উচ্চ মাধ্যমিক পাশে ইন্ডিয়ান আর্মি ও ইন্ডিয়ান নেভিতে নিয়োগ করা হচ্ছে (indian defence new recruitment,indian army)
চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমী এক্সামিনেশন 2021 এর মাধ্যমে আর্মি নেভি এয়ারফোর্সে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ভারতীয় নাগরিক আবেদন করার যোগ্য।
চাকরি শুরুতে ট্রেনিং দিয়ে 4 বছরে বিটেক কোর্স করিয়ে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ডিগ্রী দেয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা ভারতীয়রা অবিবাহিত তরুণদের আবেদন করতে পারবেন ইউপিএসসি বিজ্ঞপ্তি এক্সামিনেশন নোটিশের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
মোট শূন্যপদ : 400 টি।
শিক্ষাগত যোগ্যতা ; ন্যাশনাল ডিফেন্স একাডেমী তে আর্মি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমী এয়ার ফোর্স নেভি তে এবং নেভাল একাডেমিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে পদার্থবিজ্ঞান ও রসায়ন ও গণিত বিষয়ে পড়ে থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা : আবেদনকারীদের জন্ম হতে হবে 1.1.2003 থেকে 1.1. 2006 তারিখের মধ্যে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 29 শে জুন সন্ধ্যা 6 টা পর্যন্ত।
আবেদন ফি: 100 টাকা :
পরীক্ষা কেন্দ্র : পশ্চিমবঙ্গে আবেদনকারীদের জন্য রাজ্যের মধ্যে পরীক্ষাকেন্দ্র থাকবে এবং অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবেনা প্রার্থীদের পশ্চিমবঙ্গ কলকাতাতেই পরীক্ষা কেন্দ্র রয়েছে।
ওয়েবসাইটের লিংক : https://www.upsc.gov.in/
আবেদনের লিংক : https://www.upsconline.nic.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.upsc.gov.in/sites/default/files/Notif-NDA-NA-II-2021-Engl-09062021_0.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
Reviewed by Karmasandhan Recruitment on জুন ১১, ২০২১ Rating:








কোন মন্তব্য নেই: