চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে হোস্টেলের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের নোটিশে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অধীনে মাদ্রাসা সংখ্যালঘু ছাত্রাবাস বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক উর্ত্তীন্ন অথবা সমতুল্য উচ্চ শিক্ষিতা থাকতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ইন্টারভিউ তারিখ : 30.8.2022 তারিখ সকাল 11 টা থেকে ইন্টারভিউ নেয়া হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদনের পদ্ধতি : অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করার শেষ তারিখ 26. 8. 2022 তারিখ বিকাল 4 টা পর্যন্ত ।
আবেদন ফি : শূন্য।
Email-Id :
ওয়েবসাইটের লিংক : https://purbamedinipur.gov.in/notice_category/recruitment/
বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s373278a4a86960eeb576a8fd4c9ec6997/uploads/2022/08/2022081079.pdf
WB Hostel Staff Recruitment,WB Hostel Staff Recruitment 20222,12pass job,West Bengal Job Vacancy 2022
কোন মন্তব্য নেই: