পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। pnb bank recruitment 2022 apply online



চাকরি প্রার্থীদের জন্য সুখবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন  উভয় প্রার্থীরা।


মোট শূন্যপদ : 103 টি ।


পদের নাম  : ম্যানেজার (সিকিউরিটি)

শূন্যপদ : 80 টি।

 শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা : 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.7. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।


পদের নাম  : অফিসার (ফায়ার সেফটি)

শূন্যপদ : 23টি।

 শিক্ষাগত যোগ্যতা : নাগপুরে B.E. কোর্স করে থাকতে হবে অথবা অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ফায়ার টেকনোলজি ফায়ার ইঞ্জিনিয়ারিং এবং সেফটি এবং ফায়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে চার বছরে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা : 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.7. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।


প্রার্থী বাছাইয়ের পদ্ধতির : শর্ট লিস্ট মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং ইন্টারভিউ লিখিত পরীক্ষা ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


আবেদনের পদ্ধতি :  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 30.8.2022 তারিখ পর্যন্ত


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে : 

1) আধার কার্ড।

2) ভোটার কার্ড।

3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।

4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

5) কাস্ট সার্টিফিকেট।

6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।


আবেদন শুরু :  4.8.2022  তারিখ থেকে আবেদন চলবে 30.8. 2022 তারিখ পর্যন্ত।


আবেদন ফি : 1003  টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 59 টাকা আবেদন ফি।


ওয়েবসাইটের লিঙ্ক :https://www.pnbindia.in/ 


 বিজ্ঞপ্তি লিংক : https://s3-ap-south-1.amazonaws.com/adda247jobs-wp-assets-adda247/jobs/wp-content/uploads/2022/08/05104519/PNB-Recruitment-2022-Notification-PDF-%E2%80%93-Click-to-Download.pdf


চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যা


pnb bank recruitment 2022 apply online,pnb bank peon recruitment 2022,pnb recruitment 2022,pnb bank recruitment 2022 tamil,bank recruitment 2022

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। pnb bank recruitment 2022 apply online পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। pnb bank recruitment 2022 apply online Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ০৮, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.