চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দার হলেই আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম : পোস্টাল এজেন্ট (গ্রুপ-ডি)
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারেন এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : 18 থেকে 40 বছর বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 1.4 .2022 তারিখ পর্যন্ত।
আবেদন শুরু : 22.3.2022 তারিখ থেকে আবেদন চলবে 1.4 .2022 তারিখ পর্যন্ত।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে : মাধ্যমিকের এডমিট অথবা বয়সের প্রমাণপত্র মাধ্যমিকের মার্কশীট, এছাড়াও উচ্চমাধ্যমিক থাকলে দিতে পারেন, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড পাস্পোর্ট সাইজের রঙিন একটি ছবি দিতে হবে।
আবেদন ফি : শূন্য।
অফিসিয়াল ওয়েবসাইটের লিংক : https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
মোবাইল নাম্বার : 033/ 25567877
ইমেইল আইডি : [email protected]
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
post office recruitment 2022,post office recruitment,west bengal post office recruitment 2022,
Sir please kindly jodi ei vacancy er notice ta share koren, tahole khub upokar hoy. Thank you
উত্তরমুছুনei rokom kono vacancy ber hoyni. apni pdf or notice ta upload korun. eivabe manush ke boka banaben na plz.
উত্তরমুছুন