পশ্চিমবঙ্গের হাইকোর্টের লোহার ডিভিশন ক্লার্ক ও বেঞ্চ ক্লার্ক পদে কর্মী নিয়োগ kolkata high court recruitment 2022
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের হাইকোর্টে গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়।
পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক এবং বেঞ্চ ক্লার্ক।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন শাখা থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 14,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 3 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।
আবেদন শুরু : 23 শে মার্চ 2022 তারিখ থেকে আবেদন চলবে 31 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে : মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা এবং কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড পাসপোর্ট সাইজ কালার রঙিন ছবি দিতে হবে একটি।
ওয়েবসাইটের লিংক : http://north24parganas.gov.in/node/3530
বিজ্ঞপ্তির লিংক :
kolkata high court recruitment 2022,district court recruitment 2022,bhirbhum district judge court new recruitment 2022
কোন মন্তব্য নেই: