চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্য সরকারি কলেজে গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন।
পদের নাম : ক্লার্ক।
শূন্যপদ ; 2 টি।
যোগ্যতা : মাধ্যমিক পাশের সঙ্গে অবশ্যই কম্পিউটার জানার জ্ঞান থাকতে হবে।
পদের নাম : ল্যাবরেটরি এটেনডেন্ট।
শূন্যপদ : 1 টি।
যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করতে পারবেন।
পদের নাম : লাইব্রেরী ও পিয়ন।
শূন্যপদ : 1 টি।
যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ 26.10. 2021 সরাসরি বীরভূম জেলার অন্তর্গত স্মৃতি মহাবিদ্যালয় পাঠাতে হবে।
নিয়োগের স্থান : বীরভূম জেলা ।
আবেদন ফি : 100 টাকা গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে ধার্য করা হয়েছে।
ওয়েবসাইটের লিংক :http://sfsmahavidyalaya.ac.in/
বিজ্ঞপ্তি লিংক : http://sfsmahavidyalaya.ac.in/Pop-up/Notice%20for%20Vacant%20Post.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
diploma jobs?
উত্তরমুছুন