জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

 


1. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?

উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে I


2. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী ?

উঃ) Air India Ltd. যা গঠিত হয় – 1953 সালে I


3.  ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?

উঃ) 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে I


4.  ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?

উঃ) 1854 সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায় I


5.  Inland Waterways Authority of India কবে গঠিত হয় ?

উঃ) 1986 সালের 27 সে অক্টোবর I


6. . গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প ‘নমামী গঙ্গে’ কবে অনুমোদিত হয় ?

উঃ) 2015 সালের 13 ই মে I


7.  কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয় ?

উঃ) 1943 সালে নাগপুর পরিকল্পনায় I


8. ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি ?

উঃ) Family Planning Association Of India, এর জন্ম – 1949 সালে বোম্বাইয়ে। 


9. ভারতীয় জনগণা পদ্ধতিতে ‘Dejure’ পদ্ধতি কবে গ্রহণ করা হয় ?

উঃ) 1941 সালের আদমশুমারিতে I


10. ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ?

উঃ) ডব্লু. ডব্লু. হান্টার I


11. ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে ?

উঃ) ডক্টর মনমোহন সিং I


12. ভারতে National Horticulture Mission চালু হয় কবে ?

উঃ) 2005-06 সালে I


13. ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উত্পাদন কেন্দ্রের নাম কী ?

উঃ) নলধারী I


14. ‘তিন বিঘা করিডর’ কোথায় অবস্থিত ?

উঃ) ভারত-বাংলাদেশ সীমান্তে I


15. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ?

উঃ) হিমাচল প্রদেশ I


16.  ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়র্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে ?

উঃ) 2004 সালে I


17. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?

উঃ) 1950 সালে I


18. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয় ?

উঃ) মেতুর, হীরাকুন্দ ও ভাকরা।


19. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?

উঃ) 1948 সালে I


20. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?

উঃ) ডলফিন I


21. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?

উঃ) নেভ I


22. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?

উঃ) স্ফীর্ণ I


23. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?

উঃ) সিয়াচেন হিমবাহ I


24. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ?

উঃ) নরওয়ের সজনে ফিয়র্ড I


25. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ?

উঃ) 2.5 বছর I


26. পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে ?

উঃ) 1/4 অংশ I


27. বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ ?

উঃ) পিরামিড চূড়ার উদাহরণ।


28. হিমসিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কী বলে ?

উঃ) রাইজার I


29. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত ?

উঃ) .05ডিগ্রি -1ডিগ্রি ঈ


30. এক্সিমো ভাষায় নুনাট্যাক্স এর মানে কি?

উঃ- বরফমুক্ত ভূমি

জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.