রাজ্যে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর ও একাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে rupashree prakalpa
চাকরি প্রার্থীদের জন্য সুখবর রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর একাউন্টেন্ট পদে পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্প গ্রুপে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করা যাবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।
পদের নাম : একাউন্টেন্ট।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার জানান অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.2. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 15000 টাকা।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর ।
শূন্য পদ : 2 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানার অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.2. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 11000 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 28.2 2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : https://hooghlyonline.in/kanya2022/index.php
বিজ্ঞপ্তি লিংক : https://cdn.s3waas.gov.in/s3aff1621254f7c1be92f64550478c56e6/uploads/2022/02/2022020327.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
rupashree prakalpa,rupashree prakalpa in bengali,how to download rupashree prakalpa form
কোন মন্তব্য নেই: