)
শূন্য পদের সংখ্যা : 1টি ।
শিক্ষাগত যোগ্যতা ; যে কোন স্বীকৃত প্রতিষ্ঠানের থেকে এলএলবি কোর্স করে থাকতে হবে এবং লিগেল মেটার নিয়ে অন্তত 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা : 1.1 . 2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 37 বছরের মধ্যে।
মাসিক বেতন : 16,500 টাকা।
পদের নাম : মেকানিক্যাল।
শূন্য পদের সংখ্যা :1 টি ।
শিক্ষাগত যোগ্যতা ; ডিপ্লোমা ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং।
বয়সসীমা : 1.1 .2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 45 বছরের মধ্যে।
মাসিক বেতন :16,500 টাকা।
পদের নাম : IT Personnel।
শূন্য পদের সংখ্যা :1টি।
শিক্ষাগত যোগ্যতা ; BCA"/BSC/Information technology বিষয়ে ডিগ্রী পাস থাকতে হবে যেকোন শাখা থেকে।
বয়সসীমা : 1.1. 2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 21 বছরের মধ্যে।
মাসিক বেতন :10,000 টাকা।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সমস্ত সমস্ত নথিপত্র সংযুক্ত করে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ঠিকানায় পাঠাতে হবে এবং আবেদনের শেষ তারিখ 6 সেপ্টেম্বর 2021 বিকেল সাড়ে চারটার মধ্যে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist - Da{eeling, Pin - 734001।
নিয়োগের পদ্ধতি : শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ওয়েবসাইটের লিংক : http://www.siligurismc.in/
বিজ্ঞপ্তির লিংক : http://siligurismc.in/userfiles/file/recuretment-office-upload.pdf
টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: