চাকরি প্রার্থীদের জন্য সুখবর ডেটা এন্ট্রি অপারেটর সুপারভাইজার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন এই পদের জন্য।
শূন্য পদ : 103টি ।
শিক্ষাগত যোগ্যতা : লোডার পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং ইংরেজী পড়তে এবং লিখতে জানতে হবে ও হিন্দি এবং স্থায়ী ভাষায় কথা বলতে জানতে হবে ডেট এন্ট্রি অপারেটর এবং সুপারভাইজার ও সিনিয়র সুপারভাইজার পদে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
মাসিক বেতন : প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন আছে।
বয়স সীমা : ডাটা এন্ট্রি অপারেটর ও সুপারভাইজার পদের ক্ষেত্রে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সিনিয়র সুপারভাইজার পদের ক্ষেত্রে 35 বছর এবং লোডার পদের ক্ষেত্রে 45 বছর বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি : 150 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 450 টাকা দিতে হবে প্রার্থীদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি দেয়া যাবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে 7 অক্টোবর 2021 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.becil.com/
বিজ্ঞপ্তি লিংক : https://www.becil.com/uploads/vacancy/dc16b4a3c65ab4be9fa87b53dcf42fda.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: