চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি পদে চাকরির সুযোগ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন উভয় প্রার্থীরা।
পদের নাম : লোহার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট কাম অফিসার মাস্টার।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতার : উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে অবশ্যই 20 টি শব্দের ইংরেজি তোলার গতি থাকতে হবে।
মাসিক বেতন : 13,500 টাকা।
বয়স সীমা : 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : লোহার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতার : উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে অবশ্যই 20 টি শব্দের ইংরেজি তোলার গতি থাকতে হবে।
মাসিক বেতন : 13,500 টাকা।
বয়স সীমা : 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : গ্রুপ ডি।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতার : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 12,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে মালদা জেলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এবং সমস্ত রকমের ডকুমেন্ট সংযুক্ত করে মালদা জেলা লিগাল সার্ভিস অথরিটি ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পৌঁছানো শেষ তারিখ 15 ই নভেম্বর 2021।
আবেদন ফি : 200 টাকা গ্রুপ ডি পদের জন্য এবং লোহার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট অফিসার পদে 300 টাকা এবং লোহার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদের জন্য 300 টাকা ।
ওয়েবসাইটের লিংক : https://www.malda.gov.in/index.php/
বিজ্ঞপ্তি লিংক : https://www.malda.gov.in/sites/default/files/notice/2021-09/scan0778-2-8.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: