200 টাকার কম দামে রোজ 2 জিবি ডেটা খরচ সুবিধা তা আবার হয় নাকি তবে সেই অফার লাভের জন্য আগ্রহী কে BSNL কানেকশন ব্যবহারকারী হতে হবে দেশীয় টেলিকম সার্কিটে একমাত্র টেলিকম হিসাবে বিএসএনএল 200 টাকা কম মূল্যে প্রত্যেকদিন 2 জিবি ডেটা খরচ স্বাধীনতা প্রদান করে থাকে প্রাইভেট অপারেটরদের পক্ষ থেকে এই সুবিধা লাভের জন্য অনেক বেশি অর্থ খরচ করতে হয় অবশ্য সেখানে ইউজারদের উচ্চ গতিতে 4gb ব্যবস্থা করতে পারে।
BSNL এর পক্ষে প্রদান করা সম্ভব নয় কারণ রাষ্ট্রপতি দেশব্যাপী 4g পরিষেবা roll-out এর সফল হয়নি যদিও BSNL নেটওয়ার্কের সঙ্গে প্রত্যেক 2 জিবি ডাটা খরচে সুযোগ লাভের ইচ্ছুক হলে গ্রাহকদের এই প্লেনের বেছে নিতে পারবেন।
এক্ষেত্রে বিএসএনএল 187 টাকায় প্রিপেড প্ল্যান এর কথা বলতে চলেছিল 187 টাকা BSNL প্রিপেড প্ল্যান এর সাথে গ্রাহকের 28 দিনের ভ্যালিডিটি লাভ করেন এক্ষেত্রে প্রত্যেকদিন 2 জিবি ডেটা খরচ ছাড়া উল্লেখযোগ্য BSNL ভয়েস কলিং বেনিফিট পেয়ে যাবেন এবং 100 টা করে BSNL ফ্রি পেয়ে যাবেন সেক্ষেত্রে উপভোগের জন্য আলোচ্য প্রিপেড প্ল্যান সত্যিই বেশ লাভজনক হয়ে উঠতে পারে।
কোন মন্তব্য নেই: