চাকরি প্রার্থীদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে জুনিয়ার হিন্দু ট্রান্সলেটর জুনিয়র ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : কনস্টেবল ড্রাইভার এবং জুনিয়র হিন্দু ট্রান্সলেটর জুনিয়র ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর।
মোট শূন্যপদ : 1141 টি।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলেও আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 35400 থেকে 11240 টাকা।
বয়স সীমা : 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 29.7.2022 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://sssc.nic.in/
আবেদনের লিংক : https://ssc.nic.in/Registration/Home
বিজ্ঞপ্তির লিংক : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CDDP_08072022.pdf
ssc new vacancy 2022,ssc new recruitment 2022,ssc recruitment 2022,ssc vacancy 2022
কোন মন্তব্য নেই: