চাকরি প্রার্থীদের জন্য সুখবর এসএসসি মাধ্যমে প্রায় 6000 বেশি শূন্য পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করা যাবে ছেলেমেয় উভয় আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 6000 + টি ।
পদের নাম : এমটিএস এবং হাভালদার ।
শিক্ষাগত যোগ্যতার : যেকোন শাখা থেকে মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারেন এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে।
মাসিক বেতন : 18,000 থেকে 25,000 টাকা।
বয়স সীমা : 18 - 27 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদন শুরু: 22. 3.2022 তারিখ থেকে অনলাইনে আবেদন চলবে 30. 4. 2022 তারিখ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 30 শে এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফ্রি : 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি লাগবে না।
ওয়েবসাইটের লিংক : https://ssc.nic.in/
বিজ্ঞপ্তির লিংক : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22032022.pdf
আবেদনের লিংক : https://ssc.nic.in/portal/apply
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
ssc mts vacancy 2022,ssc cgl,ssc chsl new vacancy 2022,ssc chsl,ssc cgl,west bengal job vacancy 2022
কোন মন্তব্য নেই: