পেনশন ফান্ড নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA)- Recruitment of Officer Grade ‘A’ (Assistant Manager)


 পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ/ অথরিটি) জেনারেল, অ্যাকচুয়ারিয়াল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইনফরমেশন টেকনোলজি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ (রাজভাষা), রিসার্চ (ইকোনমিক্স) -এর জন্য অফিসার গ্রেড 'এ' (সহকারী ব্যবস্থাপক) এর 14 টি পদের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করে। এবং গবেষণা (পরিসংখ্যান) প্রবাহ।


অফিসার গ্রেড ‘এ’ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)

- সাধারণ: 05 টি পদ

- অ্যাকচুয়ারিয়াল: 02 টি পদ

- অর্থ ও হিসাব: 02 টি পদ

- তথ্য প্রযুক্তি: 02 টি পদ

- সরকারী ভাষা (রাজভাষা): 01 টি পদ

- গবেষণা (অর্থনীতি): 01 পদ

- গবেষণা (পরিসংখ্যান): 01 পদ


 


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন (নীচে দেওয়া লিঙ্ক)।


 


বয়সসীমা: একজন প্রার্থীর বয়স 31 জুলাই, 2021 পর্যন্ত ত্রিশ (30) বছর অতিক্রম করতে হবে না, অর্থাৎ প্রার্থীর জন্ম 01 আগস্ট, 1991 বা তার পরে হতে হবে।


 



প্রার্থীদের নির্বাচন: বাছাইয়ের পদ্ধতি হবে তিন ধাপের প্রক্রিয়া অর্থাৎ প্রথম ধাপ (অন লাইন স্ক্রিনিং পরীক্ষায় প্রতিটিতে ১০০ নম্বরের দুটি কাগজ থাকে), দ্বিতীয় পর্যায় (প্রতিটিতে ১০০ নম্বরের দুটি কাগজ নিয়ে অন লাইন পরীক্ষা) এবং তৃতীয় পর্যায় (সাক্ষাৎকার)।


গুরুত্বপূর্ন তারিখগুলো:


অনলাইন আবেদনের শুরুর তারিখ: 13/08/2021


অনলাইন আবেদনের শেষ তারিখ: 16/09/2021


Official website — https://www.pfrda.org.in

PDF file — SEE DETAILED ADVT.

Online apply now, visit  URL — VISIT THE URL

পেনশন ফান্ড নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA)- Recruitment of Officer Grade ‘A’ (Assistant Manager) পেনশন ফান্ড নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA)- Recruitment of Officer Grade ‘A’ (Assistant Manager) Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৫, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.