5000 + সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর WBSSC GK | wbp gk class pdf



সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর

প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

উত্তর: কঠিন।


✬প্রশ্ন: একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে কি বলে?

উত্তর: শব্দের গতি।


✬প্রশ্ন: বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে?

উত্তর: রোধ বাড়বে।


✬প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উত্তর: কালো।


✬প্রশ্ন: মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?

উত্তর: উত্তল।


✬প্রশ্ন: কোন ক্ষেত্রে প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য?

উত্তর: তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।


✬প্রশ্ন: International System of Unite কে সংক্ষেপে কি বলে?

উত্তর: S.I পদ্ধতি।


✬প্রশ্ন: কেন রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয়?

উত্তর: এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।


✬প্রশ্ন: পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?

উত্তর: মধ্যাকর্ষণ বলের জন্য।


✬প্রশ্ন: কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়?

উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।


✬প্রশ্ন: নিউটন কি?

উত্তর: বলের একক।


✬প্রশ্ন: পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে?

উত্তর: পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হবে।


✬প্রশ্ন: দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলে?

উত্তর: প্রতিসরণ।


✬প্রশ্ন: চুম্বকের আকর্ষন কোন অংশে বেশি?

উত্তর: দুই মেরুতে।


✬প্রশ্ন: কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

উত্তর: সূর্যরশ্মি।


✬প্রশ্ন: 20° সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট?

উত্তর: 68° F


✬প্রশ্ন: পানির তাপমাত্রা 0° থেকে 4° এ উন্নীত হলে পানির ঘনত্ব বাড়বে নাকি কমবে?

উত্তর: বাড়বে।

✬প্রশ্ন: কাজের একক কোনটি ?

উত্তর: জুল।


✬প্রশ্ন: লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায়?

উত্তর: হলুদ।


✬প্রশ্ন: ডায়নামো কি ?

উত্তর: যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।


✬প্রশ্ন: কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায়?

উত্তর: পানি।


✬প্রশ্ন: স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয়?

উত্তর: ওজন।


✬প্রশ্ন: স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে?

উত্তর: প্লবতা।


✬প্রশ্ন: 0° c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত?

উত্তর: 332 মিটার/সেকেন্ড।


✬প্রশ্ন: শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে?

উত্তর: কম থাকে।


✬প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক’কে কি বলে ?

উত্তর: কেলভিন।


✬প্রশ্ন: সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর?

উত্তর: 8 মিনিট 32 সেকেন্ড পর।


✬প্রশ্ন: ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন?

উত্তর: কালো রং তাপ শোষন করে বলে।


✬প্রশ্ন: বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে?

উত্তর: টমাস আলভা এডিসন।


✬প্রশ্ন: কোনটি জেনেরেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে ?

উত্তর: কয়েলে পেঁচ সংখ্যা বৃদ্ধি করে।


✬প্রশ্ন: দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে ?

উত্তর: তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।


✬প্রশ্ন: দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় ?

উত্তর: লাল।


✬প্রশ্ন: একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?

উত্তর: শোয়া অবস্থায়।


✬প্রশ্ন: সমুদ্র নীল দেখানোর কারন কি?

উত্তর: কারন হলো আপতিত সূর্য রশ্মির বিক্ষেপন।


✬প্রশ্ন: শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়?

উত্তর: বায়বীয় মাধ্যমের।


✬প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে কত সময় লাগে?

উত্তর: 8.32 মিনিট।


✬প্রশ্ন: সর্বোচ্চ কত শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে?

উত্তর: 105 ডেসিবেল।


✬প্রশ্ন: চাঁদে বা অন্য গ্রহে বস্তু নিলে বস্তুর কি রকম পরিবর্তন ঘটবে?

উত্তর: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।


✬প্রশ্ন: টেলিফোনের আবিস্কারক কে?

উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল।


✬প্রশ্ন: সূর্য রশ্মি কি গতিতে গমন করে?

উত্তর: সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।


✬প্রশ্ন: কত সময়কে ন্যানো সেকেন্ড বলে?

উত্তর: এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।


✬প্রশ্ন: শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন?

উত্তর: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।


✬প্রশ্ন: “থিউরি অব রিলেটিভিটি” এর উদ্ভাবক কে?

উত্তর: আলবার্ট আইনস্টাইন।


✬প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়?

উত্তর: টাংস্টেন।


✬প্রশ্ন: বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?

উত্তর: লাল , নীল, সবুজ।


✬প্রশ্ন: কোথায় সাঁতার কাটা কম অসাধ্য?

উত্তর: সাগরে।


✬প্রশ্ন: উষ্ণতার একক কিভাবে পরিমাপ করা হয়?

উত্তর: কেলভিন।


✬প্রশ্ন: হীঁরা আঁধারে চক চক করে কেন?

উত্তর: উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।


✬প্রশ্ন: আবহাওয়ার 90% আর্দ্রতা বলতে কি বুঝায়?

উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।

5000 + সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর WBSSC GK | wbp gk class pdf 5000 + সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর বিগত পরীক্ষার আসা ও কমন যোগ্য প্রশ্ন ও উত্তর WBSSC GK | wbp gk class pdf Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৪, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.