চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় লাইব্রেরিয়ান ও মাল্টিমিডিয়া টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পদের নাম : মাল্টিমিডিয়া টেকনিশিয়ান।
শূন্যপদ : 2টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট দপ্তরে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন : 18000 টাকা।
পদের নাম : লাইব্রেরিয়ান।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরিয়ান সাইন্স ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট দপ্তরে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন : 18000 টাকা।
ইন্টারভিউ তারিখ : 16.8.2022 তারিখ মঙ্গলবার সকাল 11:30 Am থেকে দুপুর 2:00 Pm মধ্যে ইন্টারভিউ নেয়া হবে।
আবেদনের পদ্ধতি : কোনরকম আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক :http://www.jaduniv.edu.in/
বিজ্ঞপ্তি লিংক : http://www.jaduniv.edu.in/upload_files/scroll_info/1659085132.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
jadavpur university job vacancy 2022,jadavpur university,jadavpur university recruitment,jadavpur university job 2022,jadavpur university new notice 2022,jadavpur university group c recruitment 2022
কোন মন্তব্য নেই: