চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে কোল ইন্ডিয়াতে অফিসে 1050 শূন্যপদে ম্যানেজমেন্ট ট্রেনিং চাকরির সুযোগ ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা মোট শূন্যপদ আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত আজকের প্রতিবেদনে।
মোট শূন্যপদ : 1050 টি।
মাইনিং পদে শূন্য পদ : 666 টি , ইলেকট্রনিক্স এন্ড টেকনিশিয়ান পদে শূন্য পদ : 124টি , সিভিল পদে শূন্য পদ :160 টি,সিস্টেম এন্ড ইডিপি পদে শূন্য পদ : 67 টি।
পদের নাম : মাইনিং, ইলেকট্রনিক্স এন্ড টেকনিশিয়ান, সিস্টেম এন্ড ইডিপি , সিভিল।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম 60% নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখা থেকে বিটেক ,বিএসসি ইঞ্জিনিয়ার পাস করে থাকতে হবে এবং সবকটি পদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে।
মাসিক বেতন : 50,000 থেকে 18,0000 টাকা পর্যন্ত।
বয়স সীমা : 31 মে 2022 তারিখ হিসেবে বয়সের উর্ধ্বসীমা 30 বছর সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতিতে : মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 22.7.2022 তারিখ পর্যন্ত।
আবেদন শুরু : 23. 6. 2022 তারিখ থেকে আবেদন চলবে 22.7.22 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 1000 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি লাগবেনা ।
ওয়েবসাইটের লিংক : https://www.coalindia.in/
আবেদনের লিংক : https://www.coalindia.in/login/
বিজ্ঞপ্তির লিংক : https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_No._02-2022_for_recruitment.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
cil recruitment 2022,coal india limited,ecl recruitment 2022,coal india recruitment 2022,cil recruitment
কোন মন্তব্য নেই: