ভারতীয় ডাক বিভাগে 9000 শূন্যপদে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ। post office vacancy 2022 -apply 9000 jobs all India Posta
চাকরি প্রার্থীদের জন্য সুখবর মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় ডাক বিভাগে 9000 শূন্যপদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
মোট শূন্যপদ : 9000 টি।
পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ : 8859 টি।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পোস্ট,মেল মোটরস সার্ভিস পোস্টাল সার্ভিস গ্রুপ-বি,ডেপুটি ম্যানেজার এন্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন এমএমএস,ইন্সপেক্টর পোস্ট ও পোস্টাল অপারেটিভ সাইট ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 15000 -56900 টাকা ।
বয়স সীমা : 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী কিছুদিনের মধ্যেই যুবক-যুবতীদের জন্য বিশেষ সুখবর।
বিজ্ঞপ্তি লিংক :https://utilities.cept.gov.in//dop/pdfbind.ashx?id=7031
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
post office recruitment 2022,post office vacancy 2022,india post gds recruitment 2022,india post office recruitment 2022,indian post office recruitment 2022,new vacancy 2022,job vacancy 2022,govt jobs 2022,latest govt jobs 2022,latest job notification 2022
কোন মন্তব্য নেই: