চাকরি প্রার্থীদের জন্য সুখবর রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আবেদন করা যাবে।
মোট শূন্যপদ : 3366 টি।
1 ) হাওড়া ডিভিশন শূন্য পদ : 281 টি।
2) শিয়ালদা ডিভিশন শূন্য পদ : 1123 টি।
3) মালদা ডিভিশন শূন্য পদ : 100 টি।
4)আসানসোল ডিভিশন শূন্য পদ : 412 টি।
5) কাঁচরাপাড়া ডিভিশন শূন্য পদ : 190 টি।
6) লিলুয়া ডিভিশন শূন্য পদ : 204 টি।
7)জামালপুর ডিভিশন শূন্য পদ : 678 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস এবং উচ্চমাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট এন সি ভি টি অথবা এস সি ভি টি অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করে থাকতে হবে এবং 50% নাম্বার থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ 3 .11.21 বিকেল 6 টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
আবেদন ফি : জেনারেল ওবিসি প্রার্থীদের 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও প্রতিবন্ধীদের এবং মহিলা প্রার্থীদের ফ্রি লাগবে না।
ওয়েবসাইটের লিংক : https://er.indianrailways.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://img.freejobalert.com/uploads/2021/09/Notification-RRC-Eastern-Railway-Act-Apprentice-Posts.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Malda
উত্তরমুছুন