চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় নৌবাহিনীতে বিটেক পরিয়ে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 35 টি ।
যোগ্যতার : কাউন্সিল অব বোর্ড অথবা স্কুল এডুকেশন স্বীকৃত বোর্ড থেকে সিনিয়ার সেকেন্ডারি পাস ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স 70% নাম্বার থাকতে হবে এবং দশম শ্রেণী দ্বাদশ শ্রেণীতে ইংরেজি 50% নাম্বার থাকতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : 4 বছরের কোর্স ভারতীয় নৌবাহিনীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং নেভাল একাডেমি অথবা ইলেকট্রিক কমিউনিকেশন ইংরেজি এবং জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে।
বয়স সীমা : জন্ম তারিখ হতে হবে 2 জুলাই 2002 থেকে জানুয়ারি 2005 তারিখের মধ্যে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
নিয়োগের পদ্ধতি : নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে 10 অক্টোবর 2021 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন এই পদের জন্য।
ওয়েবসাইটের লিংক : https://www.joinindiannavy.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1632288984_459014.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: