চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর বিভিন্ন অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 100 টি।
পদের নাম : গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস।
শূন্য পদ : 39 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে থাকতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 9000 টাকা।
পদের নাম : টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।
শূন্যপদ : 61 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বোর্ড থেকে টেকনোলজিতে ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 8000 হাজার টাকা ।
প্রশিক্ষণের সময়কাল : প্রতিটি পদের ক্ষেত্রে ট্রেনিং সময়কাল 1বছর।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে 22 শে আগস্ট থেকে 30 শে আগস্ট 2022 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.bsnl.co.in/
আবেদনের লিংক : http://portal.mhrdnats.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/BSNL_Notification_signed_copy.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: