চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করা যাবে।
পদের নাম : পোস্টাল এজেন্ট।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে।
বয়স সীমা : 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 8000 থেকে 15000 টাকা।
আবেদনের পদ্ধতি : কোনরকম আবেদন করতে করতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ তারিখ : 18.2.2022 তারিখ 11.00 টা থেকে 3.00 পর্যন্ত ইন্টারভিউ নেয়া হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফ্রী : শূন্য।
ওয়েবসাইটের লিংক : https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspx
বিজ্ঞপ্তি লিংক :
post office recruitment 2022,wb post office recruitment 2022 apply online,chakrir khobor potrika
কোন মন্তব্য নেই: