চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 500 টি।
পদের নাম : কমিউনিটি হেলথ অফিসার।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন প্রতিষ্ঠানে থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং অথবা পোস্ট বিএসসি নার্সিং যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল পাস থাকতে হবে।
মাসিক বেতন : 20,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ওয়েবসাইটে আবেদন করার শেষ তারিখ 15.2.2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50 টাকা আবেদন ফি।
ওয়েবসাইটের লিংক : https://wbhealthscheme.gov.in/Home/wbhs_doc_details.aspx
বিজ্ঞপ্তি লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/2451.pdf
আবেদনের লিংক : http://164.164.119.144:8025/Index.aspx
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
wb health recruitment 2022,health recruitment 2022,wb health driver recruitment 2022 apply
কোন মন্তব্য নেই: