2632 শূন্যপদে পাঞ্জাব টেস্ট পাওয়ার কর্পোরেশন এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে (pspcl recruitment 2021)
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পাঞ্জাব টেস্ট পাওয়ার কর্পোরেশন লিমিটেড তরফ থেকে ক্লার্ক ও একাউন্টেন্ট ও জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ও অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান ও এসিস্টেন্ট স্টেশন একাউন্টেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ভারতীয় হলে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : রিভিনিউ একাউন্টেন্ট ন্যূনতম 60% নাম্বার নিয়ে নিয়মিত বিকম পাস অথবা সি এ আই সি ডাবলু এ আয় ইন্টার।
ক্লার্ক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটারে ইনফরমেশন টেকনোলজি কোর্স অথবা সমতুল্য পাস থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদের জন্য বা মাধ্যমিক স্তরে পাঞ্জাবি ভাষায় পাস করে থাকতে হবে এবং টাইপিং টেস্ট এবং ইংরেজী এবং পাঞ্জাবি থাকতে হবে।
জুনিয়ার ইঞ্জিনিয়ার : ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 60% নাম্বার নিয়মিত ডিপ্লোমা অথবা ইলেকট্রিক্যাল এন্ড বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ থাকলে আবেদন করতে পারবে।
অ্যাসিস্ট্যান্ট লাইন ম্যান : মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং সমতুল্য সঙ্গে লাইন ম্যান এন্ড ন্যাশনাল এ্যাপ্রেনটিসশিপ সার্টিফিকেট থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট সাপ এটেনডেন্ট : ন্যূনতম 60% নাম্বার নিয়ে ওয়াকম্যান এবং ইলেকট্রিক্যাল ট্রেড এ সময়ে নিয়মিত আইটিআই 2 বছরের এ্যাপ্রেনটিসশিপ থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই জানুয়ারি 2021 তারিখ অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী 26 শে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
আবেদনের লিংক : https://pspcl.in/
বিজ্ঞপ্তি লিংক : https://pspcl.in/wp-content/uploads/2021/05/Advt-CRA-298-of-2021-PSPCL.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: