চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে স্কুলে গেস্ট টিচার ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয়।
পদের নাম : গেস্ট টিচার।
শূন্যপদ : 12 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা : 18 থেকে 62 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম: নাইট গার্ড গ্রুপ ডি।
শূন্য পদ : 4 টি ।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা : 18 থেকে 62 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
ইন্টারভিউ তারিখ : 23 .8.2022 তারিখ সকাল 11: 00 AM থেকে ইন্টারভিউ নেয়া হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি : কোনরকম আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
ওয়েবসাইটের লিংক : https://www.malda.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.malda.gov.in/sites/default/files/notice/2022-08/scan1703-2.pdf
West Bengal Group D recruitment 2022,West Bengal teacher recruitment,West Bengal Jobs & Government Jobs
কোন মন্তব্য নেই: