চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 1968 টি।
শিক্ষাগত যোগ্যতা : ট্রেড এ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং ডেট অ্যাপ্রেন্টিস ক্ষেত্রে মাধ্যমিক পাশের সঙ্গে ফিটার আইটিআই টেকনিশিয়ান অ্যাক্ট্রেস নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা পাস এর সঙ্গে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 31 শে অক্টোবর 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং লেখা পরীক্ষা হবে 21 শে নভেম্বর 2021 তারিখের মধ্যে এবং পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাবে 16 ই নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে 12 ই নভেম্বর 2021 তারিখ বিকেল 5 টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
ওয়েবসাইটের লিংক : https://www.iocl.com/
বিজ্ঞপ্তি লিংক : https://iocl.com/admin/img/Apprenticeships/Files/e803e3b4578e40e4ae890585d7e9e457.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: