পশ্চিমবঙ্গে PNB ব্যাংক 6000 শূন্যপদে ক্লার্ক পদে কর্মী নিয়োগ। Pnb Bank Recruitment 2022


চাকরি প্রার্থীদের জন্য সুখবর সারাদেশে ব্যাংকে 12000 শূন্যপদে পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে 791 টি শূন্যপদে অনলাইনে দরখাস্ত নেয়া শুরু হবে আগামী কাল থেকে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবে। 


মোট শূন্যপদ :  6000 + টি। 


মোট 12 টি ব্যাংকের নিয়োগ করা হবে নিচের তালিকা দেয়া হলো : 


1) Punjab National Bank

2)Indian Overseas Bank

3)Punjab & Sind Bank

4)UCO Bank

5)Union Bank of India

6)Indian Bank

7)Central Bank of India

8)Canara Bank

9)Bank of Baroda

10)Bank of India

11)Bank of Maharashtra


শিক্ষাগত যোগ্যতা :  স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোন শাখা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সিস্টেমের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ডিপ্লোমা অথবা হাই স্কুল কলেজ ইনস্টিটিউট কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি তে একটি বিষয় হিসাবে পড়তে থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 1ই আগস্ট 2022 তারিখের মধ্যে সম্পূর্ণ হতে হবে প্রার্থীদের। 


বয়স সীমা : 20- 28 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। 


প্রার্থী বাছাইয়ের পদ্ধতি :  প্রিলিমিনারি পরীক্ষা এবং অবজেক্টিভ টাইপ অনলাইন পরীক্ষা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোট 100 নম্বরের পরীক্ষার সময় 60 মিনিট। 


আবেদন ফি :  850 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না। 


আবেদনের পদ্ধতি :  অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে 1ই জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত আবেদন ফি দেয়া যাবে 27 জুলাই 20 22 তারিখ পর্যন্ত। 


ওয়েবসাইটের লিংক : https://www.ibps.in/


 বিজ্ঞপ্তির লিংক: https://www.ibps.in/wp-content/uploads/Final-Advt.-CRP-CLERKS-XII.pdf


 আবেদনের লিংক : https://ibpsonline.ibps.in/ibpsramay22/clinta_jun22/login.php?appid=6865ef7c6dfb78dc8e5fb561dbe5bc0d


pnb recruitment 2022,bank recruitment 2022,pnb bank recruitment 2022,pnb bank peon recruitment 2022,

IBPS Clerk 2022 Notification

পশ্চিমবঙ্গে PNB ব্যাংক 6000 শূন্যপদে ক্লার্ক পদে কর্মী নিয়োগ। Pnb Bank Recruitment 2022 পশ্চিমবঙ্গে PNB ব্যাংক 6000 শূন্যপদে ক্লার্ক পদে কর্মী নিয়োগ। Pnb Bank Recruitment 2022 Reviewed by Karmasandhan Recruitment on জুলাই ০১, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.