পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয় পিয়ন পদে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ। presidency university recruitment 2022
চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যের বিশ্ববিদ্যালয় অষ্টম শ্রেণী ও উচ্চ মাধ্যমিক পাশের নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : জুনিয়র পিয়ন।
শূন্যপদ : 15 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এবং ইংরেজিতে লিখতে ও পড়তে জানতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন : 18,500 থেকে 47, 600 টাকা।
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ : 78 টি।
শিক্ষাগত যোগ্যতা : শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 27,500 থেকে 70, 600 টাকা।
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : জুনিয়ার লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ : 23টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইন শাখা থেকে ডিপ্লোমা করে থাকতে হবে প্রার্থীদের অন্ততপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন : 35, 800 থেকে 92, 100 টাকা।
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ : 4টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে ইঞ্জিনিয়ারিং বিএসসি বিএ ডিপ্লোমা কোর্স থাকতে হবে প্রার্থীদের এবং 1 বছরে অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন : 27,500 থেকে 70,600 টাকা।
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 4.8.2022 তারিখ পর্যন্ত।
আবেদন শুরু : 20.7.2022 তারিখ থেকে আবেদন চলবে 4.8. 2022 তারিখ পর্যন্ত।
নিয়োগের স্থান : কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
ওয়েবসাইটের লিংক : https://www.presiuniv.ac.in/web/
আবেদনের লিংক : https://presiuniv.ac.in/web/universitystaff/login.php
বিজ্ঞপ্তি লিংক : https://www.presiuniv.ac.in/web/webannoncement200720224.php
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
presidency university recruitment 2022,presidency university,presidency university recruitment,presidency university kolkata admission 2022,presidency university kolkata
কোন মন্তব্য নেই: