চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য।
শূন্যপদ : 50 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং আপনি যদি ডেপুটি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
মাসিক বেতন : 15000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 17 ই মার্চ 2022 তারিখ পর্যন্ত।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট দেবেন : মাধ্যমিকের মার্কশীট সার্টিফিকেটগুলো কার্ডের জেরক্স বসবাস পরিচয় পত্র এবং ভোটার কার্ড রেশন কার্ড এক্সচেঞ্জের কার্ড সার্টিফিকেট জেরক্স এবং আবেদনপত্রের সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : Principal, People’s (Janata) Govt. College, Banipur, North 24 Pgs., Pin.- 743233।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : 6 মাসের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং এর শেষে চাকরির সুযোগ থাকবে।
আবেদনের লিংক : https://cdnbbsr.s3waas.gov.in/s39f44e956e3a2b7b5598c625fcc802c36/uploads/2022/02/2022022365.pdf
বিজ্ঞপ্তির লিংক : https://cdnbbsr.s3waas.gov.in/s39f44e956e3a2b7b5598c625fcc802c36/uploads/2022/02/2022022394.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
wb librarian recruitment 2022,10th pass job,best job in kolkata,jobs in kolkata
কোন মন্তব্য নেই: