চাকরি প্রার্থীদের জন্য সুখবর ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড তরফ থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এটেনডেন্ট মার্কেটিং এবং রিপ্রেজেন্টেটিভ ও লোকো এসিস্টেন্ট নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 183টি ।
যে সমস্ত ডিসিপ্লিনের নিয়োগ করা হবে সেগুলি হল : প্রোডাকশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্ট, ট্রানসফর্মেশন , মার্কেটিং।
মাসিক বেতন : জুনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে বেতন 30,000- 56,500 টাকা লোকো অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 21,500 - 52 000 টাকা পর্যন্ত এবং মার্কেটিং 24,000 - 67,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 30 শে সেপ্টেম্বর 2021 তারিখের মধ্যে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে 10 নভেম্বর 2021 তারিখ বিকাল 5:30 পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।
ওয়েবসাইটের লিংক : https://www.nationalfertilizers.com/
বিজ্ঞপ্তি লিংক : https://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/FINAL%20ENGLISH-%20DETAILED%20ADV-%20RECRUITMENT%20OF%20NON%20EXECUTIVES%20FOR%20NFL-%202021.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: