চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
মোট পদের সংখ্যা : 231 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং বিবাহিত বিধবা আইনগতভাবে বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 ই জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 23.2.2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
ইন্টারভিউয়ের সময় যে যে ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে : জন্ম সার্টিফিকেট মাধ্যমিকের পরীক্ষার এডমিট কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কার সার্টিফিকেট রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং বিবাহিত হয়ে থাকলে বিবাহের প্রমাণপত্র ডিভোর্স এর প্রমাণ পত্র বা বিধবা হলে স্বামীর ডেট সার্টিফিকেট।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : https://www.malda.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/ASHA_Memo_206.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
asha karmi recruitment 2022,asha karmi recruitment,asha kormi niyog,10th pass job
কোন মন্তব্য নেই: