রাজ্যে স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। mid day meal programme
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বিডিও অফিসের তরফ থেকে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়েই।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে।
মাসিক বেতন : 11000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের আবেদন করার শেষ তারিখ 31 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।
আবেদন শুরু : 24 শে মার্চ 2022 তারিখ থেকে আবেদন চলবে 31 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : the Block Development Officer and Chairperson, Block Level Selection Committee for engagement of DEO (CMDMp), Bharatpur-I Development Block।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে : বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমান পত্র, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট ও সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
আবেদন ফি : শূন্য।
নিয়োগে স্থান : মুর্শিদাবাদ।
ওয়েবসাইটের লিংক : https://murshidabad.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s3c9f0f895fb98ab9159f51fd0297e236d/uploads/2022/03/2022032363.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
mid day meal programme,mid day meal scheme,mid day meal news,sumanjob.in
GANESH Mondal
উত্তরমুছুন7003103774
Kolkata WESTBANGOL