চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাষ্ট্রীয় কেমিক্যাল লিমিটেড তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে এটি কেন্দ্রীয় সরকারের নতুন একটি চাকরির খবর।
মোট শূন্যপদ : 50 টি ।
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি এবং কেমিস্ট্রির সঙ্গে ফিজিকস একটি বিষয় হিসাবে থাকতে হবে এবং কেমিক্যাল ল্যান্ড ট্রেড এন সি ভি টি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নাম্বার থাকলে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে 31 এ মে 2021 তারিখ হিসাবে।
বয়স সীমা : 18- 34 বছরের মধ্যে বয়স হতে হবে 31 এ মে 2021 তারিখ হিসাবে বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী 21শে জুন বিকাল 5 টা পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.rcfltd.com/
আবেদনের লিংক : http://203.199.79.251:3053/Candidate/
বিজ্ঞপ্তি লিংক : https://www.rcfltd.com/files/Final%20Website%20Advt_.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: